Exam
Question View - Chapter Final- অণুজীব
1. অণুজীবের বিস্তারকে কি বলে?
Edit
Topic: ৪.১ ভাইরাস, অণুজীব, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: অণুজীবের বিস্তারকে ট্রান্সমিশন বলে। এক ব্যাকটেরিয়ার জিনোম ফায ভাইরাসের মাধ্যমে অন্য ব্যাকটেরিয়ায় জিনোমে প্রবেশ করে রিকম্বিনেশন ঘটানো কে ট্রান্সডাকশন বলে।
2. নিম্নের কোন তথ্যটি ভাইরাসের ক্ষেত্রে সঠিক নয়?
Edit
Topic: ৪.১ ভাইরাস, ভাইরাসের জড় বৈশিষ্ট্য, অণুজীব, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: ভাইরাসের বিপাকীয় কোনো এনজাইম থাকে না। খাদ্য গ্রহণ করে না এবং পুষ্টি প্রক্রিয়াও নেই।
3. ভাইরাসের বহিঃস্থ আবরণের লিপোপ্রোটিন স্তরের একককে কী বলা হয়?
Edit
Topic: ৪.১ ভাইরাস, ভাইরাসের রাসায়নিক গঠন, অণুজীব, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: ভাইরাসের ক্যাপসিডের বাইরে জৈব পদার্থের আবরণ থাকে যা বহিঃস্থ আবরণ নামে পরিচিত। এটি লিপিড, লিপোপ্রোটিন, স্নেহ জাতীয় পদার্থ দিয়ে গঠিত। লিপোপ্রোটিন স্তরের একককে পেপলোমিয়ার বলে।
4. ভাইরোলজি (Virology) এর জনক বলা হয় কাকে?
Edit
Topic: ৪.১ ভাইরাস, আবাসস্থল, অণুজীব, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: W. M. Stanly ভাইরোলজি (Virology) এর জনক বলা হয়।
5. কোন ভাইরাসে নিউরামিনিডেজ এনজাইম থাকে?
Edit
Topic: ৪.১ ভাইরাস, ভাইরাসের রাসায়নিক গঠন, অণুজীব, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: ভাইরাসে সাধারণত এনজাইম থাকে না। তবে ব্যাতিক্রম হিসেবে-
- ব্যাক্টেরিওফায ভাইরাসে লাইসোজাইম।
- ইনফ্লুয়েঞ্জা ভাইরাসে নিউরামিনিডেজ। এইচআইভি ভাইরাসে রিভার্স ট্রান্সক্রিপটেজ এনজাইম থাকে।
6. নিচের কোন ভাইরাসের আকৃতি দন্ডাকার (Rod shaped)?
Edit
Topic: ৪.১ ভাইরাস, ভাইরাসের প্রকারভেদ -আকার অনুযায়ী, অণুজীব, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: মাম্পস, TMV, আলফা-আলফা মোজাইক ভাইরাসের আকৃতি দন্ডাকার (Rod shaped)
7. নিচের কোন ভাইরাসটিতে ভাইরাল RNA থেকে DNA তৈরি হয়?
Edit
Topic: ৪.১ ভাইরাস, ভাইরাসের প্রকারভেদ, অণুজীব, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: এইচআইভি হলো রিট্রোভাইরাস যেখানে ভাইরাল RNA থেকে DNA তৈরি।
8. নারিকেল গাছের ক্যাডাং রোগ সৃষ্টির জন্য দায়ী–
Edit
Topic: ৪.১ ভাইরাস, ভিরয়েডস, অণুজীব, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: ভিরয়েডস হলো সংক্রামক RNA। কেবল মাত্র উদ্ভিদেই ভিরয়েডস পাওয়া যায়। যা নারিকেল গাছের ক্যাডাং রোগ সৃষ্টির জন্য দায়ী। ধারণা, হেপাটাইটিস-ডি এর জন্যও ভিরয়েডস দায়ী।
9. নিচের কোনটিতে টেমপারেট দশা দেখা যায় না?
Edit
Topic: ৪.১ ভাইরাস, ভাইরাসের সংখ্যাবৃদ্ধি, অণুজীব, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: λ-ফায, M13 ফায, P1 ফায ইত্যাদি ভাইরাস Escherichia coli ব্যাকটেরিয়ার কোষে লাইসোজেনিক চক্র সম্পন্ন করে।
10. নিচের কোনো তথ্যটি ইবোলা ভাইরাস সম্পর্কে সঠিক নয়?
Edit
Topic: ৪.১ ভাইরাস, ভাইরাসের অর্থনৈতিক গুরুত্ব- অপকারিতা, অণুজীব, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: ইবোলা ভাইরাস স্পর্শের মাধ্যমে ছড়ায়।
11. কোন ভাইরাসের আক্রমণে মাইক্রোসেফালি হয়?
Edit
Topic: ৪.১ ভাইরাস, ভাইরাসের অর্থনৈতিক গুরুত্ব- অপকারিতা, অণুজীব, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: গর্ভবতী নারীর দেহে জিকা ভাইরাস সংক্রমিত হলে নবজাতক শিশু অপেক্ষাকৃত ছোট ও অপরিণত মস্তিষ্ক নিয়ে জন্মায় যা মাইক্রোসেফালি নামে পরিচিত।
12. করোনা ভাইরাস কয়দিন পর্যন্ত সুপ্ত অবস্থায় থাকতে পারে?
Edit
Topic: ৪.১ ভাইরাস, ভাইরাসের অর্থনৈতিক গুরুত্ব- অপকারিতা, অণুজীব, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: করোনা ভাইরাস দ্বারা সংক্রমিত হওয়া রোগীদের লক্ষণ সাধারণত ১৪ দিনের মধ্যে প্রকাশ পায়। করোনা ভাইরাস ৫ দিন পর্যন্ত সুপ্ত অবস্থায় থাকতে পারে।
13. নিচের কোনটি বুশিট্যান্ট ভাইরাসের পোষক দেহ?
Edit
Topic: ৪.১ ভাইরাস, উদ্ভিদদেহে রোগসৃষ্টিকারী ভাইরাস, অণুজীব, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: বুশিট্যান্ট ভাইরাসের পোষক দেহ টমেটো। টুংরো ভাইরাসের পোষক দেহ ধান।
14. কোন ভাইরাসটি “তুষের আগুন/নিরব ঘাতক” হিসেবে পরিচিত?
Edit
Topic: ৪.১ ভাইরাস, ভাইরাসজনিত রোগসমূহ- ভাইরাল হেপাটাইটিস, অণুজীব, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: হেপাটাইটিস-C ভাইরাসটি “তুষের আগুন/নিরব ঘাতক” হিসেবে পরিচিত।
15. ডেঙ্গু জ্বরের ক্ষেত্রে কোন তথ্যটি সঠিক নয়?
Edit
Topic: ৪.১ ভাইরাস, ভাইরাসজনিত রোগসমূহ-ডেঙ্গু জ্বর, অণুজীব, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: ডেঙ্গু জ্বরের রক্তে অণুচক্রিকার (প্লাটিলেটের) সংখ্যা অনেক কমে যায়।
16. ব্যাকটেরিয়ার দ্বিবিভাজন প্রক্রিয়ায় কতক্ষণ সময় লাগে?
Edit
Topic: ৪.২ ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়ার সাধারণ বৈশিষ্ট্য, অণুজীব, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: ব্যাকটেরিয়ার দ্বিবিভাজন প্রক্রিয়ায় ৩০ মিনিট সময় লাগে।
17. ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরের প্রধান উপাদান-
Edit
Topic: ৪.২ ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়ার সাধারণ বৈশিষ্ট্য, অণুজীব, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরের প্রধান উপাদান Peptidoglycan বা Mucoprotein।
18. নিচের কোনটি ব্যাকটেরিয়ার cell division-এ সাহায্য করে?
Edit
Topic: ৪.২ ব্যাকটেরিয়া, একটি আদর্শ ব্যাকটেরিয়ার গঠন, অণুজীব, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: মেসোসোম - প্লাজমামেমব্রেন ভাজ হয়ে সৃষ্ট থলির মতো গঠন কোষ বিভাজনে সাহায্য করে।
19. ব্যাকটেরিয়ার প্রধান জনন পদ্ধতি কোনটি?
Edit
Topic: ৪.২ ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়ার জনন, অণুজীব, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: ব্যাকটেরিয়ার প্রধান জনন পদ্ধতি হলো দ্বি-বিভাজন পদ্ধতি।
20. কলেরা সংক্রমণ নিরাময়ের জন্য কোন অ্যান্টিবায়োটিক ব্যবহৃত হয়?
Edit
Topic: কলেরা, অণুজীব, উদ্ভিদবিজ্ঞান, আজিবুর রহমান স্যার।
Explaination: কলেরা সংক্রমণ নিরাময়ের জন্য টেট্রাসাইক্লিন অ্যান্টিবায়োটিক ব্যবহৃত হয়।
21. রক্তকণিকায় কোনটির উপস্থিতি দেখে মানবদেহে ম্যালেরিয়া রোগ শনাক্ত করা হয়?
Edit
Topic: ৪.৩ ম্যালেরিয়া পরজীবী, ম্যালেরিয়া পরজীবীর মানবদেহে জীবন চক্র, অণুজীব, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: রক্তকণিকায় সাফনার্স দানার উপস্থিতি দেখে মানবদেহে ম্যালেরিয়া রোগ শনাক্ত করা হয়।
22. নিচের কোনটি মানবদেহে ম্যালেরিয়া জীবাণুর আক্রমণকারী দশা?
Edit
Topic: ৪.৩ ম্যালেরিয়া পরজীবী, ম্যালেরিয়া পরজীবীর মানবদেহে জীবন চক্র, অণুজীব, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: স্পোরোজয়েট হলো মানবদেহে ম্যালেরিয়া জীবাণুর আক্রমণকারী দশা।
23. Malaria নিরাময়ের মূল ওষুধ কোনটি?
Edit
Topic: ৪.৩ ম্যালেরিয়া পরজীবী, ম্যালেরিয়ার সংক্রমণ, অণুজীব, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: কুইনাইন হলো Malaria নিরাময়ের মূল ওষুধ।
24. PRSV ভাইরাস আক্রমণের কতদিন পর রোগের লক্ষণ প্রকাশ পায়?
Edit
Topic: অনুশীলনী, অণুজীব, উদ্ভিদবিজ্ঞান, আজিবুর রহমান স্যার।
Explaination: PRSV (পেপের রিং স্পট ভাইরাস) ভাইরাস আক্রমণের ৩০-৪০ দিন পর রোগের লক্ষণ প্রকাশ পায়।
25. মানুষের রক্তে ম্যালেরিয়ার জীবাণুর গ্যামিটোসাইটগুলো কতদিন পর্যন্ত কার্যক্ষম থাকে?
Edit
Topic: অনুশীলনী, অণুজীব, উদ্ভিদবিজ্ঞান, আজিবুর রহমান স্যার।
Explaination: মানুষের রক্তে ম্যালেরিয়ার জীবাণুর গ্যামিটোসাইটগুলো ৭ দিন পর্যন্ত কার্যক্ষম থাকে।
26. ম্যালেরিয়ার পরজীবীর মায়োসিস ঘটে নিচের কোনটিতে?
Edit
Topic: অনুশীলনী, অণুজীব, উদ্ভিদবিজ্ঞান, আজিবুর রহমান স্যার।
Explaination: উসিস্ট দশায় ম্যালেরিয়ার পরজীবীর মায়োসিস ঘটে।