Exam
Question View - Eleventh Hour || E3D3 || 25.12.23
1. Identify the passive form of the following sentence: "Who has broken this jug?"
Edit
Topic: Voice
Explaination: এই প্রশ্নটি উত্তর করতে হলে Interrogative Sentence এর Voice Change সম্পর্কে বেসিক আইডিয়া থাকতে হবে।
Who-যুক্ত interrogative sentence-কে passive করার Rules :
Step 1: শুরুতে by tuhom বসে।
Step 2 : active sentence-এর object অনুসারে have/has বসে এবং object-টি বসে।
Step 3 : এরপর been + main verb- past participle form বসে এবং বাক্যের শেষে Note of Interrogation /প্রশ্নবোধক চিহ্ন (?) বসে।
2. When one makes a promise, one must not go____on it.
Edit
Topic: Group Verbs
Explaination: প্রশ্নটি উত্তর করে হলে Group Verbs নিয়ে জ্ঞান থাকতে হবে।
'Go back on something' Group Verb-টির অর্থ ওয়াদা বা প্রতিশ্রুতি রাখতে ব্যর্থ হওয়া। এজন্য এখানে উত্তর হবে- back
3. I can't put up with him any more. Here 'put up with' means:
Edit
Topic: Group Verbs
Explaination: প্রশ্নটি উত্তর করতে হলে Group Verbs নিয়ে বেসিক নলেজ থাকতে হবে।
'Put up with group verb-টির অর্থ সহ্য করা :tolerate
4. This could have worked if I____ been more far-sighted.
Edit
Topic: Conditionals
Explaination: প্রশ্নটি উত্তর করতে হলে Third Conditionals নিয়ে বেসিক ধারণা থাকতে হবে।
Third Conditionals
• USAGE :
Third conditional সাধারণত unreal বা অবাস্তব চিন্তা প্রকাশ করে। এক্ষেত্রে একটি কাজ হলে অন্য একটি কাজ হতে পারতো কিন্তু হয়নি এরূপ ক্ষেত্রে ঐ conditional ব্যবহার করা হয়।
• STRUCTURE :
If যুক্ত বাক্যের প্রথম অংশ past perfect tense হলে পরের অংশ (would/could/might) হবে।
If+past perfect+sub+(would/could/might) have+ Past Participle.
Example :
If I had been there, I would/could/might have seen you.
এই নিয়ম অনুসারে উত্তর হবে - had
5. 'He could not win but learnt a lot.' Which part of speech is the word "but?
Edit
Topic: Conjunction
Explaination: 'He could not win but learnt a lot' sentence-টির দুইটি অংশ বা Clause এর সংমিশ্রণে তৈরি হয়েছে । 'He could not win' এবং '(he) learnt a lot 'but' দ্বারা যুক্ত হয়েছে। বাক্যটিতে 'but' দুটো clause কে যুক্ত করায় conjunction হিসেবে ব্যবহৃত হয়েছে।
6. What is the plural form of 'sheep'?
Edit
Topic: Number
Explaination: Sheep অর্থ ভেড়া। Sheep-এর singular,plural form একই।
Extra Info:
চলো জেনে নিই আরও কিছু শব্দ যাদের Singular এবং Plural Form একই-
Sheep, Deer, Swine , Pice , Cannon, Canon , Dozen, Public, Score , Furniture , Hundred , Thousand , Corps , Species , Salmon
7. What is the verb form of the word 'ability?
Edit
Topic: Verb
Explaination: Ability অর্থ সক্ষমতা। এটি noun । Ability-এর adjective হলো 'able' এবং verb হলো 'enable’
স্যার, Verb দেখেই চিনবো কীভাবে ?
শব্দটি যদি বাক্যে ব্যবহৃত হয় তবে বাক্যের Context দেখে সিদ্ধান্ত নিতে হবে। Single Word হিসেবে আসলে Suffix , Prefix লক্ষ্য করে উত্তর করতে পারবে।
Suffix হলো এমন কিছু শব্দগুচ্ছ যার নিজস্ব কোনো অর্থ নেই। কিন্তু অন্য শব্দের সাথে যুক্ত হয়ে নতুন অর্থ প্রদান করতে পারে। যেমনঃ Live(Verb) এর অর্থঃ বাস করা। এর সাথে suffix হিসেবে যোগ করলে নতুন একটি শব্দ সৃষ্টি হয় সেটি হচ্ছে Livelihood(Noun)। এর মানে জীবিকা। খেয়াল করেছো যে, আমরা সহজেই Verb কে Noun এ রূপান্তর করে ফেললাম।
চলো কিছু Suffix শিখে নিই যেগুলো শব্দের শেষে থাকলে শব্দটি নিজে এককভাবে Verb হিসেবে গণ্য হবে-
-ish , -ate ,-ify, -ise, -ize
চলো কিছু Prefix শিখে নিই যেগুলো শব্দের শেষে থাকলে শব্দটি নিজে এককভাবে Verb হিসেবে গণ্য হবে-
-en
8. Identify the correct passive form: 'Do not close the door.'
Edit
Topic: Voice
Explaination: Imperative Sentence কে Passive Voice এ Convert করতে হলে নীচের Steps গুলো ফলো করতে হয়-
• Imperative sentence-কে passive করতে let দিয়ে শুরু করতে হয়
• বাক্যটি negative হওয়ায় let-এর পরে not বসে।
• এর পরে object 'the door' বসবে + be + verb-এর past participle form 'closed' বসবে।
এই Steps গুলো ফলো করলে উত্তর হবে - Let not the door be closed
9. The word 'vital' is a/an-
Edit
Topic: Adjective
Explaination: Vital অর্থ অপরিহার্য, অত্যাবশ্যক। এটি একটি adjective । vital এর noun হলো vitality।
10. What is the adjective form of the word 'People'?
Edit
Topic: Adjective
Explaination: এ প্রশ্নটি আমরা সহজেই একটি ট্রিকসের মাধ্যমে সমাধান করতে পারি। সেটি হলো Suffix, Prefix Concept.
Suffix হলো এমন কিছু শব্দগুচ্ছ যার নিজস্ব কোনো মানে নেই। কিন্তু অন্য শব্দের সাথে যুক্ত হয়ে নতুন অর্থ প্রদান করতে পারে। যেমনঃ Live(Verb) এর অর্থঃ বাস করা। এর সাথে suffix হিসেবে যোগ করলে নতুন একটি শব্দ সৃষ্টি হয় সেটি হচ্ছে Livelihood(Noun)। এর মানে জীবিকা। খেয়াল করেছো যে, আমরা সহজেই Verb কে Noun এ রূপান্তর করে ফেললাম।
চলো কিছু Suffix শিখে নিই যেগুলো শব্দের শেষে থাকলে শব্দটি নিজে এককভাবে Adjective হিসেবে গণ্য হবে-
-ble/-ible , -less , -ish , -ian , -ary , -ive , -ful, -ar , -al , -ane , -in , -ry , -id, -ile, -ic , -squ , -lent , ous /ose , -ate , -y, -ed , -er.
এজন্য People এর Adjective হলো - populous
Extra Info:
চলো কিছু Suffix শিখে নিই যেগুলো শব্দের শেষে থাকলে শব্দটি নিজে এককভাবে Noun হিসেবে গণ্য হবে-
-hood, -dom, -ment, -ness, -my, -age, -ee, -ure, -tude, -cy, -ny, -tur,-ar,-er,-phy,-ling/-ing, -ty, -gy, -ism,-ry,-mony, -ock, -let, -kin,-ship, -red, -ant,-ice,-sy,-th, -phobia.
এজন্য popularity হলো Noun.
চলো কিছু Suffix শিখে নিই যেগুলো শব্দের শেষে থাকলে শব্দটি নিজে এককভাবে Verb হিসেবে গণ্য হবে-
-ish , -ate ,-ify, -ise, -ize
এজন্য popularize হলো Verb
11. What is the correct indirect form of: He said, "You had better see a doctor".
Edit
Topic: Narration
Explaination: প্রশ্নটি উত্তর করতে হলে Narration Topic এর Direct Speech to Indirect Speech এর Conversion নিয়ে বেসিক নলেজ থাকতে হবে।
You had better see a doctor' উপদেশমূলক বাক্য হওয়ায় reporting verb said-এর পরিবর্তে advised বসবে এবং inverted comma উঠে গিয়ে to + v₁+ বাকি অংশ বসবে। তাহলে উত্তর হবে - He advised him to see a doctor
12. Which one of the following is a causative verb?
Edit
Topic: Causative Verbs
Explaination: Causative Verb হলো প্রযোজক ক্রিয়া। ইংরেজিতে কিছু Causative Verb হলো –Make, Help, Let, Have, Get ।
প্রিয় শিক্ষার্থীরা এগুলোর ব্যবহার জেনে নিতে হবে। প্রায়ই এগুলোর ব্যবহার থেকে প্রশ্ন আসে।
13. The necklace is made of gold. What kind of noun is the word ‘gold’?
Edit
Topic: Noun
Explaination: প্রশ্নটি Noun এর Classification থেকে করা হয়েছে । প্রশ্নটি উত্তর করতে হলে এই ব্যাপারে জানতে হবে। চলো কিছু বেসিক জেনে নিই-
Material noun/mass noun:
যে সকল Noun দ্বারা কোন পদার্থের পৃথিবীতে বিদ্যামান সম্পূর্ণ অস্তিত্বকে অবিভাজ্যভাবে বোঝায় এবং যাদেরকে সংখ্যা দ্বারা গণনা করা যায় না কিন্তু একক দ্বারা পরিমাপ করা যায় তাদেরকে Material Noun বলে।
Example: Diamond, Iron, Gold, Water, Oil, Rice, Pape Milk, Salt, Brick ইত্যাদি।
তাহলে দেখো- Gold ( স্বর্ণ ) কে কিন্তু সংখ্যা দিয়ে গণনা করা যায় না কিন্তু একক দিয়ে ( যেমনঃ ভরি, গ্রাম, কেজি ) দিয়ে পরিমাপ করা যায় । এজন্য এটি হলো Material Noun ।
Deep Basic: (জেনে রাখো, প্রশ্ন চলেও আসতে পারে)
Material noun vs Common noun
Material বা উপাদান দ্বারা কোন জিনিস গঠিত হয় ঐ উপাদানটি Material Nounহবে। Material Noun থেকে উৎপন্ন বস্তুতে উপাদান/ Material অপরিবর্তিত থাকলে এবং উৎপন্ন বস্তুটি গণনা করা গেলে তা Common Noun হবে।
যেমন: This table is made of wood.
লক্ষণীয়, wood কিন্তু table তৈরী হওয়ার পরও এতে wood অপরিবর্তিত থাকে তাই wood হচ্ছে Material noun কিন্তু tableএকটি Common noun. কিন্তু যদি The paper is made from wood বলা হয় তখন উৎপন্ন বস্তু ও উপাদান ভিন্ন হওয়ায় উভয়ই Material noun হবে।
14. Which of the following is a correct example of demonstrative pronoun?
Edit
Topic: Pronoun
Explaination: প্রশ্নটি উত্তর করতে হলে Types of Pronoun এবং Demonstrative Pronoun Vs Demonstrative Adjective নিয়ে Proper Basic থাকতে হবে।
• Demonstrative pronoun (নির্দেশক সর্বনাম):
যে Pronoun (সর্বনাম) কোনো ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করে তাকে Demonstrative pronoun বলে।
অন্য কথায়- ব্যক্তি বা বস্তুকে যদি এটি, ওটি, এগুলি, ঐগুলি ইত্যাদি শব্দ দ্বারা নির্দেশ করা হয় তাকে Demonstrative pronoun বলে। যেমন- This, that, this, those, it, such ইত্যাদি।
প্রশ্নোক্ত Option গুলোর মধ্যে (c) ই হচ্ছে Demonstrative pronoun এর সঠিক উদাহরণ। কারণ Option (c) এর this বাক্যে subject হিসেবে বসে 'my coat' কে নির্দেশ করেছে।
তাহলে Demonstrative Adjective কী??
Demonstrative pronoun যখন This/that/these/those + noun এভাবে ব্যবহৃত হয় তখন তাদেরকে Demonstrative Adjective বলে। তাই গঠন অনুসারে Option (a), (b) ও (d) এর that crazy driver, These shirts ও This dress হচ্ছে Demonstrative adjective। সুতরাং সঠিক উত্তর option (c)
• Demonstrative Pronoun Vs Demonstrative Adjective :
Demonstrative pronoun কোনো noun (বিশেষ্য) কে modify (বিশেষায়িত) করে না। আর Demonstrative adjective অবশ্যই কোনো noun কে modify করে। যেমন:
This is my shirt.
This shirt is mne.
এখানে প্রথম বাক্যটি হচ্ছে Demonstrative pronoun. কারণ প্রথম বাক্যে This শব্দটি কোনো noun কে modify করেনি। পক্ষান্তরে দ্বিতীয় বাক্যটি হচ্ছে Demonstrative adjective. কারণ দ্বিতীয় বাক্যে This শব্দটি 'pen' noun কে modify করেছে।
Extra Info :
Types of Pronoun
গঠন গত দিক থেকে Pronoun আট প্রকার -
(a) Personal - I, thou, you, he, she,, they, etc.
(b) Reflexive - Myself, thyself, himself, ourself, yourself, themself, etc.
(c) Demonstrative - This, that, this, those, such, so, etc.
(d) Interrogative - Who, which, what, why, when, etc.
(e) Relative - Who, which, what, as, whoever, whatever, whichever, etc.
(f) Distributive - Each, either, neither, every, etc.
(g) Indefinite - One, any, some, many, much, few, little, bit, etc.
(h) Reciprocal - Each other, one another.
15. Which of the following is an example of present perfect continuous tense?
Edit
Topic:
Explaination: এই প্রশ্নটি উত্তর করতে হলে Present Perfect Continuous Tense এর গঠন জানতে হবে।
Present Perfect Continuous Tense এর গঠন-
Subject + have been /has been + Verb + ing + extension
এই গঠনের সাথে শুধু The baby has been crying. সামঞ্জস্যপূর্ণ । তাই উত্তর হবে - The baby has been crying.
16. বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ মাপার জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয়?
Edit
Topic: বিভিন্ন ক্ষেত্রে পদার্থ বিজ্ঞানের বিস্ময়কর অবদান, ভৌতজগৎ ও পরিমাপ। (ইসহাক স্যার)
Explaination: Barometer:বায়ুর চাপ নির্ণয় করার জন্য ব্যবহৃত হয়।
Hygrometer:বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ মাপার জন্য ব্যবহৃত হয়।
Thermometer:উষ্ণতা বা তাপমাত্রা মাপার জন্য ব্যবহৃত হয়।
17. S.I এককে কোনটি সঠিক নয়?
Edit
Topic: এককের পদ্ধতি,ভৌত জগৎ ও পরিমাপ (ইসহাক স্যার)
Explaination: দীপন মাত্রা এর একক ক্যান্ডেলা (cd)
18. 1 আলোকবর্ষ সম্পর্কে কোনটি মিথ্যা?
Edit
Topic: একক সমূহের তালিকা, ভৌত জগৎ ও পরিমাপ (ইসহাক স্যার)
Explaination: 1 আলোকবর্ষ= একবছরে আলোকের অতিক্রান্ত দূরত্ব।
=9.46×10^12 কি.মি.
=9.46×10^15 মি
=5.865×10^12 মাইল
19. সে সকল ভেক্টরের মান শূন্য নয় তাদের কে বলে-
Edit
Topic: বিশেষ ভেক্টর, ভেক্টর (ইসহাক স্যার)
Explaination: নাল/শূন্য ভেক্টর (Zero /Null vector): যে ভেক্টর রাশির মান শূন্য এবং যার কোন নির্দিষ্ট দিক থাকে না তাকে নাল বা শূন্য ভেক্টর বলে।
সঠিক ভেক্টর (Proper vector): যে সকল ভেক্টরের মান শূন্য নয় তাদেরকে সঠিক ভেক্টর বলে।
অবস্থান ভেক্টর (Position vector): প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুর সাপেক্ষে কোন বিন্দুর অবস্থান যে ভেক্টরের সাহায্যে নির্ণয় বা নির্দেশ করা হয় তাকে অবস্থান ভেক্টর বলে।
একক ভেক্টর (Unit vector): যে ভেক্টর রাশির মান এক একক তাকে একক ভেক্টর বলে।
20. নিচের কোনটি Polar vector এর উদাহরণ নয়?
Edit
Topic: পোলার ভেক্টর, ভেক্টর (ইসহাক স্যার)
Explaination: পোলার ভেক্টর এর উদাহরণঃ বল, ভরবেগ, সরণ, গতিবেগ ইত্যাদি।
21. দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ কত হলে ভেক্টর দুটির যোগফল ও বিয়োগফলের মান সমান হবে?
Edit
Topic: লম্বাংশের সাহায্যে ভেক্টর রাশির যোজন ও বিয়োজন,ভেক্টর (ইসহাক স্যার)
Explaination: দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ π/2 হলে ভেক্টর দুটির যোগফল ও বিয়োগফলের মান সমান হবে।
22. কোনো ভেক্টরের কার্ল শূন্য হলে ভেক্টরটি-
Edit
Topic: কার্ল, ভেক্টর (ইসহাক স্যার)
Explaination: কোন ভেক্টরের কাল (Curl) শূন্য হলে ভেক্টরটি অঘূর্ণনশীল এবং সংরক্ষণশীল হয়।
23. প্রাসের গতিপথ একটি -
Edit
Topic: প্রাস,গতিবিদ্যা (ইসহাক স্যার)
Explaination: প্রাসের গতিপথের সমীকরণ একটি প্যারাবোলা বা অধিবৃত্তের সমীকরণ।
24. সর্বাধিক পাল্লার জন্য প্রাসকে অনুভূমিকের সাথে কত কোণে নিক্ষেপ করতে হবে?
Edit
Topic: প্রাস, গতিবিদ্যা (ইসহাক স্যার)
Explaination: 45° নিক্ষেপণ কোণে নিক্ষিপ্ত বস্তুর পাল্লা সর্বাধিক।
25. রেফ্রিজারেটরে কার্যকৃত সহগ, K এর মান কত?
Edit
Topic: রেফ্রিজারেটর, তাপগতিবিদ্যা (ইসহাক স্যার)
Explaination: রেফ্রিজারেটরে সাধারণত কার্যকৃত সহগ, K- এর মান 2 থেকে 6 এর মধ্যে হয়।
26. কোন প্রক্রিয়ায় এনট্রপি বৃদ্ধি পায়?
Edit
Topic: এনট্রফির মাধ্যমে তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রের প্রকাশ, তাপগতিবিদ্যা (ইসহাক স্যার)
Explaination: অপ্রত্যাবর্তী বা অপ্রত্যাগামী প্রক্রিয়ায় এনট্রপি বৃদ্ধি পায়। রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় এনট্রপি স্থির থাকে।
27. "কোনো বস্তুকে তার পরিপার্শ্বের শীতলতম অংশ হতে অধিক্তর শীতল করে শক্তির অবিরাম সরবরাহ পাওয়া সম্ভব নয়"। কোন বিজ্ঞানীর বিবৃতি?
Edit
Topic: তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র, তাপগতিবিদ্যা (ইসহাক স্যার)
Explaination: ক্লসিয়াসের বিবৃতি (Clausius) "বাইরের কোনো শক্তির সাহায্য ব্যতিরেকে কোনো স্বয়ংক্রিয় যন্ত্রের পক্ষে নিম্ন তাপমাত্রার কোনো বস্তু হতে উচ্চ তাপমাত্রা কোন বস্তুতে তাপের স্থানান্তর সম্ভব নয়"।
কেলভিনের বিবৃতি (Kelvin):"কোনো বস্তুকে তার পরিপার্শ্বের শীতলতম অংশ হতে অধিক্তর শীতল করে শক্তির অবিরাম সরবরাহ পাওয়া সম্ভব নয়"।
প্লাঙ্কের বিবৃতি(Planck) : "কোন তাপ উৎস হতে অনবরত তাপ শোষণ করবে এবং তা সম্পূর্ণরূপে কাজে রূপান্তরিত হবে এরূপ একটি তাপ ইঞ্জিন তৈরি করা সম্ভব নয় "।
কার্ণোর বিবৃতি (Carnot): "কোন নির্দিষ্ট পরিমাণ তাপ শক্তি সম্পূর্ণ বা পুরোপুরিভাবে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করার মতো যন্ত্র তৈরি করা সম্ভব নয় "।
28. মোলার আপেক্ষিক তাপের একক কোনটি?
Edit
Topic: তাপগতিবিদ্যার প্রথম সূত্র, তাপগতিবিদ্যা (ইসহাক স্যার)
Explaination: মোলার আপেক্ষিক তাপের এককঃ c) J(mol)^-1K^-1 ।
S.I পদ্ধতিতে তাপের একক ক্যালরি (cal) ।
তাপ ও শক্তির এককঃ জুল (J),কিলোওয়াট -ঘন্টা
29. সমোষ্ণ পরিবর্তনের ক্ষেত্রে সঠিক নয় কোনটি?
Edit
Topic: সমোষ্ণ পরিবর্তনের বৈশিষ্ট্য, তাপগতিবিদ্যা (ইসহাক স্যার)
Explaination: সমোষ্ণ পরিবর্তনের বৈশিষ্ট্যঃ বয়েলের সূত্র মেনে চলে, সমোষ্ণ লেখ অপেক্ষাকৃত কম খাড়া, এটি ধীর প্রক্রিয়া, গ্যাসকে একটি সুপরিবাহী পাত্রে রাখতে হয়।
30. নিচের কোনটি Polar Substance?
Edit
Topic: অপরিবাহী বা অন্তরক ও ডাইইলেকট্রিক, স্থির তড়িৎ (ইসহাক স্যার)
Explaination: অমেরুবর্তী পদার্থ (Non-polar substance): CH4, H2, Cl2, O2, N2, CO2 ইত্যাদি।
মেরুবর্তী পদার্থ (Polar substance): NH3, H2O, HF, HCl, CO ইত্যাদি।
31. তড়িৎ প্রাবল্য এর S.I একক -
Edit
Topic: তড়িৎ ক্ষেত্র, স্থির তড়িৎ (ইসহাক স্যার)
Explaination: তড়িৎ প্রাবল্য এর S.I একক ভোল্ট/মিটার (V/m) আধান ঘনত্বের এককঃ Cm^-2
32. কোনো ধারকের ধারকত্ব নির্ভর করে না -
Edit
Topic: ধারক, স্থির তড়িৎ (ইসহাক স্যার)
Explaination: কোনো ধারকের ধারকত্ব নির্ভর করেঃ দুই পরিবাহীর আকার,আকৃতি। পরিবাহী দুটির মধ্যবর্তী দূরত্ব। পরিবাহী দুটির মধ্যবর্তী মাধ্যম
33. আপেক্ষিক রোধ নির্ভর করে কিসের উপর?
Edit
Topic: আপেক্ষিক রোধ, চল তড়িৎ (ইসহাক স্যার)
Explaination: আপেক্ষিক রোধ নির্ভর করে এর উপাদান এবং তাপমাত্রার উপর।
34. নিচের কোনটি ব্যবহার করে অজানা রোধ নির্ণয় করা হয়?
Edit
Topic: চল তড়িৎ (ইসহাক স্যার)
Explaination: পোটেনশিওমিটারঃবিদ্যুৎ প্রবাহ মাত্রা ও রোধ নির্ণয়।
মিটার ব্রিজঃ তারের আপেক্ষিক রোধ নির্ণয় ।
পোস্ট অফিস বক্সঃ অজানা রোধ নির্ণয় ।
35. নির্দিষ্ট তাপমাত্রায় কোনো পরিবাহীর দৈর্ঘ্য চারগুণ করা হলে তার রোধ কতগুণ হবে?
Edit
Topic: রোধ, চল তড়িৎ ( ইসহাক স্যার)
Explaination: নির্দিষ্ট তাপমাত্রায় কোনো পরিবাহীর রোধ এর দৈর্ঘ্যের সমানুপাতিক। অর্থ্যাৎ দৈর্ঘ্য 4গুন হলে রোধ 4গুণ।
36. কোন উপশক্তি স্তরের ইলেকট্রন ধারণ ক্ষমতা হলো -
Edit
Topic: সহকারী কোয়ান্টাম সংখ্যা, কোয়ান্টাম সংখ্যাসমূহ, বিভিন্ন শক্তিস্তর ও ইলেকট্রন ধারণ ক্ষমতা, গুণগত রসায়ন
Explaination:
37. নিম্নের কোনটি কম্পোজিট কণিকা?
Edit
Topic: কম্পোজিট কণিকা, পরমাণু ও পরমাণুর মূল কণিকাসমূহ, গুণগত রসায়ন।
Explaination:
38. নিম্নের অরবিটালসমূহের মধ্যে কোনটি অসম্ভব?
Edit
Topic: কোয়ান্টাম সংখ্যাসমূহ, বিভিন্ন শক্তিস্তর ও ইলেকট্রন ধারণ ক্ষমতা, গুণগত রসায়ন ।
Explaination: 2d এর জন্য n=2 এবং l=2 কাজেই 2d অরবিটাল অসম্ভব।
39. নিম্নের কোন কোয়ান্টাম সংখ্যা দ্বারা 4f অরবিটাল বোঝায়?
Edit
Topic: কোয়ান্টাম সংখ্যাসমূহ, বিভিন্ন শক্তিস্তর ও ইলেকট্রন ধারণ ক্ষমতা, গুণগত রসায়ন ।
Explaination:
40. পাতলা স্তর ক্রোমাটোগ্রাফি এক প্রকার -
Edit
Topic: ক্রোমাটোগ্রাফি, গুণগত রসায়ন ।
Explaination: ক্রোমাটোগ্রাফির শ্রেণীবিভাগ অধিশোষণ ও দ্রাব্যতার উপর নির্ভর করে ক্রোমাটোগ্রাফিকে দুই ভাগে ভাগ করা হয়েছে, যথা: কলাম ও পাতলা স্তর ক্রোমাটোগ্রাফি।
41. উচ্চ শক্তিস্তর থেকে ইলেকট্রন সমূহ চতুর্থ শক্তিস্তরে ফিরে আসার ফলে সৃষ্ট বর্ণালীকে কি বলা হয়?
Edit
Topic: বোর পরমাণু মডেল থেকে হাইড্রোজেনের পারমাণবিক বর্ণালির ব্যাখ্যা, গুণগত রসায়ন।
Explaination:
42. কোষচক্রের কোন ধাপে maturation promoting factor এর প্রয়োজন হয়?
Edit
Topic: কোষচক্র ও ইন্টারফেজ, কোষ বিভাজন (হাসান)
Explaination: G2 দশা থেকে মাইটোসিস-এ প্রবেশ করতে হলে ম্যাচুরেশন প্রোমোটিং ফ্যাক্টর (MPF) নামক প্রোটিনের প্রয়োজন পড়ে ।
43. প্রাণীকোষের কোষ বিভাজনের সময় কোন প্রোটিন কোষঝিল্লির খাঁজ সৃষ্টিতে সহায়তা করে?
Edit
Topic: সাইটোকাইনেসিস, কোষ বিভাজন (হাসান)
Explaination: প্রাণী কোষের ক্ষেত্রে সাইটোকাইনেসিস এর সময় স্পিন্ডল যন্ত্রের বিষুবীয় অঞ্চল বরাবর কোষ ঝিল্লিটি গর্তের ন্যায় ভেতরের দিকে ঢুকে যায় এবং এ গর্ত সব দিক হতে ক্রমান্বয়ে গভীরতর হয়ে মাঝখানে মিলিত হয় , ফলে কোষটি দুই ভাগে ভাগ হয়ে পড়ে এ সময় প্রোটিন actin এবং myosin কোষ ঝিল্লির খাঁজ সৃষ্টি তে সহয়তা করে ।
44. ভ্রূণাবস্থায় হাতের পাঁচটি আঙ্গুল কোন প্রক্রিয়ায় বিভাজিত হয়?
Edit
Topic: অনিয়ন্ত্রিত মাইটোসিস, কোষ বিভাজন (হাসান)
Explaination: Apoptosis হলো কোষের জেনেটিক্যালি নিয়ন্ত্রিত মৃত্য । কোনো কোষ জীবদেহ বা অঙ্গের জন্য এখন প্রয়োজন নেই সেই সব কোষ কে ধ্বংস হতে হয় Apoptosis এর মাধ্যমে । যেমন মানুষের ভ্রুণাবস্থায় পাতলা টিস্যু দিয়ে হাতের সকল আঙ্গুল লাগানো থাকে । পরে মাঝ খানের টিস্যু ধ্বংসের মাধ্যমে বিলুপ্ত হয়ে পাঁচটি আঙ্গুল পৃথক হয়ে যায় ।
45. বহু নিউক্লিয়াস যুক্ত প্রাণীকোষকে কী বলে?
Edit
Topic: সাইটোকাইনেসিস, কোষ বিভাজন (হাসান)
Explaination: সাইটোকাইনেসিস না হলে ( এবং ক্যারিওকাইনেসিস চলতে থাকলে ) একই কোষে বহু নিউক্লিয়াসের সৃষ্টি হয় । একে মুক্ত নিউক্লিয়ার বিভাজন বলে । এ ধরনের বহু নিউক্লিয়াসবিশিষ্ট প্রাণীকোষকে প্লাজমোডিয়াম ( plasmodium ) এবং উদ্ভিদ কোষকে সিনোসাইটিক ( Coenocytic ) বলে ।
46. মাইটোসিস কোষ বিভাজনের কোন পর্যায়ে প্রতিটি ক্রোমাটিড একটি অপত্য ক্রোমোসোমে পরিণত হয়?
Edit
Topic: মাইটোসিস-এর পর্যায়সমূহ, কোষ বিভাজন (হাসান)
Explaination: মাইটোসিস কোষ বিভাজনের অ্যানাফেজ পর্যায়ে সেন্ট্রোমিয়ারের পূর্ণ বিভক্তির ফলে প্রতিটি ক্রোমোটিড একটি অপত্য ক্রোমোসোমে পরিণত হয় ।
47. নিচের কোন পর্বের প্রাণিতে Cell-tissue grade of organization লক্ষ্য করা যায়?
Edit
Topic: প্রাণীর শ্রেণীবিন্যাসের ভিত্তি - সংগঠন ক্রমমাত্রা, প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস, প্রাণিবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: - নিডারিয়া পর্বভুক্ত প্রানিতে কোষ-টিস্যু সংগঠন মাত্রা লক্ষ্য করা যায়।
- প্লাটিহেলমেনথিস পর্বের প্রাণীতে টিস্যু-অঙ্গ মাত্রার গঠন লক্ষ্য করা যায়।
48. নিচের কোনটি সঠিক নয়?
Edit
Topic: প্রতিসাম্য, প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস, প্রাণিবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: - অরীয় (Radial) প্রতিসাম্যতা লক্ষা করা যায় - হাইড্রা, জেলিফিশ, সী অ্যানিমনে।
Ctenophora (টিনোফোরা) পর্বভুক্ত প্রাণীতে দ্বিঅরীয় (Biradial) প্রতিসাম্যতা দেখা যায়।
49. কোন পর্বের প্রাণির দেহে সিলোম উপস্থিত নেই?
Edit
Topic: সিলোম, প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস, প্রাণিবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: - পরিফেরা, নিডারিয়া, টিনোফোরা, প্লাটিহেলমিনথিস প্রভৃতি পর্বভুক্ত প্রাণীরা অ্যাসিলোমেট বা সিলোম বিহীন।
Rotifera, Kinorhyncha, Nematoda প্রভৃতি পর্বভুক্ত প্রাণীরা অপ্রকৃত সিলোমযুক্ত বা সুড্যোসিলোমেট।
50. নিচের কোনটি এন্টেরোজোয়ার উদাহরণ নয়?
Edit
Topic: পৌষ্টিক নালী, প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস, প্রাণিবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: - যেসব প্রাণীর দেহে নির্দিষ্ট পৌষ্টিক নালী বা গহ্বর থাকে সেগুলোকে এন্টেরোজোয়া বলে। নিডরিয়া থেকে কর্ডাটা পর্যন্ত সকল প্রাণী এর অন্তর্ভুক্ত।
পরিফেরা প্যারাজোয়ার (যাদের পৌষ্টিক নালী বা গহ্বর থাকে না) অন্তর্ভুক্ত।
51. নিচের কোনটি পরিফেরা পর্বের লার্ভা দশা?
Edit
Topic: পরিফেরা, প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস, প্রাণিবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: পরিফেরা পর্বের প্রাণীর জীবনচক্রে প্যারেনকাইমুলা ও অ্যাম্ফিব্লাস্টুলা নামক লার্ভা দশা বিদ্যমান।
52. প্রাণিজগতে সর্বমোট major phylum এর সংখ্যা কয়টি?
Edit
Topic: প্রাণিজগতের শ্রেণীবিন্যাস, প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস, প্রাণিবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: প্রাণিজগতের পর্বগুলোকে প্রধান ও গৌণ পর্বে ভাগ করা হয়। প্রধান বা মেজর পর্বের সংখ্যা নয়টি।
53. নেমাথেলমিনথিস এর ক্ষেত্রে সঠিক নয় নিচের কোনটি?
Edit
Topic: নেমাটোডা, প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস, প্রাণিবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: নেমাটোডা পর্বের প্রাণীদের শ্বসনতন্ত্র ও সংবহনতন্ত্র অনুপস্থিত।
54. Urochordata উপপর্বের শ্রেণি নয় নিচের কোনটি?
Edit
Topic: Urochordata, প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস, প্রাণিবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: ইউরোকর্ডার শ্রেণি - অ্যাসিডিয়াসিয়া, থ্যালিয়াসিয়া, লার্ভাসিয়া।
55. নিচের কোনটি নেমাটোসিস্টের অংশ নয়?
Edit
Topic: আদর্শ নিডোসাইটের গঠন, প্রাণীর পরিচিতি - হাইড্রা, প্রাণিবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: নেমাটোসিস্টের অংশ - বার্ব, বার্বিওল, বাট বা শ্যাফট।
56. বন্ধ শীর্ষ যুক্ত নেমাটোসিস্ট নিচের কোনটি?
Edit
Topic: নেমাটোসিস্ট এর প্রকারভেদ, প্রাণীর পরিচিতি - হাইড্রা, প্রাণিবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: বন্ধ শীর্ষ যুক্ত নেমাটোসিস্ট হচ্ছে ভলভেন্ট বা ডেসমোনিম।
57. কোনটিকে ব্লাইন্ড স্যাক বলা হয়?
Edit
Topic: সিলেন্টেরন, প্রাণীর পরিচিতি - হাইড্রা, প্রাণিবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: সিলেন্টেরনকে ব্লাইন্ড স্যাক বা ব্লাইন্ড গাট বলা হয়। কারণ এটি একটি মাত্র ছিদ্র যার মাধ্যমে হাইড্রা খাদ্য গ্রহণ ও বর্জ্য পরিত্যাগ করে।
58. সারকিউলাস সেফালিকাস রুইমাছের কোন অঞ্চলের পৃষ্ঠদেশে তৈরি হয়?
Edit
Topic: রুইমাছের ধমনীতন্ত্র, প্রাণি পরিচিতি -রুই মাছ, প্রাণিবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: রুইমাছের গলবিল অঞ্চলের পৃষ্ঠদেশে সারকিউলাস সেফালিকাস তৈরি হয়।
59. মুকুল সৃষ্টি ও মাতৃ হাইড্রা থেকে বিচ্যুত হয়ে স্বাধীন জীবনযাপন করতে কত সময় লাগে?
Edit
Topic: হাইড্রার জনন, প্রাণি পরিচিতি - হাইড্রা, প্রাণিবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: মুকুল সৃষ্টি ও মাতৃ হাইড্রা থেকে বিচ্যুত হয়ে স্বাধীন জীবনযাপন করতে ৩ সপ্তাহ (২১দিন) সময় লাগে।
60. নিচের কোনটি ঘাসফড়িং এর মস্তষ্কের অংশ নয়?
Edit
Topic: মস্তক, প্রাণীর পরিচিতি - ঘাসফড়িং, প্রাণিবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: ঘাসফড়িং এর মস্তষ্কের অংশ - ৩ টা ওসেলি, এক জোড়া এন্টেনা ও পুঞ্জাক্ষি, ১ সেট মুখোপাঙ্গ।
61. ঘাসফড়িং এর শ্রবণথলি আবৃতকারী পর্দার নাম কি?
Edit
Topic: উদর, প্রাণীর পরিচিতি - ঘাসফড়িং, প্রাণিবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: ঘাসফড়িং এর শ্রবণথলি আবৃতকারী পর্দার নাম টিমপেনিক পর্দা বা টিমপেনাম।
62. গ্যাস্ট্রিক সিকার সংখ্যা কতটি?
Edit
Topic: পৌষ্টিকতন্ত্র, প্রাণীর পরিচিতি - ঘাসফড়ি, প্রাণিবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: মেসেন্টেরন এবং স্টোমোডিয়ামের সংযোগস্থলে ছয় জোড়া ফাঁপা লম্বা মোচাকার থলি থাকে, সেগুলো হচ্ছে গ্যাস্ট্রিক সিকা বা হেপাটিক সিকা।
63. ঘাসফড়িং এর সমগ্র দেহে একবার রক্ত প্রবাহ সম্পন্ন হতে কত মিনিট সময় লাগে?
Edit
Topic: রক্ত সংবহনতন্ত্র, প্রাণীর পরিচিতি - ঘাসফড়ি, প্রাণিবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: ঘাসফড়িং এর সমগ্র দেহে একবার রক্ত প্রবাহ সম্পন্ন হতে ৩০ - ৬০ মিনিট সময় লাগে।
64. ঘাস ফড়িং এর নিম্ফ দশার বৈশিষ্ট্য নির্ধারণ করে কোন হরমোন?
Edit
Topic: রূপান্তরে হরমোনের ভূমিকা, প্রাণীর পরিচিতি - ঘাসফড়িং, প্রাণিবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: নিম্ফ দশায় কর্পোরা অ্যালাটা থেকে ক্ষরিত Juvenile hormone নিম্ফ দশার বৈশিষ্ট্য নির্ধারণ করে।
65. কোন অঙ্গের স্টেম সেল (stem cell) খুবই কম রিপেয়ার করতে পারে?
Edit
Topic: স্টেম সেল, অধ্যায় পরিচিতি, কোষ ও এর গঠন, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: - স্টেম সেল খুবই কম রিপেয়ার করতে পারে ব্রেইন, কিডনি, হার্ট এসব অঙ্গে।
জাইগোট ও ভ্রুণের প্রাথমিক কোষগুলোকে স্টেম সেল বলা হয়।
66. সাইক্লোসিস (cyclosis) কোন অঙ্গাণু তে দেখা যায়?
Edit
Topic: প্রোটোপ্লাস্ট, কোষ ও এর গঠন, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: কোষপ্রাচীর যুক্ত প্রোটোপ্লাজমে জলস্রোতের মক্তো যে চলন দেখা যায় সেটি হচ্ছে আবর্তন বা সাইক্লোসিস।
প্লাজমামেমব্রেনে flip flop movement দেখা যায়।
67. আমিষ তৈরির কারখানা (protein factory) বলা হয় কোন অঙ্গাণু কে?
Edit
Topic: ১.৩ সাইটোপ্লাজম ও অঙ্গাণু, ১ রাইবোসোম, কোষ ও এর গঠন, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: রাইবোসোম এর প্রধান কাজ হলো প্রোটিন সংশ্লেষণ করা, তাই রাইবোসোম প্রোটিন ফ্যাক্টরি বলা হয়।
68. একস্তরী ঝিল্লি দ্বারা আবৃত হাইড্রোলাইটিক এনজাইমের আধার হিসেবে কাজ করা অঙ্গাণুটির নিচের কোনটিতে অনুপস্থিত?
Edit
Topic: ১.৩ সাইটোপ্লাজম ও অঙ্গাণু, ৩. লাইসোসোম , কোষ ও এর গঠন, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: - একস্তরী ঝিল্লি দ্বারা আবৃত হাইড্রোলাইটিক এনজাইমের আধার হিসেবে কাজ করা অঙ্গাণুটির অনুপস্থিত লোহিত রক্ত কণিকায়।
- শ্বেত রক্ত কণিকায় অধিক সংখ্যায় থাকে।
বৃক্ক কোষের লাইসোসোম অপেক্ষাকৃত বড় হয়ে থাকে।
69. কোষের শক্তিঘর (Power house) এর মাইটোকন্ড্রিয়া নামকরণ করেন কে?
Edit
Topic: ১.৩ সাইটোপ্লাজম ও অঙ্গাণু, ৫. মাইটোকন্ড্রিয়া, কোষ ও এর গঠন, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: মাইটোকন্ড্রিয়া নামকরণ করেন কার্ল বেন্ডা।
- বায়োপ্লাস্ট নামকরণ করেন অল্টম্যান।
ফিলা নামকরণ করেন ওয়াল্টার ফ্লেমিং।
70. ইমপ্ল্যান্টেশন কোথায় ঘটে?
Edit
Topic: ইমপ্ল্যান্টেশন, মানব জীবনের ধারাবাহিকতা, জীববিজ্ঞান, আজমল স্যার।
Explaination: নিষেকের পর ৬ থেকে ৯ দিনের মধ্যে যে প্রক্রিয়ায় জাইগোট ব্লাস্টসিস্ট অবস্থায় জরায়ুর এন্ডোমেট্রিয়ামে (Endometrium) সংস্থাপিত হয় তাকে ইমপ্ল্যান্টেশন বলে।
71. Stem cell এর উৎস হিসেবে কাজ করে কোনটি?
Edit
Topic: ভ্রুণ আবরণী, মানব জীবনের ধারাবাহিকতা, জীববিজ্ঞান, আজমল স্যার।
Explaination: Stem cell এর উৎস হিসেবে কাজ করে কুসুমথলি (Yolk sac)।
72. পাসপোর্ট শনাক্তকরণে কোন রশ্মি ব্যবহার করা হয়?
Edit
Topic: জাল টাকা/পাসপোর্ট শনাক্তকরণে UV-রশ্মির ব্যবহার, গুণগত রসায়ন ।
Explaination:
73. e.s.u. এককে ইলেকট্রনের চার্জ কত?
Edit
Topic: পরমাণুর স্থায়ী মূলকণিকার বর্ণনা, পরমাণু ও পরমাণুর মূল কণিকাসমূহ, গুণগত রসায়ন।
Explaination:
74. অরবিটালের আপেক্ষিক শক্তির ক্রম কোনটি?
Edit
Topic: আউফবাউ নীতি, পরমাণুর ইলেকট্রন বিন্যাস,আউফবাউ,হুন্ড ও পাউলির বর্জননীতি, গুণগত রসায়ন ।
Explaination:
75. ক্যান্সার সেল ধ্বংসের কাজে ব্যবহৃত হয় কোনটি?
Edit
Topic:
Explaination:
76. ফিজিও থেরাপিতে কোন ray ব্যবহৃত হয়?
Edit
Topic: চিকিৎসাক্ষেত্রে IR-রশ্মির ব্যবহার, গুণগত রসায়ন ।
Explaination:
77. কোন রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে ছোট?
Edit
Topic: তড়িৎ চুম্বকীয় বর্ণালী, গুণগত রসায়ন ।
Explaination: তরঙ্গ দৈর্ঘ্যের ক্রম: মহাজাগতিক রশ্মি < গামা রশ্মি < রঞ্জন রশ্মি < অতিবেগুনী রশ্মি < দৃশ্যমান রশ্মি < অবলোহিত রশ্মি
78. নিচের কোনটি ব্যাপনের হার সবচেয়ে বেশি?
Edit
Topic:
Explaination: আণুবিক ভর যত কম ব্যাপন হার তত বেশি।
79. যে তাপমাত্রায় বাস্তব গ্যাস আদর্শ আচরণ করে তাকে কি বলে?
Edit
Topic: 1.7.1 অ-১, রসায়ন ২য় পত্র, হাজারী স্যার।
Explaination:
80. নিচের কোন গ্যাসটির পেষণ গুনাঙ্ক মান সবচেয়ে বেশি?
Edit
Topic: 1.7.1, অ-১, রসায়ন ২য় পত্র, হাজারী স্যার।
Explaination:
81. বায়ুমণ্ডলের কোন স্তর দিয়ে বিমান চলাচল করে ?
Edit
Topic: ১.১, ট্রপোস্ফিয়ার, অ-১, রসায়ন ২য় পত্র, হাজারী স্যার ।
Explaination:
82. নিচের কোনটি সঠিক?
Edit
Topic:
Explaination:
83. লোহা কাটা ও জোড়া লাগানোতে কোন গ্যাস ব্যবহার করা হয়?
Edit
Topic:
Explaination:
84. সমান ভরের CH4 ও O2 গ্যাস একটি নির্দিষ্ট তাপমত্রায় একটি নির্দিস্ট পাত্রে আরা হল। মোট চাপের কি পরিমাণ অংশ O2 দ্বারা প্রদত্ত হবে?
Edit
Topic:
Explaination: ধরি, মোট চাপ=P
CH4 এর ভর 16g , মোল সংখ্যা=1 mol
একই ভরের O2 এর মোল সংখ্যা =0.5 mol
O2 এর আংশিক চাপ = 0.5/1.5 x P= 1/3 P
85. রাসায়নিক সার দ্বারা পানিতে DO হ্রাস পেয়ে পানি দূষিত হওয়াকে কি বলে?
Edit
Topic: 1.20, অ-১, রসায়ন ২য় পত্র, হাজারী স্যার।
Explaination:
86. এসিড বৃষ্টির সাথে সংশ্লিষ্ট নয় কোনটি?
Edit
Topic: 1.13.1, অ-১, রসায়ন ২য় পত্র, হাজারী স্যার।
Explaination:
87. নিচের কোনটি অ্যামফোটেরিক যৌগ?
Edit
Topic: 1.15, অ-১, রসায়ন ২য় পত্র, হাজারী স্যার।
Explaination:
88. গ্যাসের গতিশক্তি কোনটির উপর নির্ভর করে না?
Edit
Topic:
Explaination: n মোল গ্যাস অনুর গড় গতিশক্তি, E =3/2 nRT সমীকরণ মতে, গ্যাসের মোট গতিশক্তি নির্ভর করে- (১) গ্যাসের পরিমাণ (n), ঘনত্ব , -(২) কেল্ভিন তাপমাত্রার (T) উপর ।
89. Photochemical Smog তৈরিতে কোন বায়ু দূষক ভুমিকা রাখে না ?
Edit
Topic: 1.10, অ-১, রসায়ন ২য় পত্র, হাজারী স্যার।
Explaination:
90. নিচের কোন সমীকরনটি সঠিক?
Edit
Topic:
Explaination:
91. ‘ওরা আমার মুখের ভাষা কাইড়া নিতে চায়’ গানটির রচয়িতা ও সুরকার কে?
Edit
Topic:
Explaination:
92. প্রথম শহিদ স্মৃতি স্তম্ভটি তৈরি করা হয় ১৯৫২ সালের কোন তারিখে?
Edit
Topic:
Explaination:
93. ইউনেস্কো কোন তারিখে ২১শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয়?
Edit
Topic:
Explaination:
94. একুশের প্রথম কবিতা কোনটি?
Edit
Topic:
Explaination:
95. ১৯৫৪ সালে যুক্তফ্রন্টের নির্বাচনী ইশতেহার ছিল?
Edit
Topic:
Explaination:
96. বাংলা সর্বপ্রাচীন জনপদের নাম কী?
Edit
Topic:
Explaination:
97. ভারতীয় উপমহাদেশের শেষ ভাইসরয় কে ছিলেন?
Edit
Topic:
Explaination:
98. কাগমারী সম্মেলন অনুষ্ঠিত হয় কোথায়?
Edit
Topic:
Explaination:
99. ১৯৬৯ সালের গণ-অভ্যুত্থানের সময় ১১দফা ঘোষণা করে নিচের কোনটি?
Edit
Topic:
Explaination:
100. ২৫শে মার্চ রাতে ঢাকা শহরের বাইরে অন্য সব স্থানে গণহত্যার মূল দায়িত্বে ছিলেন কে?
Edit
Topic:
Explaination: