Exam
Question View - Day 3 - নগ্নবীজী ও আবৃতবীজী উদ্ভিদ
1. পাপড়ির গায়ে পুংকেশর (Stamen) যুক্ত থাকলে তাকে কি বলে?
Edit
Topic: ৭.২ আবৃতবীজী উদ্ভিদ, আবৃতবীজী উদ্ভিদ – পুষ্পপত্রবিন্যাস, নগ্নবীজী ও আবৃতবীজী উদ্ভিদ, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: পাপড়ির গায়ে পুংকেশর (Stamen) যুক্ত থাকলে তাকে দললগ্ন বলে।
2. নিচের কোনটি Drupe জাতীয় ফল নয়?
Edit
Topic: ৭.২ আবৃতবীজী উদ্ভিদ, আবৃতবীজী উদ্ভিদ – ফল, নগ্নবীজী ও আবৃতবীজী উদ্ভিদ, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: Drupe জাতীয় ফল: আম, আমড়া, কুল।
3. যে ফল পরিপক্ব হলে নিচ থেকে উপর থেকে ক্রমশ ফেটে যায় তাকে কি বলে?
Edit
Topic: ৭.২ আবৃতবীজী উদ্ভিদ, আবৃতবীজী উদ্ভিদ – ফল, নগ্নবীজী ও আবৃতবীজী উদ্ভিদ, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: যে ফল পরিপক্ব হলে নিচ থেকে উপর থেকে ক্রমশ ফেটে যায় তাকে সিলিকুয়া বলে। যেমনঃ সরিষা।
4. Legume নিচের কোনটি নির্দেশ করে?
Edit
Topic: ৭.২ আবৃতবীজী উদ্ভিদ, আবৃতবীজী উদ্ভিদ – ফল, নগ্নবীজী ও আবৃতবীজী উদ্ভিদ, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: লিগিউম হলো একধরণের ফল। উদাঃ শিম ও মটর।
5. Apical বা শীর্ষক অমরাবিন্যাসের উদাহরণ নিচের কোনটি?
Edit
Topic: ৭.২ আবৃতবীজী উদ্ভিদ, আবৃতবীজী উদ্ভিদ – অমরাবিন্যাস, নগ্নবীজী ও আবৃতবীজী উদ্ভিদ, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: লালপাতা ও ধনিয়ায় Apical বা শীর্ষক অমরাবিন্যাস লক্ষ্য করা যায়।
6. কোন উদ্ভিদে বহুপ্রান্তীয় অমরা বিন্যাস পাওয়া যায়?
Edit
Topic: ৭.২ আবৃতবীজী উদ্ভিদ, আবৃতবীজী উদ্ভিদ – অমরাবিন্যাস, নগ্নবীজী ও আবৃতবীজী উদ্ভিদ, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: বহুপ্রান্তীয় বা প্যারাইটাল অমরা বিন্যাস পাওয়া যায় – শসা, লাউ।
7. কোনটিতে Superficial placentation পাওয়া যায়?
Edit
Topic: ৭.২ আবৃতবীজী উদ্ভিদ, আবৃতবীজী উদ্ভিদ – অমরাবিন্যাস, নগ্নবীজী ও আবৃতবীজী উদ্ভিদ, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: Superficial placentation বা গাত্রীয় অমরাবিন্যাস পাওয়া যায় শাপলা (Nymphaea nouchali)
8. গর্ভাশয়ের ভেতরে যে টিস্যু ডিম্বক (Ovule) ধারণ করে তাকে কি বলে?
Edit
Topic: ৭.২ আবৃতবীজী উদ্ভিদ, আবৃতবীজী উদ্ভিদ – অমরাবিন্যাস, নগ্নবীজী ও আবৃতবীজী উদ্ভিদ, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: গর্ভাশয়ের ভেতরে যে টিস্যু ডিম্বক (Ovule) ধারণ করে তাকে Placenta বা অমরা বলে।
9. প্লাসেন্টেশনের প্রকারভেদ নয় নিচের কোনটি?
Edit
Topic: ৭.২ আবৃতবীজী উদ্ভিদ, আবৃতবীজী উদ্ভিদ – অমরাবিন্যাস, নগ্নবীজী ও আবৃতবীজী উদ্ভিদ, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: প্লাসেন্টেশনের (Placentation) বা অমরাবিন্যাসের প্রকারভেদ
- মার্জিনাল বা একপ্রান্তীয়
- অ্যাক্সাইল বা অক্ষীয়
- প্যারাইটাল বা বহুপ্রান্তীয়
- সুপারফিশিয়াল বা গাত্রীয়
- বেসাল বা মূলীয়
- এপিক্যাল না শীর্ষক
10. পেয়ারার পুষ্পপত্রবিন্যাস কিরূপ?
Edit
Topic: ৭.২ আবৃতবীজী উদ্ভিদ, আবৃতবীজী উদ্ভিদ – পুষ্পপত্রবিন্যাস, নগ্নবীজী ও আবৃতবীজী উদ্ভিদ, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: - পেয়ারা, সরিষা ফুলের পুষ্পপত্রবিন্যাস Quincuncial
- শিম, মটরশুঁটি ফুলের পুষ্পপত্রবিন্যাস Vexillary
11. Corolla বা দলের প্রতিটি অংশকে কি বলে?
Edit
Topic: ৭.২ আবৃতবীজী উদ্ভিদ, আবৃতবীজী উদ্ভিদ – পুষ্পবিন্যাস, নগ্নবীজী ও আবৃতবীজী উদ্ভিদ, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: Corolla বা দলের প্রতিটি অংশকে petal বা পাপড়ি বলে।
12. টুইস্টেড (Twisted) ও ভ্যালভেট (Valvate) এস্টিভেশন কোন উদ্ভিদে দেখা যায়?
Edit
Topic: ৭.২ আবৃতবীজী উদ্ভিদ, আবৃতবীজী উদ্ভিদ – পুষ্পপত্রবিন্যাস, নগ্নবীজী ও আবৃতবীজী উদ্ভিদ, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: জবা ফুলের দলমন্ডলের এস্টিভেশন টুইস্টেড (Twisted) এবং জবা ফুলের বৃতির এস্টিভেশন ভ্যালভেট (Valvate) এস্টিভেশন জবা ফুলে দেখা যায়।
13. সর্বমুখ পরাগধানী? (Versatile) কোন উদ্ভিদে পাওয়া যায়?
Edit
Topic: ৭.২ আবৃতবীজী উদ্ভিদ, আবৃতবীজী উদ্ভিদ – পুষ্পপত্রবিন্যাস, নগ্নবীজী ও আবৃতবীজী উদ্ভিদ, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: ধান উদ্ভিদে সর্বমুখ পরাগধানী? (Versatile) পাওয়া যায়।