Exam
Question View - Eleventh Hour || E6D6 || 28.12.23
1. নিচের কোন ভাইরাসের আকৃতি দন্ডাকার (Rod shaped)?
Edit
Topic: ৪.১ ভাইরাস, ভাইরাসের প্রকারভেদ -আকার অনুযায়ী, অণুজীব, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: মাম্পস, TMV, আলফা-আলফা মোজাইক ভাইরাসের আকৃতি দন্ডাকার (Rod shaped)
2. নারিকেল গাছের ক্যাডাং রোগ সৃষ্টির জন্য দায়ী–
Edit
Topic: ৪.১ ভাইরাস, ভিরয়েডস, অণুজীব, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: ভিরয়েডস হলো সংক্রামক RNA। কেবল মাত্র উদ্ভিদেই ভিরয়েডস পাওয়া যায়। যা নারিকেল গাছের ক্যাডাং রোগ সৃষ্টির জন্য দায়ী। ধারণা, হেপাটাইটিস-ডি এর জন্যও ভিরয়েডস দায়ী।
3. নিচের কোনো তথ্যটি ইবোলা ভাইরাস সম্পর্কে সঠিক নয়?
Edit
Topic: ৪.১ ভাইরাস, ভাইরাসের অর্থনৈতিক গুরুত্ব- অপকারিতা, অণুজীব, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: ইবোলা ভাইরাস স্পর্শের মাধ্যমে ছড়ায়।
4. নিচের কোনটি গঠনের মাধ্যমে ব্যাকটেরিয়া প্রতিকূল পরিবেশে টিকে থাকে?
Edit
Topic: ৪.২ ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়ার সাধারণ বৈশিষ্ট্য, অণুজীব, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: প্রতিকূল পরিবেশে টিকে থাকার জন্য ব্যাকটেরিয়া এন্ডোস্পোর বা অন্তরেণু গঠন করে যার মাধ্যমে ৫০ বছর পর্যন্ত টিকে থাকতে পারে।
5. ব্যাকটেরিয়ার প্রধান জনন পদ্ধতি কোনটি?
Edit
Topic: ৪.২ ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়ার জনন, অণুজীব, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: ব্যাকটেরিয়ার প্রধান জনন পদ্ধতি হলো দ্বি-বিভাজন পদ্ধতি।
6. Bryophytes দের দেহ কোন ধরণের টিস্যু দিয়ে গঠিত?
Edit
Topic: ৬.১ ব্রায়োফাইটা, ব্রায়োফাইটার বৈশিষ্ট্য, ব্রায়োফাইটা এবং টেরিডোফাইটা, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: Bryophytes দের দেহ প্যারেনকাইমা টিস্যু দিয়ে গঠিত।
7. Riccia গণটি নিচের কোন শ্রেণির অন্তর্গত?
Edit
Topic: ৬.১ ব্রায়োফাইটা, রিকশিয়া, ব্রায়োফাইটা এবং টেরিডোফাইটা, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: Riccia গণটি Hepaticae শ্রেণির অন্তর্গত।
8. নিচের কোন অংশে ক্লোরোপ্লাস্টযুক্ত থাকে?
Edit
Topic: ৬.১ ব্রায়োফাইটা, রিকশিয়া-র আভ্যন্তরীণ গঠন, ব্রায়োফাইটা এবং টেরিডোফাইটা, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: আত্মীকরণসূত্রে (assimilatory filament) ক্লোরোপ্লাস্টযুক্ত থাকে।
9. টেরিসের ক্ষেত্রে ক্রোজিয়ার বলতে কি বুঝায়?
Edit
Topic: ৬.২ টেরিডোফাইটা, Pteris - এর দৈহিক গঠন, ব্রায়োফাইটা এবং টেরিডোফাইটা, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: টেরিসের ক্ষেত্রে ক্রোজিয়ার বলতে কুন্ডলিত কচি পাতা বুঝায়।
10. আর্কিগোনিয়াম থেকে কোন পদার্থ নিসৃত হওয়ার ফলে শুক্রাণু ডিম্বাণুর প্রতি আকৃষ্ট হয়?
Edit
Topic: ৬.২ টেরিডোফাইটা, Pteris - এর যৌন জনন, নিষেক, ব্রায়োফাইটা এবং টেরিডোফাইটা, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: আর্কিগোনিয়াম থেকে ম্যালিক এসিড নিসৃত হওয়ার ফলে শুক্রাণু ডিম্বাণুর প্রতি আকৃষ্ট হয়।
11. কোন ধরণের লাইকেন নেকড়ে নিধনে ব্যাবহৃত হয়?
Edit
Topic: লাইকেনের গুরুত্ব, শৈবাল ও ছত্রাক, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: Letharia vulpine লাইকেন নেকড়ে নিধনে ব্যাবহৃত হয়।
12. লাইকেন থেকে কোন এসিড টি পাওয়া যায়?
Edit
Topic: লাইকেনের গুরুত্ব, শৈবাল ও ছত্রাক, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: লাইকেন থেকে উসনিক এসিড, লিকানোরিক এসিড পাওয়া যায়।
13. Agaricus এর জনন অংশ কি নামে পরিচিত?
Edit
Topic: ৫.২ ছত্রাক, Agaricus-দৈহিক গঠন, শৈবাল ও ছত্রাক, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: - Agaricus এর জনন অংশ ফ্রুটবডি বা fruiting body নামে পরিচিত।
Agaricus এর দৈহিক অংশকে মাইসেলিয়াম (mycelium) বলা হয়।
14. কোন জীব ভিন্নতর পরিবেশে নিজের আকৃতি পরিবর্তন করে মানুষের ফুসফুসে কোষপিন্ড হিসেবে অবস্থান করে?
Edit
Topic: ৫.২ ছত্রাক, ছত্রাকের ডাইমর্ফিজম, শৈবাল ও ছত্রাক, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: - ‘ছত্রাক’ ভিন্নতর পরিবেশে নিজের আকৃতি পরিবর্তনের যোগ্যতা রাখে যা ডাইমর্ফিজম নামে পরিচিত।
Histoplasma capsulatum ছত্রাকটি মাটিতে সূত্রাকার এবং মানুষের ফুসফুসে কোষপিন্ড হিসেবে অবস্থান করে। যা ‘‘হিস্টোপ্লাজমোসিস’’ রোগ সৃষ্টি করে।
15. কোন ধরণের শৈবাল মাটিতে মুক্ত নাইট্রোজেন সংবন্ধন করে?
Edit
Topic: ৫.১ শৈবাল, শৈবালে অর্থনৈতিক গুরুত্ব – উপকারী দিক, শৈবাল ও ছত্রাক, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: সায়ানোব্যাকটেরিয়া/ নীলাভ সবুজ শৈবাল (যেমনঃ Nostoc, Anabaena, Aulosira) মাটিতে মুক্ত নাইট্রোজেন সংবন্ধন করে মাটির উর্বরতা বৃদ্ধি করে।
16. ফুলের বৃতি ও দলকে যখন আকৃতি ও বর্ণে আলাদা করা যায় না তখন তাদেরকে কি বলে?
Edit
Topic: ৭.২ আবৃতবীজী উদ্ভিদ, আবৃতবীজী উদ্ভিদ – পুষ্পপত্রবিন্যাস, নগ্নবীজী ও আবৃতবীজী উদ্ভিদ, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: ফুলের বৃতি ও দলকে যখন আকৃতি ও বর্ণে আলাদা করা যায় না তখন তাদেরকে Perianth বা পুষ্পপুট বলা হয়।
17. নিচের কোনটি ফুলের সবচেয়ে ভিতরের স্তবক?
Edit
Topic: ৭.২ আবৃতবীজী উদ্ভিদ, আবৃতবীজী উদ্ভিদ – পুষ্পপত্রবিন্যাস, নগ্নবীজী ও আবৃতবীজী উদ্ভিদ, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: গাইনেসিয়াম (Gynoecium) বা স্ত্রীস্তবক ফুলের সবচেয়ে ভিতরের স্তবক।
18. জবার ঔষধি গুণাগুণ নয় নিচের কোনটি?
Edit
Topic: ৭.২ আবৃতবীজী উদ্ভিদ, গোত্রঃ Malvaceae- এর অর্থনৈতিক গুরুত্ব, নগ্নবীজী ও আবৃতবীজী উদ্ভিদ, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: পেটের পীড়া রোধ করা জবার ঔষধি গুণাগুণ নয়।
19. আলুতে কোন ধরণের কাণ্ড দেখা যায়?
Edit
Topic: ৭.২ আবৃতবীজী উদ্ভিদ, আবৃতবীজী উদ্ভিদ – কাণ্ড, নগ্নবীজী ও আবৃতবীজী উদ্ভিদ, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: আলুতে টিউবার কাণ্ড দেখা যায় যাদের কাণ্ডের ভূঃনিম্নস্থ শাখায় স্ফীত অংশ থাকে।
20. Cycas circinalis উদ্ভিদ নিচের কোন কাজে ব্যাবহার করা হয় না?
Edit
Topic: ৭.১ নগ্নবীজী উদ্ভিদ, Cycas এর অর্থনৈতিক গুরুত্ব, নগ্নবীজী ও আবৃতবীজী উদ্ভিদ, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: Cycas pectinata উদ্ভিদের কচি পাতা সবজি হিসেবে ব্যাবহার করা হয়।
21. নিচের কোনটি মেটামারিজম দেখাবে না ?
Edit
Topic: ২.৬,মেটামারিজম , অ-২,রসায়ন ২য় পত্র , হাজারী স্যার ।
Explaination: দ্বিযোজী কার্যকরী মুলক- ইথার,সেকেন্ডারি অ্যামিন ,কিটোন এরা মেটামারিজম প্রদর্শন করে ।
22. নিচের কোনটি মিথ্যা ? ট্রান্স সমানুর চেয়ে সিস সমানুর -
Edit
Topic: ২.৬.১, জ্যামিতিক সমানুদ্বয়ের সাধারন ধর্ম ,রসায়ন ২য় পত্র , হাজারী স্যার ।
Explaination: ট্রান্স এর একই মুলক বিপরীতে থাকায় , তাদের মধ্যে বিকর্ষণ কম হয় , তাই তাদের স্থিতিশিলতা বেশি , যেহেতু ট্রান্স এর স্থিতিশীলতা বেশি তাই তার গলনাঙ্ক বেশি
23. নিচের কোনটি আলোক সমানুতা দেখাবে ?
Edit
Topic:
Explaination: বিউটানল -২ঃ CH3-CH(OH)-CH2-CH3 এখানে ২ নম্বর কার্বনটি কাইরাল কার্বন , তাই এটি আলোক সমানুতা দেখাবে
1 2 3 4
24. নিচের কোনটি অর্ধ- কৃত্রিম পলিমার ?
Edit
Topic: ২.১৮,পলিমারের শ্রেণিবিভাগ , রসায়ন ২য় পত্র , হাজারী স্যার ।
Explaination:
25. নিচের কোনটি disinfectant রুপে কাজ করে ?
Edit
Topic: 2.15.2, অ-২, রসায়ন ২য় পত্র , হাজারী স্যার ।
Explaination:
26. ক্ষুধার্ত প্রাণী অন্যকে খাবার খেতে দেখলে তার লালা ক্ষরণ হয় এটি -
Edit
Topic: অনুশীলনী বহুনির্বাচনি প্রশ্ন, প্রানীর আচরণ, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: ক্ষুধার্ত প্রাণী অন্যকে খাবার খেতে দেখলে তার লালা ক্ষরণ হয় এটি অনপেক্ষ প্রতিবর্ত ক্রিয়া।
27. স্মৃতিমূলক সাড়াদান কোনটি?
Edit
Topic: ট্যাক্সিস এর প্রকারভেদ, প্রানীর আচরণ, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: নেমোট্যাক্সিস স্মৃতিমূলক সাড়াদান।
28. বিজ্ঞান সম্মতভাবে মৌমাছি প্রতিপালন করাকে কী বলা হয়?
Edit
Topic: মৌমাছির সামাজিক আচরণ, প্রানীর আচরণ, প্রাণীবিজ্ঞান, আলীম স্যার।
Explaination: বিজ্ঞান সম্মতভাবে মৌমাছি প্রতিপালন করাকে এপিকালচার বলা হয়।
29. কোনটি মাকড়সার জালে ডিম আটকে রাখতে সাহায্য করে?
Edit
Topic: মৌমাছির সামাজিক আচরণ, প্রানীর আচরণ, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: টিউবুলিফর্ম মাকড়সার জালে ডিম আটকে রাখতে সাহায্য করে।
30. FAP এর পূর্ণরূপ কোনটি?
Edit
Topic: FAP এর বৈশিষ্ট্য, প্রানীর আচরণ, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: FAP এর পূর্ণরূপ Fixed Action Pattern.
31. যথার্থ উক্তি নহে -
Edit
Topic: অনুশীলনীর MCQ, জিনতত্ত্ব ও বিবর্তন, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: জীবন্ত জীবাশ্ম সমূহ- Platypus, Limulus, Sphenodon, Latimaria। ইকুয়াস আধুনিক ঘোড়া।
32. বায়োলজি শব্দের প্রবর্তক কে?
Edit
Topic: ল্যামার্কিজম, জিনতত্ত্ব ও বিবর্তন, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: বিজ্ঞানী ল্যামার্ক বায়োলজি শব্দের প্রবর্তক এবং প্রাণিজগৎ কে মেরুদন্ডী ও অমেরুদন্ডী এ দুটি ভাগে ভাগ করেন।
33. সন্তান জন্মদানের কত ঘণ্টার মধ্যে মাকে Anti-D ইনজেকশন দিতে হবে?
Edit
Topic: Rh ফ্যাক্টরের কারণে সৃষ্ট সমস্যা, জিনতত্ত্ব ও বিবর্তন, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: প্রথম সন্তান জন্মের ৭২ ঘণ্টার মধ্যে Anti-D ইনজেকশন মাতার দেহে শিরাপথে প্রবেশ করালে মাথার দেহের Rh এন্টিজেন বিরোধী Rh এন্টিবডির কার্যকারিতা লোপ পায়।
34. কোন Epoch এ মানুষের উদ্ভব হয়?
Edit
Topic: বিবর্তনের স্বপক্ষে প্রমাণসমূহ, জিনতত্ত্ব ও বিবর্তন, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: মানুষের উদ্ভব প্লিওসিন (Pliocene) Epoch এ।
35. XX-XO পদ্ধতিতে লিঙ্গ নির্ধারণ করা হয় নিচের কোনটিতে?
Edit
Topic: লিঙ্গ নির্ধারণ নীতি , জিনতত্ত্ব ও বিবর্তন, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: XX-XO পদ্ধতিতে ফড়িং, ছারপোকা প্রভৃতি পতঙ্গ ও Dioscorea শ্রেণীর উদ্ভিদের লিঙ্গ নির্ধারণ করা হয়।
36. 40N ওজনের বস্তুকে মেঝে হতে 4m উঁচুতে 4 সেকেন্ড ধরে রাখতে কাজের পরিমাণ হবে -
Edit
Topic: ধ্রুব বল ও পরিবর্তনশীল বল,কাজ শক্তি ও ক্ষমতা, ইসহাক স্যার।
Explaination: কাজ W=Fs এখানে সরণ s= 0
37. 50kg ভরের একটি বস্তুর ভরবেগ 50 kgms-1 হলে এর গতি শক্তি হবে?
Edit
Topic: শক্তি (যান্ত্রিক শক্তি ও গতিশক্তি) কাজ শক্তি ও ক্ষমতা, ইসহাক স্যার।
Explaination: Ek= p^2/2m
P=50
38. শক্তির মাত্রা কোনটি?
Edit
Topic: শক্তি (যান্ত্রিক শক্তি ও গতিশক্তি) কাজ শক্তি ও ক্ষমতা, ইসহাক স্যার।
Explaination: কাজ ও শক্তির মাত্রা ও একক একই।
39. পড়ন্ত বস্তুর তৃতীয় সূত্র কোনটি?
Edit
Topic: ভূমিকা ও গ্যালিলিওর সূত্র, মহাকর্ষ ও অভিকর্ষ ইসাহাক স্যার।
Explaination: পড়ন্ত বস্তুর দ্বিতীয় সূত্র v∝t
40. একজন লোক মোটর গাড়িতে বসে আছে তার ভর 70 কেজি। মোটর গাড়ির ত্বরণ 4ms-². লোকটির অভিকর্ষ বল কত?
Edit
Topic: অভিকর্ষজ ত্বরণ, মহাকর্ষ ও অভিকর্ষ ইসহাক স্যার।
Explaination: F=mg =70*9.8 N
41. প্রাবল্যের ক্ষেত্রে কোনটি সঠিক নয়?
Edit
Topic: মহাকর্ষীয় ক্ষেত্র ও মহাকর্ষীয় ক্ষেত্রের প্রাবল্য, মহাকর্ষ ও অভিকর্ষ ইসাহাক স্যার।
Explaination: প্রাবল্য E= -dv/dr
42. ভূ স্থির উপগ্রহের ব্যবহার নয় কোনটি?
Edit
Topic: মহাকর্ষীয় সূত্রের ব্যবহার মহাকর্ষ ও অভিকর্ষ ইসাহাক স্যার।
Explaination: মহাজাগতিক রশ্মির উৎস জানার জন্য ভূ স্থির উপগ্রহ ব্যবহার করা হয়।
43. অনুপ্রস্থ তরঙ্গ নয় কোনটি?
Edit
Topic: তরঙ্গের প্রকারভেদ, তরঙ্গ সঞ্চালন প্রক্রিয়া, তরঙ্গ, ইসাহাক স্যার।
Explaination: শব্দ তরঙ্গ অনু-দৈর্ঘ্য তরঙ্গ।
44. এস.আই পদ্ধতিতে কোনটি তীব্রতার একক?
Edit
Topic: তরঙ্গ সংক্রান্ত কয়েকটি ভৌত রাশি, তরঙ্গ ইসাক স্যার।
Explaination: তীব্রতার একক Js-¹m-² ,wm-2
45. 2m তরঙ্গ দৈর্ঘ্যৈর একটি তরঙ্গের বেগ 300 ms-¹ হলে এর বেগ কত?
Edit
Topic: তরঙ্গ সংক্রান্ত কয়েকটি ভৌত রাশি, তরঙ্গ, ইসাক স্যার।
Explaination: v= fλ, f= v/λ
46. একটি মাত্র বাদ্যযন্ত্র হতে যে স্বর সৃষ্টি হয় তাকে কী বলে?
Edit
Topic: বীট ও স্বরকম্প, তরঙ্গ, ইসহাক স্যার।
Explaination: একাধিক বাদ্যযন্ত্র= অর্কেস্ট্রা
47. স্থায়ী চুম্বক গঠনে উপযোগী নয় কোনটি?
Edit
Topic: চুম্বকের হিস্টেরেসিস এবং স্থায়ী ও অস্থায়ী চুম্বকের ব্যবহার, তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া ও চুম্বকত্ব, ইসহাক স্যার।
Explaination: নরম লোহার ধারন ক্ষমতা বেশি হলেও নিগ্রহ সহনশীলতা ও হিস্টেরেসিস লুপের ক্ষেত্রফল কম হওয়ায় স্থায়ী চুম্বক গঠনের উপযোগী নয়।
48. দুই মেরুতে বিনতি কোণ কত?
Edit
Topic: পৃথিবীর চুম্বকত্ব ও চুম্বকত্বের উপাদান, তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া ও চুম্বকত্ব, ইসহাক স্যার।
Explaination: ঢাকায় বিনতি কোণ 31°N,
দুই মেরুতে বিনতি কোণ 90°,
বিশুব রেখায় বিনতি কোণ 0°।
49. কুন্ডলীর চুম্বক ভ্রামক কিভাবে বৃদ্ধি করা হয়?
Edit
Topic: অ্যাম্পিয়ারের সূত্র ও টর্ক, তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া ও চুম্বকত্ব, ইসহাক স্যার।
Explaination: কুণ্ডলীর প্যাচ সংখ্যা ও ক্ষেত্রফল বৃদ্ধি করে চুম্বক ভ্রামক বৃদ্ধি করা যায়।
50. কোন দুটি ট্রান্সফরমারের মুখ্য ও গৌণ কুন্ডলের পাক সংখ্যার অনুপাত 1:2 . কুণ্ডলীদ্বয়ের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহের অনুপাত কত হবে?
Edit
Topic: পারস্পরিক আবেশ এর ব্যবহার, তড়িৎ চৌম্বক আবেশ ও পরিবর্তী প্রবাহ, ইসাহাক স্যার।
Explaination: np/ns=Is/Ip
1/2= Is/Ip
Ip/Is= 2/1
51. নিচের কোনটি এসিকে ডিসিতে পরিণত করে?
Edit
Topic: সরাসরি প্রবাহ ও দিক পরিবর্তী প্রভাব, তড়িৎ চৌম্বক আবেশ ও পরিবর্তী প্রবাহ,ইসাহাক স্যার।
Explaination: এসি কে ডিসি তে রূপান্তরিত করে -ডায়োড
বিবর্ধক হিসেবে কাজ করে- ট্রানজিস্টর
52. বিদ্যুৎ চুম্বকীয় আবেশ কত প্রকার?
Edit
Topic: স্বকীয় আবেশ, তড়িৎ চৌম্বক আবেশ ও পরিবর্তী প্রবাহ, ইসাহাক স্যার।
Explaination: বিদ্যুৎ চুম্বকীয় আবেশ দুই প্রকার-
.স্বকীয় আবেশ
.পারস্পরিক আবেশ
53. চৌম্বক দৈর্ঘ্য জ্যামিতিক দৈর্ঘ্যের কত গুণ?
Edit
Topic: পৃথিবীর চুম্বকত্ব ও চঙ্গপত্তের উপাদান , তড়িৎ প্রবাহের চুম্বক্রিয়া ও চুম্বকত্ব, ইসহাক স্যার ।
Explaination: চুম্বক দৈর্ঘ্য জ্যামিতিক দৈর্ঘ্যের 0.85 গুণ
54. 1kWh = ?
Edit
Topic: শক্তি (যান্ত্রিক শক্তি ও গতিশক্তি) কাজ শক্তি ও ক্ষমতা, ইসহাক স্যার।
Explaination: 1 kWh= 1000 Wh= 1000Js-¹× 3600s= 3.6×10⁶ J
55. কুন্ডলীর তল ক্ষেত্রের সাথে কত কোনে থাকলে চৌম্বক ফ্লাক্সের মান সর্বোচ্চ হবে?
Edit
Topic: চৌম্বক ফ্লাক্স, চৌম্বক আবেশ ও পরিবর্তী প্রবাহ, ইসহাক স্যার ।
Explaination: কুন্ডলী তল ক্ষেত্রের সাথে সমান্তরালে থাকলে চৌম্বক ফ্লাস্ক সর্বনিম্ন হবে।
56. কোন যৌগ অণুর বিশেষ কোন কার্যকরী মূলক নাই ?
Edit
Topic: ২.৪, জেনে নাও, অ-২ ,রসায়ন ২য় পত্র , হাজারী স্যার ।
Explaination: অ্যালকেন এর কোন বিশেষ কার্যকরী মূলক থাকে না ।
57. অ্যালকিনের ওজোনোলাইসিসে যদি শুধু ফরমালডিহাইড উৎপন্ন হয় , অ্যালকিনটি কি ?
Edit
Topic: ওজোনোলাইসিস ,অ-২ ,রসায়ন ২য় পত্র , হাজারী স্যার ।
Explaination: CH2=CH2 +O3 =HCHO + HCHO
58. SN1 বিক্রিয়ার ক্ষেত্রে RX এর সক্রিয়তার ক্রম কোনটি সঠিক ?
Edit
Topic: 2.10.2, অ-২ ,রসায়ন ২য় পত্র , হাজারী স্যার ।
Explaination: 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড বেশি স্থায়ী হয় । SN1 বিক্রিয়ায় বিক্রিয়ার হার নির্ধারণকারি (১ম ধাপ) ধাপটি ধীরগতির হয় । যেহেতু 3 ডিগ্রি RX বেশী স্থায়ী হয় , তাই প্রথম ধাপে 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন বেশি দ্রুত তৈরি হবে বাকি RX এর তুলনায় । সেহেতু 3 ডিগ্রি RX এর সক্রিয়তা বেশি হবে ।
59. নিচের কোনটি হ্যালোফর্ম বিক্রিয়া দিবেনা ?
Edit
Topic: ২.১১.৫ , আয়ডোফর্ম বা হ্যালোফর্ম বিক্রিয়ার শর্ত , অ-২ ,রসায়ন ২য় পত্র , হাজারী স্যার ।
Explaination: ২য় অবস্থানের সব অ্যালকোহল ও কিটোন আয়ডোফর্ম বা হ্যালোফর্ম বিক্রিয়া দেয় , তবে aldehyde এর মধ্যে শুধু ethanal এই বিক্রিয়া দিবে । এখানে প্রোপান্যাল এর সঙ্কেত
CH3-CH2-CHO , কোন মিথাইল কারবিনল মুলক নাই তাই এটি বিক্রিয়া দিবে না ।
60. রোজেনমুণ্ড বিজারনে BaSO4 কেন ব্যাবহার করা হয় ?
Edit
Topic: ২.১১.৭, (৬) এসিড ক্লোরাইড থেকে অ্যালডিহাইড , অ-২ ,রসায়ন ২য় পত্র , হাজারী স্যার ।
Explaination: BaSO4 কে Pd এর প্রভাবক বিষরুপে ব্যাবহার করা হয় , যাতে করে RCO-Cl পূর্ণ বিজারিত হয়ে অ্যালকোহল তৈরি না করে ।
61. নিচের কোনটি অম্লধর্মী নয় ?
Edit
Topic: ২.১৪,২ , জেনে নাও , ২.১১.২ , জেনে নাও , অ-২ ,রসায়ন ২য় পত্র , হাজারী স্যার ।
Explaination:
62. ফেনল সনাক্তকরনে কোন দ্রবণটি ব্যাবহার হয় ?
Edit
Topic: 2.14.2, ফেনলের শনাক্তকারী বিক্রিয়া , অ-২ ,রসায়ন ২য় পত্র , হাজারী স্যার ।
Explaination:
63. নিচের কোন গ্যাস সবচেয়ে নিষ্ক্রিয়?
Edit
Topic: 3.2.2, p-block grp-15, জেনে নাও, অ-৩, রসায়ন ১ম পত্র, হাজারী স্যার।
Explaination: N এর ইলেকট্রন বিন্যাসে দেখা যায় এর 2p orbital অর্ধপূর্ন থাকে যা অধিক স্থিতিশীল। আবার N এর আকারও ছোট হওয়ায় N2 তে N≡N ত্রিবন্ধনের বিয়োজন শক্তি বেশি হয়। ফলে N2 গ্যাস অত্যান্ত নিস্ক্রিয় হয়। Even নিস্ক্রিয় গ্যাসের পরে সবচেয়ে বেশি নিস্ক্রিয় N2 গ্যাস।
64. নিচের কোনটি সঠিক নয়?
Edit
Topic: Ref: 3.11, অ-৩, রসায়ন ১ম পত্র, হাজারী স্যার।
Explaination: NH3 → ত্রিকোণাকার দ্বিপিরামিড।
65. গাড়ির হেডলাইট, জাহাজ ও রেলগাড়ির সার্চ লাইটে কোন মিশ্রণটি ব্যবহার করা হয়?
Edit
Topic: Ref: 3.2.4, Actinide Series, অ-৩, রসায়ন ১ম পত্র, হাজারী স্যার।
Explaination:
66. নিচের কোন Hydride টি অম্লীয়?
Edit
Topic:
Explaination: সাখারনত ধাতব অক্সাইড বা হাইড্রোক্সাইড ক্ষারীয় এবং অধাতব অক্সাইড বা হাইড্রোক্সাইড অম্লীয় হয়। এখানে B ছাড়া বাকি সব ধাতু।
67. Al2Cl6 অণুটিতে সমযোজী ও সন্নিবেশ বন্ধনের যথাক্রমে সংখ্যা কয়টি?
Edit
Topic: Ref: 3.2.2, p-block grp-13, জেনে নাও, অ-৩, রসায়ন ১ম পত্র, হাজারী স্যার।
Explaination:
68. নিচের কোনটির প্রোটন আসক্তি সবচেয়ে কম?
Edit
Topic:
Explaination: যত বেসি ক্ষারধর্ম তত বেশি প্রোটন আসক্তি।
→কেন্দ্রিয় পরমাণুর তড়িৎ ঋণাত্মকতা যত বেশি বন্ডিং ইলেকট্রনকে তত বেশি আকৃষ্ট করে ফলে যৌগ তত কম ক্ষারীয় হয়
H2S দুর্বল এসিড হওয়ায় এর প্রোটন আসক্তি কম এটি প্রোটন দান করতে চায়। এছাড়াও প্রদত্ত 4টি কেন্দ্রীয় পরমাণুর মধ্যে সালফার সবচেয়ে কম তড়িৎ ঋণাত্মক।
69. নিচের কোনটি d- block এর বৈশিষ্ট নয়?
Edit
Topic: 3.2.2, অ-৩, রসায়ন ১ম পত্র, হাজারী স্যার।
Explaination: d-block এর মৌল ভারী হয়।
70. আকারের ক্ষেত্রে নিচের কোন ক্রমটি সঠিক?
Edit
Topic: 3.3, আয়নিক ব্যাসার্ধ, অ-৩, রসায়ন ১ম পত্র, হাজারী স্যার।
Explaination: : ++ cation এর আকার ছোট হয় আর anion এর আকার বড় হয়।
++ isoelectronic anion এর ক্ষেত্রে charge বাড়লে আকার বাড়ে।
++ isoelectronic cation এর ক্ষেত্রে charge বাড়লে আকার কমে।
71. S, Se, O এর ক্ষেত্রে ইলেকট্রন আসক্তির কোন ক্রমটি সঠিক?
Edit
Topic: 3.3, ইলেকট্রন আসক্তি, অ-৩, রসায়ন ১ম পত্র, হাজারী স্যার।
Explaination: ++ একই গ্রুপের উপর থেকে নিচে পরমাণুর আকার বাড়ে ইলেকট্রন আসক্তি কমে
++ যোজ্যতা স্তরে ইলেকট্রন ঘনত্ব বাড়লে ইলেকট্রন আসক্তি হ্রাস পায়।
O এর আকার ছোট এবং এর যোজ্যতা স্তরে ইলেকট্রন ঘনত্ব বেশি থাকায় এর ইলেকট্রন আসক্তি গ্রুপের সবার চেয়ে কম।
72. Blue Vitriol এ মোট কয় ধরনের বন্ধন আছে?
Edit
Topic: 3.13.1, অ-৩, রসায়ন ১ম পত্র, হাজারী স্যার।
Explaination: Blue Vitriol ↔ ( CuSO4.5H2O )
++ Cu2+ এর সাথে 4 অণু পানি সন্নিবেশ বন্ধনে আবদ্ধ হয়।
++অবশিষ্ট 1 অণু পানির O পরমাণু সন্নিবেশ বন্ধনে আবদ্ধ থাকা 2 অনুর পানির 2 টি H পরমাণুর সাথে H- Bond গঠন করে একই সাথে আবার ঐ অবশিষ্ট পানির অনুর 2 H পরমাণু SO4 এর 2 টি O পরমাণুর সাথে H-Bond গঠন।
++ SO4 এ ২টি O পরমাণু S এর সাথে সন্নিবেশ বন্ধন গঠন করে।
++ পানির অনু এবং SO4- এর মধ্যে সমযোজী বন্ধন রয়েছে।
++ CuSO4 এর মধ্যে আয়নিক বন্ধন রয়েছে।
73. CaCO3, MgCO3, BeCO3 এর বিয়জন তাপমাত্রার ক্রম –
Edit
Topic: 3.15.2,অ-৩, রসায়ন ১ম পত্র, হাজারী স্যার।
Explaination: ফাজানের পোলারায়নের ২য় নিয়ম অনুযায়ী ক্যাটায়নের আকার বাড়ার সাথে সাথে পোলারায়ন কমতে থাকে , তাই সমযোজী ধর্ম তুলমামুলক কম প্রকাশ পায় ।
এখানে Ca2+ এর আকার সবচেয়ে বড় তাই , পোলারায়ন সব চেয়ে কম হবে , ক্রমান্বয়ে Mg2+ , Be2+ এর বেশী হবে Ca2+ এর তুলনায় । তাই আয়নিক ধর্মের ক্রম
CaCO3>Mgco3>BeCO3 , যেহেতু আয়নিক ধর্মের উপর গলনাঙ্ক নির্ভর করে তাই গলনাঙ্কের ক্রম CaCO3>Mgco3>BeCO3
74. XeF2 এর কেন্দ্রীয় পরমাণুতে কোন প্রকারের সংকরারন ঘটে?
Edit
Topic: 3.2.2, p-block grp-18, অ-৩, রসায়ন ১ম পত্র, হাজারী স্যার।
Explaination: H = 1/2 ( V+M+A-C)
= 1/2 ( 8+2+0-0)
= 1/2 (10)
= 5 - sp3d
75. নিচের কোন যুগলটি ভুল ?
Edit
Topic: সারনি ২.৩ , অ-২ , রসায়ন ২য় পত্র , হাজারী স্যার ।
Explaination: ইথাইনে উভয় কার্বনে sp সংকরায়ন থাকে ।
76. Would you please find out Bangladesh _____ the map.
Edit
Topic: Preposition
Explaination: কোনো পৃষ্ঠায় বা মানচিত্রে আছে বোঝাতে on ব্যবহৃত হয়। যেমন- on the page, on the screen, on the back of the envelope
Extra Info:
On
• সংলগ্ন হয়ে উপরে বুঝাতে onবসে। যেমন- The book is on the table.
• সময় বা তারিখ বুঝাতে onবসে। যেমন- Rubina will come to me on 10 January.
• নির্ভশীলতা বুঝাতে onবসে। যেমন- The cow lives on grass.
• পক্ষে কাজ করা অর্থে onবসে। যেমন- He is on the committee.
• কোন উপলক্ষ্য বুঝাতে onবসে। যেমন- I will present you on your birthday.
• অনুসারে অর্থ বুঝালে onবসে। যেমন- He acted on my advice.
• পরপরই বুঝাতে on বসে। যেমন- On receiving the news she burst into tears.
• কোন বিষয় সম্বন্ধে বুঝালে onবসে। যেমন- Write an essay on environment pollution
77. Complete the sentence: If I were you, I_____take the money.
Edit
Topic: Right forms of verb
Explaination: বর্তমানকালের অসম্ভব কল্পনায় If + subject + verb-এর past form হলে subject-এর পরে would+ v₁ বসবে।এজন্য এখানে উত্তর হয়েছে- would
78. Fill in the blank: 'She went to New Market_______.
Edit
Topic: Preposition
Explaination: কোথাও হেঁটে যাওয়া বোঝাতে on foot ব্যবহৃত হয়।
Extra Info:
On feet, by foot, by walking এগুলোর কোনোটিই শুদ্ধ নয়। এগুলো বহুল ব্যবহৃত ভুল।
79. Fill in the blank with appropriate preposition: Do you have any money_____you?
Edit
Topic: Preposition
Explaination: অর্থ/সম্পদ কারো দ্বারা বহন করা কিংবা কারো মালিকানায় থাকা বোঝালে noun/pronoun-এর পূর্বে on বসে। যেমন: Have you got any money on you?
Extra Info:
• কাউকে অর্থ-সম্পদ প্রদান করা বুঝালে noun/pronoun-এর পূর্বে to বসে। যেমন: We will refund your money to you in full if you are not entirely satisfied
80. He does not adhere ____any principle.
Edit
Topic: Preposition
Explaination: Adhere (লেগে থাকা)-এর পরে appropriate preposition হিসেবে to বসে। অন্য কোনো Preposition বসে না।
81. Identify the correct sentence:
Edit
Topic: Article
Explaination: এই প্রশ্নটি Article এর খুবই সুন্দর একটি বেসিক থেকে করা হয়েছে।
Concept : Language Vs Nationality
• শুধু English শব্দ দ্বারা ইংরেজি ভাষা বোঝায়। এজন্য এর আগে কোনো Article ব্যবহার হয়নি।
• আর English-এর পূর্বে the বসলে ইংরেজ জাতি বোঝায়। জাতি বোঝাতে এখানে English এর আগে the ব্যাবহৃত হয়েছে Article হিসেবে।
Speak-এর পরে ভাষার নাম বসে। তাই, এখানে শুধু English বসবে এবং like-এর পরে the English হবে। কারণ এখানে English দ্বারা ইংরেজ জাতি বোঝাচ্ছে (like the English-ইংরেজদের মতো)।
She speaks English like the English.
অর্থঃ সে ইংরেজদের মত ইংরেজিতে কথা বলা বলতে পারে।
82. Anger may be compared____fire.
Edit
Topic: Preposition
Explaination: কোনো দুটো ভিন্ন বস্তুর মধ্যে তুলনা বোঝাতে compare-এর পরে to বসে।
একই ধরনের দুটো বিষয়ের মধ্যে তুলনা বোঝালে compare-এর পরে with বসে।
এখানে , Anger এবং Fire দুটো ভিন্ন বিষয়। তাই এখানে Compared to হবে।
83. Which one is the correct sentence?
Edit
Topic: Re writes
Explaination: আগের চেয়ে ভালো বোঝাতে Comparative Degree হিসেবে Better ব্যবহার করলেই হয়। এজন্য উত্তর হবে- He is better today.
84. Fill up the blank with an appropriate word : He persists ___ disturbing me’
Edit
Topic: Preposition
Explaination: “Persist in” – এই Appropriate Preposition টির অর্থ হলো – অবিরত লেগে থাকা
85. Choose the correct sentence-
Edit
Topic: Re writes
Explaination: Die
• Die Of=রোগে মারা যাওয়া
• Die By=দুর্ঘটনায়/ইচ্ছাকৃত ভাবে(suicide) মারা গেলে
• Die For =দেশের জন্য/কোনো মহৎ উদ্দেশ্য এ মারা যাওয়া
• Die From= অতিরঞ্জিত কোনো কারণ/আঘাত/ক্ষত দ্বারা মৃত্যু হলে
• Die To=বাধ্য হয়ে মারা গেলে
• Die In= যুদ্ধ/অভাব/শান্তিতে মারা গেলে
• Die Off= আকস্মিক/তীব্রভাবে/একে একে মারা গেলে
• Die Away=ক্ষীণ হওয়া/মিলিয়ে যাওয়া
• Die Through= অবহেলার কারণে মারা যাওয়া
• Die Down= কোনো কিছুর তীব্রতা কমে যাওয়া
• Die Out= বিলুপ্ত বা অদৃশ্য হওয়া বোঝালে
86. Choose the correct sentence-
Edit
Topic: Re writes
Explaination: এই প্রশ্নটি উত্তর করতে হলে Present Perfect Continuous Tense সম্পর্কে Clear Concept থাকতে হবে।
Present Perfect Continuous Tense কী এবং এর গঠন কী?
'পূর্বে কোনো কাজ শুরু হয়ে এখনও চলছে' এরূপ বোঝাতে Present Perfect Continuous Tense হয়।
Present Perfect Continuous Tense এর Structure হচ্ছে-
Sub. + have been/has been + verb + ing + since/for....+ extension
কোথায় Since এবং কোথায় for ব্যবহৃত হয় ?
• নিদিষ্ট সময় বুঝাতে অর্থাৎ বাংলা বাক্যে হতে, থেকে ইত্যাদি থাকলে * Since বসে। যেমন: সকাল হতে, 2019 সাল থেকে ইত্যাদি
Example: He has been living here since 2019. অর্থ: সে ২০১৯ সাল থেকে এখানে বাস করছে।)
• ব্যাপক সময় বুঝাতে অর্থাৎ বাংলা বাক্যে ব্যাপী, ধরে ইত্যাদি থাকলে for বসে। যেমন: দুইদিন ধরে, চার ঘণ্টা ধরে ইত্যাদি।
Example: He has been suffering from fever for 7 days. অর্থ: সে সাতদিন ধরে জ্বরে ভুগছে।
87. ‘Pool took place peacefully ___ the country’. Fill up the blank with correct option.
Edit
Topic: Preposition
Explaination: এই প্রশ্নটি উত্তর করতে হলে Preposition এর ব্যবহার নিয়ে সঠিক ধারণা থাকতে হবে।
• সমগ্র/ব্যাপী অর্থ বুঝাতে across শব্দটি ব্যবহৃত হয়। আর সমগ্র দেশ/ দেশব্যাপী বুঝাতে 'across the country' phrase টি ব্যবহৃত হয়।
• প্রশ্নোক্ত বাক্যটি পূর্ণ করলে দাঁড়ায়: Poll took place peacefully across the country. অর্থ: দেশব্যাপী শান্তিপূর্ণভাবে ভোট অনুষ্ঠিত হয়েছিলো।
88. Choose the correct preposition for the following sentence. ‘He lives ___ honest means.
Edit
Topic: Preposition
Explaination: এখানে মূলত Appropriate Preposition এর সঠিক ব্যবহার জানতে চাওয়া হয়েছে।
Live by(means)- কোনো উপায়ে বেঁচে থাকা / কোনো উপায়ে জীবনযাপন করা।
এসো এখন Live সংক্রান্ত আরো কিছু জিনিস জেনে নিইঃ
Live for = কোনো বিশেষ্য উদ্দেশ্যে বেঁচে থাকা
Live within(mean)= সাধ্যানুসারে চলা, জীবনযাপন করা
Live in/at(place)= কোনো স্থানে বাস করা
Live on(food)= কোনো খাদ্য খেয়ে জীবন ধারণ করা
89. Choose the correct sentence–
Edit
Topic: Re writes
Explaination: Option : He gave me some advice হচ্ছে সঠিক উত্তর। কারণ advice শব্দটি uncountable noun. তাই এর সাথে s/es যুক্ত হয় না। অতএব প্রশ্নটির সঠিক উত্তর: He gave me some advice
90. “He took advantage ___ my absence to steal my book” fill up the gap above with the appropriate preposition below-
Edit
Topic: Preposition
Explaination: • ‘Advantage of' অর্থ সুযোগ।
• 'Take advantage of phrase টির অর্থ: কোনোকিছুর সুযোগ নেওয়া/গ্রহণ করা অর্থাৎ এখানে কারো অনুপস্থিতিতে চুরির সুযোগ নেওয়া বুঝাতে advantage এর সাথে appropriate preposition হিসেবে of হয়েছে। অতএব of ই হচ্ছে প্রশ্নটির সঠিক উত্তর।
বাক্যটি পূর্ণ করলে দাঁড়ায়:
He took advantage of my absence to steal my book. (অর্থ: আমার অনুপস্থিতিতে সে আমার বই চুরি করার সুযোগ নিয়েছিল।)
91. সেক্টর নং -৩ এর সেক্টর কমান্ডার ছিলেন-
Edit
Topic:
Explaination:
92. অপারেশন জ্যাকপট পরিচালনার দায়িত্বে ছিল মূলত কোন সেক্টর?
Edit
Topic:
Explaination:
93. ১৯৭১ সালের ৩রা ডিসেম্বর কিলোফ্লাইট (বাংলাদেশ বিমানবাহিনী) নিচের কোনটিতে হামলা করে পাকিস্তানি বাহিনীর ব্যাপক ক্ষতি সাধন করে?
Edit
Topic:
Explaination:
94. মুক্তিযুদ্ধের সময় ১০ নং সেক্টর কোনটা ছিল?
Edit
Topic:
Explaination:
95. অপারেশন সার্চলাইটের প্রথম আক্রমণ কোথায় হয়?
Edit
Topic:
Explaination:
96. বঙ্গবন্ধুর ‘স্বাধীনতা ঘোষণা’ ২৬ মার্চ চট্টগ্রাম বেতার কেন্দ্র থেকে কে প্রথম প্রচার করেন?
Edit
Topic:
Explaination:
97. মুজিবনগর অস্থায়ী সরকার কত তারিখে আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেন?
Edit
Topic:
Explaination:
98. September on Jessore Road লিখেছেন-
Edit
Topic:
Explaination:
99. 'কনসার্ট ফর বাংলাদেশ' এর সাথে যুক্ত নিচের কোন শিল্পী?
Edit
Topic:
Explaination:
100. মুক্তিযুদ্ধের শেষ রণাঙ্গন নিচের কোনটি?
Edit
Topic:
Explaination: