Exam
Question View - Eleventh Hour || E7D7 || 30.12.23
1. কোন ধরণের টিস্যুর কোষে প্রোপ্লাস্টিড বিদ্যমান?
Edit
Topic: ভাজক টিস্যুর বৈশিষ্ট্য, টিস্যু ও টিস্যুতন্ত্র, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: ভাজক টিস্যুর কোষে প্লাস্টিড প্রোপ্লাস্টিড হিসেবে থাকে।
2. নিম্নের কোন ধরনের ভাজক টিস্যু হতে এপিডার্মিস সৃষ্টি হয়?
Edit
Topic: ভাজক টিস্যুর শ্রেণিবিভাগ, টিস্যু ও টিস্যুতন্ত্র, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: প্রোটোডার্ম ভাজক টিস্যু হতে এপিডার্মিস বা ত্বক সৃষ্টি হয়।
3. তরুণ মূলে কোন ধরণের ভাজক টিস্যু দেখা যায়?
Edit
Topic: ভাজক টিস্যুর শ্রেণিবিভাগ, টিস্যু ও টিস্যুতন্ত্র, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: তরুণ বা বর্ধিষ্ণু মূলে এবং কাণ্ডের মজ্জা রশ্মিতে রিব ভাজক টিস্যু দেখা যায়।
4. পেরিসাইকেল প্রভৃতি কোন ধরণের ভাজক টিস্যু হতে উৎপত্তি লাভ করে?
Edit
Topic: ভাজক টিস্যুর শ্রেণিবিভাগ, টিস্যু ও টিস্যুতন্ত্র, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: কর্টেক্স, মজ্জা, মজ্জারশ্মি, পেরিসাইকেল প্রভৃতি গ্রাউন্ড ভাজক টিস্যু হতে উৎপত্তি লাভ করে।
5. কোন এপিডার্মাল উপাঙ্গ উদ্ভিদের প্রস্বেদন হার কমায়?
Edit
Topic: এপিডার্মাল বা ত্বকীয় টিস্যুতন্ত্র – এপিডার্মিস উপবৃদ্ধি, টিস্যু ও টিস্যুতন্ত্র, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: Scale বা শল্ক হলো এমন একটি এপিডার্মাল উপাঙ্গ যা উদ্ভিদের প্রস্বেদন হার কমায়।
6. নিচের কোন উদ্ভিদের পাতায় হাইডাথোড (hydathode) বিদ্যমান?
Edit
Topic: এপিডার্মাল বা ত্বকীয় টিস্যুতন্ত্র – এপিডার্মাল রন্ধ্র, টিস্যু ও টিস্যুতন্ত্র, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: ঘাস, কচু, টমেটো উদ্ভিদের পাতায় হাইডাথোড বিদ্যমান।
7. আবৃতবীজী উদ্ভিদের কোন অংশে এক্সার্ক (Exerch) জাইলেম বিন্যাস উপস্থিত?
Edit
Topic: ভাস্কুলার টিস্যুতন্ত্র, টিস্যু ও টিস্যুতন্ত্র, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: আবৃতবীজী উদ্ভিদের মূলে এক্সার্ক (Exerch) জাইলেম বিন্যাস উপস্থিত। অর্থাৎ মূলের ভাস্কুলার টিস্যুতে প্রোটোজাইলেম পরিধির দিকে এবং মেটাজাইলেম কেন্দ্রের দিকে বিন্যস্ত থাকে।
8. কোনটি leptocentric ভাস্কুলার বান্ডলের উদাহরণ?
Edit
Topic: ভাস্কুলার বান্ডলের প্রকারভেদ, ভাস্কুলার টিস্যুতন্ত্র, টিস্যু ও টিস্যুতন্ত্র, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার
Explaination: Dracaena, Yucca উদ্ভিদের ভাস্কুলার বান্ডল লেপ্টোসেন্ট্রিক ধরণের।
9. পরাগথলির প্রাচীরের সবচেয়ে ভেতরের স্তর কোনটি?
Edit
Topic: যৌন প্রজনন, উদ্ভিদ প্রজনন, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: পরাগথলির প্রাচীরের সবচেয়ে ভেতরের স্তর হলো ট্যাপেটাম। যেটা বিগলিত হয়ে পরিস্ফুটিত পরাগরেণুর পুষ্টি সাধন করে।
10. নিচের কোনটি ভ্রুনথলির অংশ নয়?
Edit
Topic: যৌন প্রজনন, উদ্ভিদ প্রজনন, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: ভ্রুণ পোষক টিস্যু (Nucellus) মধ্যে অবস্থিত থলির ন্যায় অংশকে ভ্রুণথলি বলে। ভ্রূণথলি তিনটি অংশ নিয়ে গঠিত।
- গর্ভযন্ত্র (Egg-apparatus)
- প্রতিপাদ কোষ (Antipodal cell)
- সেকেন্ডারি নিউক্লিয়াস
11. নিচের কোনটি ভিন্ন?
Edit
Topic: যৌন প্রজনন, উদ্ভিদ প্রজনন, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: - ডিম্বানু (n) - Egg, ovum, Oosphere
ডিম্বক – ovule
12. Double fertilization কোন উদ্ভিদের বিশেষ বৈশিষ্ট্য?
Edit
Topic: যৌন প্রজনন (নিষেকক্রিয়া), উদ্ভিদ প্রজনন, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: একই সময়ে ডিম্বানুর সাথে একটি পুংগ্যামিটের মিলন ও সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে অপর পুংগ্যামিটের মিলন প্রক্রিয়াকে দ্বিনিষেকক্রিয়া (Double fertilization) বলে। দ্বিনিষেক আবৃতবীজী উদ্ভিদের বিশেষ বৈশিষ্ট্য। ব্যাতিক্রম - Ephedra (নগ্নবীজী)
13. এরিল (aril) দেখা যায় না কোনটিতে?
Edit
Topic: যৌন প্রজনন (নিষেকের পরিণতি), উদ্ভিদ প্রজনন, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: নিষেকের পর ডিম্বকের অভ্যন্তরে রসালো ডিম্বকটি পানি হারিয়ে অপেক্ষাকৃত কঠিন ও শুষ্ক হয়ে বীজে পরিণত হয়। কোনো কোনো ক্ষেত্রে বীজে একটি তৃতীয় স্তর সৃষ্টি হয়, যাকে এরিল বলে। উদাহরণ: লিচু, কাঠলিচু, জায়ফল, শাপলা বীজ।
14. কোনটি থেকে নিষেকের পর ভ্রূণ (embryo) তৈরি হয়?
Edit
Topic: যৌন প্রজনন (নিষেকের পরিণতি), উদ্ভিদ প্রজনন, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: নিষেকের পরিণতি-
•ডিম্বক(ovule) - বীজ
•ডিম্বাণু(egg) - ভ্রূণ
• সহকারি কোষ (Synergid) - নষ্ট হয়ে যায়
• ভ্রূণপোষক টিস্যু (Nucellus) - অধিকাংশ ক্ষেত্রে নিঃশেষ হয়ে যায়।
15. Stock ও Scion শব্দ দুটি কোনটির সাথে সম্পর্কযুক্ত?
Edit
Topic: উদ্ভিদের কৃত্রিম অঙ্গজ প্রজনন, উদ্ভিদ প্রজনন, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: জোড় কলমে উন্নত জাতের উদ্ভিদের বিচ্ছিন্ন অংশটিকে সাইয়ন বলে। সাইয়নকে যে উদ্ভিদের সাথে জোড়া দেয়া হয় তাকে স্টক বলে। স্টক যেকোনো ধরনের নিম্নমানের উদ্ভিদ হতে পারে।
16. ডিম্বানু ছাড়া ভ্রূণথলির অন্য যেকোনো কোষ থেকে ভ্রূণ সৃষ্টির প্রক্রিয়াকে কি বলা হয়
Edit
Topic: কৃত্রিম প্রজনন, উদ্ভিদ প্রজনন, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: ডিম্বাণু ছাড়া ভ্রূণথলির অন্য যেকোন কোষ (যেমন-সহকারি কোষ, প্রতিপাদকোষ ইত্যাদি) থেকে ভ্রূণ সৃষ্টির প্রক্রিয়াকে অ্যাপোগ্যামি বলে। এ ক্ষেত্রে নিষেক ছাড়াই ভ্রূণ সৃষ্টি হয়। উদাহরণ: Allium
17. কোন Germ layer থেকে স্নায়ুতন্ত্রের উৎপত্তি?
Edit
Topic: স্নায়ুবিক সমন্বয়,সমন্বয় ও নিয়ন্ত্রণ,প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: ভ্রুণীয় স্তর (Germ layer) ৩ টি - এক্টোডার্ম, এন্ডোডার্ম, মেসোডার্ম। ভ্রুণীয় এক্টোডার্ম থেকে মানুষের স্নায়ুতন্ত্র উৎপত্তি লাভ করে।
18. দুটি Cerebral Hemisphere কি দিয়ে যুক্ত থাকে?
Edit
Topic: মস্তিষ্কের গঠন, সমন্বয় ও নিয়ন্ত্রণ, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: দুই সেরেবেলার হেমিস্ফিয়ার যুক্ত থাকে ভার্মিস দ্বারা ও দুটি সেরব্রাল হেমিস্ফিয়ার যুক্ত থাকে কর্পাস ক্যালোসাম দ্বারা।
19. Endocrine Gland এর ক্ষরণ নিয়ন্ত্রণ করে কোনটি?
Edit
Topic: মস্তিষ্কের বিভিন্ন অংশের কাজ, সমন্বয় ও নিয়ন্ত্রণ, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: হাইপোথ্যালামাসের গুরুত্বপূর্ণ কিছু কাজ - দেহতাপ নিয়ন্ত্রণ, ক্ষুধা, ঘুম, রাগ পীড়ন, ভালোলাগার কেন্দ্র, রক্তচাপ নিয়ন্ত্রণ, অন্তঃক্ষরা গ্রন্থির ক্ষরণ নিয়ন্ত্রণ (Endocrine Gland).
20. নিচের কোনটি Sensory cranial nerve নয়?
Edit
Topic: মানুষের করোটিক স্নায়ুসমূহ, সমন্বয় ও নিয়ন্ত্রণ, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: সংবেদী করোটিক স্নায়ু- অলফ্যাক্টরি, অপটিক ও অডিটরি।
21. অক্ষিগোলকের বাইরের সাদা, তন্তুময়, অস্বচ্ছ স্তরকে কি বলে?
Edit
Topic: স্ক্লেরা, সমন্বয় ও নিয়ন্ত্রণ, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: অক্ষিগোলকের বাইরের সাদা, তন্তুময়, অস্বচ্ছ স্তরটি হলে স্ক্লেরা।
22. অক্ষিগোলকের বাইরে Extrinsic muscle কয়টি?
Edit
Topic: চোখের আনুষঙ্গিক অংশ, সমন্বয় ও নিয়ন্ত্রণ, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: প্রতি অক্ষিগোলকের বাইরের দিকে ছয়টি করে এক্সট্রিন্সিক পেশি থাকে। এর মধ্যে ৪ টি রেক্টাস, ২ টি অবলিক।
23. মানবদেহের সবথেকে ছোট অস্থি কোনটি?
Edit
Topic: মধ্যকর্ণ, সমন্বয় ও নিয়ন্ত্রণ, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: সবথেকে ছোট অস্থি স্টেপিস & সবথেকে বড় অস্থি ফিমার।
24. Adrenal Medulla থেকে নিঃসৃত হরমোন নয় কোনটি?
Edit
Topic: হরমোন, সমন্বয় ও নিয়ন্ত্রণ, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: এড্রেনাল মেডুলা থেকে নিঃসৃত হরমোন- নর এপিনেফ্রিন, এপিনেফ্রিন, ডোপামিন।
25. নিচের কোনটির মাধ্যমে বিভিন্ন ল্যাকুনা পরস্পরের সাথে যুক্ত থাকে?
Edit
Topic: অস্থি ও তরুণাস্থি - অস্থি, চলন ও অঙ্গচালনা, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: প্রতিটি ল্যাকুনার চারদিক থেকে সূক্ষ্ম কতকগুলো নালিকা বের হয়। এদেরকে ক্যানালিকুলি (Canaliculi) বলে। এসব নালিকার মাধ্যমে একটি হ্যাভারসিয়ান তন্ত্রের বিভিন্ন ল্যাকুনা পরস্পরের সাথে যোগাযোগ রক্ষা করে।
26. নিচের কোনটি পীত-তন্তুময় তরুণাস্থি নির্মিত নয়?
Edit
Topic: অস্থি ও তরুণাস্থি - তরুণাস্থি, চলন ও অঙ্গচালনা, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: স্থিতিস্থাপক (Elastic) বা পীত-তন্তুময় তরুণাস্থি দ্বারা বহিঃকর্ণ বা পিনা, ইউস্টেশিয়ান নালি, এপিগ্লটিস প্রভৃতি গঠিত হয়।
27. Compact bone এর গাঠনিক ও কার্যিক একক নিচের কোনটি?
Edit
Topic: অস্থি ও তরুণাস্থি - অস্থি, চলন ও অঙ্গচালনা, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: হ্যাভারসিয়ান তন্ত্র বা অস্টিওন নিরেট অস্থির বা Compact bone এর গাঠনিক ও কার্যিক একক।
28. Sternum এর অংশ নয় নিচের কোনটি?
Edit
Topic: ব্যবহারিক অংশ, চলন ও অঙ্গচালনা, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: Sternum এর তিনটি অংশ:
• Manubrium
• Body
• xiphoid process
29. Muscle cell এর কোষঝিল্লিকে কি বলা হয়?
Edit
Topic: পেশী-টিস্যু গঠন ও কাজ, চলন ও অঙ্গচালনা, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: - পেশিকোষের কোষঝিল্লিকে- সারকোলেমা
পেশিকোষের সাইটোপ্লাজমকে- সারকোপ্লাজম বলা হয়
30. Peristalsis এর জন্য দায়ী কোনটি?
Edit
Topic: পেশী-টিস্যু গঠন ও কাজ, চলন ও অঙ্গচালনা, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: অনৈচ্ছিক/মসৃণ/অরৈখিক/ভিসেরাল পেশি দ্বারা পৌষ্টিকনালীর পেরিস্ট্যালসিস, রক্তনালির অবিরাম সঙ্কোচন-প্রসারণ, শ্বাসনালীর ও রেচননালির নিয়মিত সঙ্কোচন-প্রসারণ নিয়ন্ত্রিত হয়।
31. নিচের কোনটি পর্যাবৃত্ত গতির উদাহরন নয়?
Edit
Topic: পর্যাবৃত্ত গতির উদাহরন, পর্যাবৃত্ত গতি, ইসহাক স্যার।
Explaination: চলন গতি সরল গতির উদাহরন।
32. সরল দোলকের গতি পথের কোন স্থানে বেগ সর্বনিম্ন বেগ পাওয়া যায়?
Edit
Topic: সরল ছন্দিত গতি সংশ্লিষ্ট কয়েকটি রাশি, পর্যাবৃত্ত গতি, ইসহাক স্যার।
Explaination: সরন ও বেগ ব্যস্তানুপাতিক, সরন বিস্তারের প্রান্তে সরন সর্বোচ্চ,তাই বেগ সর্বনিম্ন।
33. সরল দোলকের ৩য় সূত্র কোনটি?
Edit
Topic: সরল দোলন গতির উদাহরন, পর্যাবৃত্ত গতি,ইসহাক স্যার।
Explaination: ১ম সূত্র= সমকালের
২য় সূত্র=দৈর্ঘ্যের
৩য় সূত্র= তরণের
৪র্থ সূত্র= ভরের
34. যে বিন্দু থেকে সুতার সাহায্যে ববকে ঝুলানো হয় তাকে কী বলে?
Edit
Topic: সরল দোলন গতির ব্যবহার, পর্যাবৃত্ত গতি, ইসহাক স্যার।
Explaination: বব হলো সুতার সাহায্যে ঝুলানো বস্তু।
35. সরল দোলকের বেলায় কোনটি সত্য?
Edit
Topic: সরল দোলকের দোলনকাল, পর্যাবৃত্ত গতি, ইসহাক স্যার।
Explaination: T = 2π✓(L/g)
36. বল ধ্রুবকের একক ও মাত্রা কোনটি?
Edit
Topic: সরল দোলন গতি সম্পন্ন বস্তুর অনন্তর সমীকরণ, পর্যাবৃত্ত গতি, ইসহাক স্যার।
Explaination: স্প্রিং ধ্রুবকের একক Nm-¹ ও মাত্রা MT-²
37. একটি সরল দোলকের গতি অপরটির ২ গুণ,২য় দোলকের দোলনকাল 3 sec হলে ১ম টির দোলনকাল কত?
Edit
Topic: সরল দোলন গতি ও বৃত্তাকার গতির সম্পর্ক, পর্যাবৃত্ত গতি,ইসহাক স্যার।
Explaination: T1= T2×√(L1/L2)
38. আলোক রশ্মি অপসারী কোনটি?
Edit
Topic: ফার্মাটের সূত্র , জ্যামিতিক আলোক বিজ্ঞান, ইসহাক স্যার।
Explaination: উত্তল লেন্স আলোকরশ্মিকে অভিসারি করে।
39. প্রতিবিম্বের দূরত্ব বস্তুর দূরত্বের দ্বিগুণ হলে বিবর্ধন কত?
Edit
Topic: লেন্সের আলোক রশ্মি চিত্র ও সাধারণ সমীকরণ, জ্যামিতিক আলোক বিজ্ঞান, ইসহাক স্যার।
Explaination: ।m।= 2u/u= 2
40. কোনটি মূল বর্ণ নয়?
Edit
Topic: আলোর বিচ্ছুরণ, জ্যামিতিক আলোক বিজ্ঞান,ইসহাক স্যার।
Explaination: লাল, আসমানী, নীল হলো মূল বর্ণ।
41. নিচের কোনটি সঠিক নয়?
Edit
Topic: আলোর বিচ্ছুরণ, জ্যামিতিক আলোক বিজ্ঞান, ইসহাক স্যার।
Explaination: বেগুনী রঙের বিচ্যুতি সবচেয়ে বেশি।
42. ফার্মাটের নীতির সাহায্যে আলোর কোন ধর্মের ব্যাখ্যা দেওয়া যায় না?
Edit
Topic: ফার্মাটের নীতি, জ্যামিতিক আলোক বিজ্ঞান, ইসহাক স্যার
Explaination: ফার্মাটের নীতির সাহায্যে আলোর প্রতিফলন প্রতিসরন ও সরল রৈখিক গতি ব্যাখ্যা করা যায়।
43. কোন বর্ণের রশ্মিকে মধ্যরশ্মি বলে?
Edit
Topic: প্রিজম ও বিচ্চুতি কোন, জ্যামিতিক আলোক বিজ্ঞান,ইসহাক স্যার।
Explaination: নীল বর্ণ মূল বর্ণ।
বেগুনী রঙের বিচ্যুতি সবচেয়ে বেশী।
44. একজন লোক ২০ সেমি অধিক দূরের বস্তু দেখতে পাই না। সংশোধিত লেন্সের ক্ষমতা কত হলেই সে সহজ ও স্পষ্টভাবে দূরের বস্তুকে দেখতে সক্ষম হবে?
Edit
Topic: লেন্সের তুল্য ক্ষমতা , জ্যামিতিক আলোক বিজ্ঞান, ইসহাক স্যার
Explaination: p= 1/m= (1/u) + (1/v)
u=♾️
P= 1/♾️ - (1/.2)
= -5D
45. আলো যখন বায়ু থেকে কাঁচে প্রবেশ করে তখন আলোর তরঙ্গের কি পরিবর্তন হয়?
Edit
Topic: পথ পার্থক্য ও দশা পার্থক্য, ভৌত আলোকবিজ্ঞান, ইসহাক স্যার।
Explaination: যখন আলো শূন্য মাধ্যম থেকে অন্য মাধ্যমে প্রবেশ করে তখন আলোর তরঙ্গের বেগ ও তরঙ্গ দৈর্ঘ্যৈর পরিবর্তন হয়। কম্পাংকের কোনো পরিবর্তন হয় না।
46. একটি তরঙ্গের দুইটি বিন্দুর মধ্যে দশা পার্থক্য π/2 হলে বিন্দু দুইটির পথ পার্থক্য কত?
Edit
Topic: পথ পার্থক্য ও দশা পার্থক্য, ভৌত আলোকবিজ্ঞান,ইসহাক স্যার
Explaination: δ=(2π/λ)× ∆X
π/2=(2π/λ)×∆X
∆X= π/4
47. মাইক্রোওয়েভ কোথায় ব্যবহার করা হয়?
Edit
Topic: তরিৎচুম্বকীয় বর্ণালী , ভৌত আলোকবিজ্ঞান ইসহাক স্যার।
Explaination: রাডারে মাইক্রোওয়েভ ব্যবহার করা হয়।
48. সেকেন্ড দোলকের জন্য কোনটি সঠিক নয়?
Edit
Topic: সেকেন্ড দোলক, পর্যাবৃত্ত গতি, ইসহাক স্যার।
Explaination: T= 1/f
49. একটি রেডিও ওয়েভ তরঙ্গদৈর্ঘ্য 0.1Km এর কম্পাঙ্ক কত Hz?
Edit
Topic: তড়িৎ চৌম্বকীয় তরঙ্গ, ভৌত আলোকবিজ্ঞান,ইসহাক স্যার
Explaination: v= c/ λ
= 3×10⁸/100
50. কোনটি দ্বৈত প্রতিসারক কেলাস?
Edit
Topic: আলোকের সমবর্তন, ভৌত আলোকবিজ্ঞান,ইসহাক স্যার।
Explaination: দ্বৈত প্রতিসারক কেলাস: কোয়ার্টজ ও ক্যালসাইট
51. নিচের কোনটি ইলেক্ট্রনীয় পরিবাহী নয় ?
Edit
Topic: ৪.১ ,অ-৪ , রসায়ন ২য়ব পত্র , হাজারী স্যার ।
Explaination: তড়িৎ পরিবাহী দুই ধরনের - ১।ইলেক্ট্রনীয় পরিবাহী ২। তড়িৎ বিশ্লেষ পরিবাহী
এখানে গলিত NaCl একটি তড়িৎ বিশ্লেষ পরিবাহীর উদাহরন ।
52. নিচের কোনটি সম্পূর্ণ অধাতব ইলেক্ট্রনীয় পরিবাহী ?
Edit
Topic: ৪.১ , জেনে নাও, অ-৪ , রসায়ন ২য়ব পত্র , হাজারী স্যার ।
Explaination: এখানে , আর্সেনিক , সিলিকন , জারমেনিয়াম এরা হল অর্ধধাতু ।
তবে কার্বন গ্রাফাইট একটি অধাতু , কিন্তু গ্রাফাইটে প্রতিটি কার্বন পরমানু sp2 সঙ্করিত থাকায় প্রতিটি কার্বন পরমানুর একটি করে মুক্ত electron থাকে , মুক্ত সঞ্চারনশীল electron থাকায় গ্রাফাইট বিদ্যুৎ পরিবহন করতে পারে ।
53. কোন তড়িৎ বিশ্লেষের আপেক্ষিক পরিবাহিতা নিচের কোন বিষয়ের উপর নির্ভর করে না ?
Edit
Topic: ৪.২ , জেনে নাও , অ-৪ , রসায়ন ২য়ব পত্র , হাজারী স্যার ।
Explaination:
54. Na2CO3 এর গ্রাম তুল্যভর কত ?
Edit
Topic:
Explaination: গ্রাম তুল্যভর = আনবিক ভর/ x factor .
আয়নিক যৌগ যেমন (Na2CO3) এর বেলায় এই x factor হল cation এর চার্জ
সুতরাং গ্রাম তুল্যভর =106/2 =53 ,যেখানে Na2CO3 এর আনবিক ভর 106 হয় ও cation চার্জ 2
55. ক্রোমিয়াম সালফেটের দ্রবনে 3F চার্জ প্রবাহিত করলে , ক্যাথোডে কতটুকু ক্রোমিয়াম সঞ্চিত হবে ? Cr আঃ ভ = 52 g
Edit
Topic: 4.4 , অ-৪ , রসায়ন ২য়ব পত্র , হাজারী স্যার ।
Explaination: Cr3+ + 3e- =Cr
1 mol e- charge = 96500 C = 1 F charge .
সুতরাং 3 mol e- charge = 3F charge
সুতরাং ১ মোল Cr সঞ্ছিত করতে 3F তড়িৎ প্রবাহ প্রয়োজন ।
56. Faraday এর সুত্রের ক্ষেত্রে কোনটি ভুল ?
Edit
Topic: ৪.৪.১ , অ-৪ , রসায়ন ২য় পত্র , হাজারী স্যার ।
Explaination: farady র সূত্র জারন বিজারনের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত ।
57. ১ মোল ইলেকট্রন কোনটি ?
Edit
Topic: 4.4.2 ,অ-৪ , রসায়ন ২য় পত্র , হাজারী স্যার ।
Explaination: 1 mol e = 6.02 * 10 ^ (23) e
1 e = 1.66*10^(-19) C
SO , 6.02 * 10 ^ (23) e =[1.66*10^(-19) ]* 6.02 * 10 ^ (23) C
= 96473 C
হিসাবের সুবিধার্থে = 96500 C =1 F
58. ক্যাথোডে বিজারিত বা অ্যানোডে জারিত হওয়ার অগ্রাধিকার নিম্নোক্ত কোন শর্তের উপর নির্ভর করে না ?
Edit
Topic: ৪.৪.৪ , অ-৪ , রসায়ন ২য় পত্র , হাজারী স্যার ।
Explaination:
59. E(Zn/Zn2+)= .76 V ; E(Cu2+/Cu)=.34 V হলে e.m.f কত ?
Edit
Topic:
Explaination: e.m.f = E(ox)anode + E(red)cathode , আর যার জারন বিভব বেশি সে anode এ জারিত হবে । সুতরাং , এই ক্ষেত্রে Zn জারিত হবে ।
= .76 + (.34)
= 1.1 V
60. লবণ সেতুতে কোনটি ব্যাবহার করা হয় না ?
Edit
Topic: ৪.৭ , লবণ সেতু , অ-৪ , রসায়ন ২য় পত্র , হাজারী স্যার ।
Explaination:
61. হার্টের পেসমেকার রুপে কোন ব্যাটারি ব্যাবহার করা হয় ?
Edit
Topic: ৪.১৫ , (২) লিথিয়াম battery ও লিথিয়াম আয়ন battery , অ-৪ , রসায়ন ২য় পত্র , হাজারী স্যার ।
Explaination:
62. কোন সেলটি বেকন কোষ নামেও পরিচিত ?
Edit
Topic: ৪.১৮ , অ-৪ , রসায়ন ২য় পত্র , হাজারী স্যার ।
Explaination: H2 fuel cell কে বেকন কোষও বলা হয় ।
63. তড়িৎ রাসায়নিক কোষে anode এ কি ঘটে ?
Edit
Topic:
Explaination: তড়িৎ রাসায়নিক কোষ যেমন গ্যালভানিক কোষে anode এ Zn দণ্ডের Zn পরমানু জারিত হয়ে anode এ electron রেখে Zn2+ আয়ন হিসেবে দ্রবনে যায় ।
64. 0.05M H2SO4 দ্রবণের pH কত?
Edit
Topic:
Explaination: H2SO4= 2H+ + SO42-
pH= - log( 2*0.05)=1
65. 1 mol methanol এ কয়টি পরমানু রয়েছে
Edit
Topic:
Explaination: মিথানলে থাকে ৬ টি পরমাণু = CH3OH=6 টি পরমানু
1 mol CH3OH = ( 6 x 6.02 x 10ঁ23 ) টি পরমাণু
= 36.12 x 10^23 টি পরমাণু
66. ইথানডাইওয়িক এসিড ডাই সোডিয়াম সল্টের আনবিক ভর কত?
Edit
Topic:
Explaination: ইথানডাইওয়িক এসিড = HOOC-COOH
ইথানডাইওয়িক এসিড ডাই সোডিয়াম=Na-OOC-COO-Na
∴ Na-OOC-COO-Na এর আনবিক ভর
= ( 2x23 + 4x16 + 2x12 ) = 134
67. প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থের সাথে কোনটি সামঞ্জস্যপুর্ন?
Edit
Topic: 3.5, অ-৩, রসায়ন ২য় পত্র, হাজারী স্যার।
Explaination:
68. নিচের কোনটি primary standard পদার্থ নয়?
Edit
Topic: 3.5, অ-৩, রসায়ন ২য় পত্র, হাজারী স্যার।
Explaination:
69. প্রতি লিটার দ্রবণে এক গ্রাম তুল্য ভর দ্রব দ্রবীভূত থাকলে –
Edit
Topic: 3.5, জেনে নাও, অ-৩, রসায়ন ২য় পত্র, হাজারী স্যার।
Explaination:
70. নিচের কোন যৌগের কেন্দ্রীয় পরমাণুর O.N শূন্য?
Edit
Topic: 3.9.1, অ-৩, রসায়ন ২য় পত্র, হাজারী স্যার।
Explaination: ধরি, CH2Cl2 এর কেন্দ্রীয় পরমাণু C এর O.N হলো ‘y’ । SO,
y + (1x2) + (-1x2) = 0
or, y = 0
CH2Cl2 এর কেন্দ্রীয় পরমাণু C এর O.N হলো 0 ( শূন্য )
71. অম্লীয় মাধ্যমে phenol red কি বর্ন ধারণ করে?
Edit
Topic: 3.11, অ-3, রসায়ন ২য় পত্র, হাজারী স্যার।
Explaination:
72. নিচের কোনটি ‘gaseous oxidizing agent’ নয়?
Edit
Topic: 3.9, অ-3, রসায়ন ২য় পত্র, হাজারী স্যার।
Explaination:
73. Ca(OCl)Cl যৌগে Cl এর জারণ সংখ্যা –
Edit
Topic:
Explaination: এইখানে Ca2+ এর সাথে 2টি neg ion ( ClO- & Cl- ) যুক্ত আছে। ClO- আয়নে Cl এর চেয়ে O অধিক electronegative তাই Cl কেন্দ্রীয় পরমানু এইক্ষেত্রে। Cl এর O.N x হলে , x + -2 = -1 x= +1 । Cl এর O.N এইখানে +1 এবং -1
74. টাইট্রেশনের কাজে ব্যবহৃত কাচ যন্ত্র নয়–-
Edit
Topic: 3.13, অ-3, রসায়ন ২য় পত্র, হাজারী স্যার।
Explaination:
75. Titration এর জন্য নিচের কোন তথ্যটি ভুল নয়?
Edit
Topic: 3.13, অ-3, রসায়ন ২য় পত্র, হাজারী স্যার।
Explaination:
76. Complete the sentence: If I were you, I_____take the money.
Edit
Topic: Sentence Completion
Explaination: বর্তমানকালের অসম্ভব কল্পনায় If + subject + verb-এর past form হলে subject-এর পরে would+ v₁ বসবে।এজন্য এখানে উত্তর হয়েছে- c)would
77. "Giving someone the cold shoulder" means-
Edit
Topic: Idioms
Explaination: এই প্রশ্নটি উত্তর করতে হলে আমাদের Idioms সম্পর্কে আগে থেকে জানা থাকতে হবে।
"Giving someone the cold shoulder" idiom-টির অর্থ উপেক্ষা করা; গ্রাহ্য না করা (ignore)।তাহলে উত্তর হবে- to ignore somebody
78. The phrase 'sine die' means-
Edit
Topic: Idioms
Explaination: Sin die (Latin থেকে আগত আইন সম্পর্কিত শব্দ) অর্থ ভবিষ্যতের সময় বা দিন-তারিখ নির্দিষ্টকৃত বা নিশ্চিত না হওয়া অর্থাৎ অনিশ্চিত সময়। এদিকে uncertain এর অর্থ – অনিশ্চিত।
79. The phrase 'dog days' means-
Edit
Topic: Idioms
Explaination: 'Dog days' idiom-টির অর্থ বছরের উষ্ণতম সময়, যার সমার্থক অপশন -hot weather.
Extra Info:
Dog days এর একটি synonymous phrase হলো – Canicular days.
80. 'By and large' means_
Edit
Topic: Idioms
Explaination:
By and large অর্থ সাধারণত, মোটের ওপর, অধিকাংশ ক্ষেত্রে। সুতরাং by and large-এর অর্থ mostly (অধিকাংশ ক্ষেত্রে/প্রায়শ)।
81. The phrase 'Achilles' heel' means-
Edit
Topic: Idioms
Explaination: এই প্রশ্নটি উত্তর করতে হলে আগে থেকে Idioms সম্পর্কে জানা থাকা লাগবে।
Basic :
Achilles' heel একটি idiom, যার অর্থ দুর্বল দিক তথা weak point।
Logic : The Plot behind this Idiom: (পড়ো, feel করতে পারবে )
Greek Mythology অনুসারে, Achilles- এর শৈশবে ভবিষ্যদ্বাণী অনুযায়ী তার মৃত্যু ঠেকাতে তার মা স্বর্গীয় নদী Styx-এ গোসল করানোর সময়, Achilles-এর গোড়ালি ধরে রাখার কারণে ঐ অংশ ভেজেনি। তাই Achilles-এর অমরত্ব লাভ সম্ভব হয়নি। তাই Trojan যুদ্ধে Paris কর্তৃক বিষ মাখানো তীর পায়ের গোড়ালিতে তীরবিদ্ধ হয়ে Achilles-এর মৃত্যু হয়। এটি Achilles' heel প্রবাদটির গোড়ার কথা। তাহলে Achilles এর দুর্বল দিক বা Weak Point কী তার গোড়ালি /Heel ছিল, Right? –এজন্যই Achilles’ heel অর্থ – A weak point
82. I have no kith and kin in this town, Here - "no kith and kin " is a-
Edit
Topic: Phrase
Explaination: Phrase মানে শব্দগুচ্ছ যেখানে Subject কিংবা Finite Verb থাকবে না এবং কোনো কিছুর আংশিক অর্থ প্রকাশ পাবে।
কোনো Phrase যখন Noun এর মতো কাজ করে তখন তাকে Noun Phrase বলে।
সাধারণত Subject এবং Object এর স্থানে Noun Phraseবসে। যেমনঃ
To swim is a great exercise. ( To swim: Noun Phrase)
I enjoy reading novels.(reading novels : Noun Phrase)
Note:
Article/determiner/preposition এর পরে কোনো Phrase থাকলে সেটি noun phrase.
I have no kith and kin in this town(No kith and kin : Noun Phrase)
83. Select the sentences with a noun as a pre modifier-
Edit
Topic: Modifier
Explaination: যে word, phrase বা clause কোনো noun (headword)-এর ঠিক পূর্বে বা পরে বসে ঐ noun কে (describe) বর্ণনা করে তাকে modifier বলে।
যে noun কে বর্ণনা করা হয় তাকে headword বলে।
যেমনঃ
The old man walks slowly.( Old শব্দটি Man কে বর্ণনা করছে।সুতরাং,এখানে Man হলো Head Word এবং Old হলো Modifier)
84. A clause must have-
Edit
Topic: Clause
Explaination: Clause বা বাক্যাংশতে একটি Subject এবং Verb থাকবে।
85. If you make a promise, you must keep it. Here " If you make a promise " is
Edit
Topic: Clause
Explaination: শর্তযুক্ত Clause গুলো সাধারণত Adverb Clause হয়
86. Qualifying in the admission test is easy. Here - Qualifying in the admission test is
Edit
Topic: Phrase
Explaination: Subject এর স্থানে Noun Phrase বসে।
87. The train is moving fast enough. Here "fast enough" is a/an-
Edit
Topic: Clause
Explaination: "fast enough" - Clause টি moving (verb) কে Modify করে। Verb কে Modify করতে পারে Adverb Clause
88. Rajib Sir is a man of letters. Here "a man of letters" is a
Edit
Topic: Phrase
Explaination: Object এর স্থানে Noun Clause বসে
89. This is the place where I was born. Here -" where I was born " is an example of
Edit
Topic: Clause
Explaination: " where I was born " Clause টি Place(Noun) কে Modify করেছে এজন্য এটি Adjective Clause.
90. A woman with a veil over her body approached the doctor. Here-" with a veil over her body " -is a/an
Edit
Topic: Phrase
Explaination: " with a veil over her body " - Phrase টি woman(Noun) কে Modify করেছে। তাই এটি Adjective Phrase
91. মুক্তিযুদ্ধের বিজয়ের দিন আত্মসমর্পণ অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে প্রতিনিধিত্ব করেন কে?
Edit
Topic:
Explaination:
92. বাংলাদেশকে প্রথম স্বীকৃতিদানকারী দেশ কোনটি?
Edit
Topic:
Explaination:
93. নিচের কোন তারিখে ভারত বাংলাদেশকে স্বীকৃতি দান করেন?
Edit
Topic:
Explaination:
94. 'স্টপ জেনোসাইড' কী?
Edit
Topic:
Explaination:
95. বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের উপর ভিত্তি করে যে ছায়াছবি নির্মিত হয়েছে তার নাম কি?
Edit
Topic:
Explaination:
96. "শোন একটি মুজিবরে কন্ঠে' গানটির গীতিকার কে?
Edit
Topic:
Explaination:
97. মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস 'রাইফেল রোটি আওরাত' কার রচনা?
Edit
Topic:
Explaination:
98. 'শিখা চিরন্তন' কোথায় অবস্থিত?
Edit
Topic:
Explaination:
99. জাতীয় স্মৃতিসৌধের মোট ফলক কয়টি?
Edit
Topic:
Explaination:
100. ‘সংশপ্তক’ ভাস্কর্যটি কোথায় অবস্থিত?
Edit
Topic:
Explaination: