Exam
Question View - Day 4 - প্রাণীর বিভিন্নতা ও শ্রেণিবিন্যাস || Day 1 - Day 2 কোষ রসায়ন
1. Cephalochordata এর ক্ষেত্রে সঠিক নয় কোনটি?
Edit
Topic: Cephalochordata, প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস, প্রাণিবিজ্ঞান, আজমল স্যার
Explaination: আজীবন স্থায়ী নটোকর্ড ও নার্ভকর্ড দেহের সম্মুখ থেকে পশ্চাৎ পর্যন্ত প্রসারিত।
2. কোন উপপর্বের প্রাণীদের ব্রেইন ক্রেনিয়ামে (cranium) আবৃত থাকে? ।
Edit
Topic: Vertebrata, প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস, প্রাণিবিজ্ঞান, আজমল স্যার
Explaination: Vertebrata উপপর্বের প্রাণীদের মস্তিষ্ক অস্থিময় বা তরুণাস্তিময় ক্রেনিয়ামে অবস্থান করে।
3. Lamprey লার্ভা দশা কোনটি?
Edit
Topic: Cyclostomata, প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস, প্রাণিবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: ল্যাম্প্রের Ammocete নামক লার্ভা দশা রয়েছে।
4. Chondrichthyes সম্পর্কে সঠিক নয় কোনটি?
Edit
Topic: Chondrichthyes, প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস, প্রাণিবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: Chondrichthyes এর বায়ুথলি (swim bladder) থাকে না।
5. ইলিশ মাছের লেজ কোন ধরনের?
Edit
Topic: Actinopterygii, প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস, প্রাণিবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: ইলিশ মাছ Actinopterygii শ্রেণীর। এদের পুচ্ছ পাখনা হোমোসার্কেল ধরনের অর্থাৎ পুচ্ছ পাখনার অংশ দুটি সমান।
6. পুচ্ছ পাখনা Heterocercal নিচের কোনটির?
Edit
Topic: Chondrichthyes, প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস, প্রাণিবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: Chondrichthyes এর পুচ্ছ পাখনা Heterocercal ধরনের ; অর্থাৎ পুচ্ছ - পাখনার অংশ দুটি অসামান।
7. Tetrapod দের ক্ষেত্রে সঠিক নয় কোনটি?
Edit
Topic: Amphibia, প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস, প্রাণিবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: চতুষ্পদী (Tetrapod) দের অগ্রপদে চারটি ও পশ্চাৎ পদে পাঁচটি নখর বিহীন আঙ্গুল থাকে।
8. নিচের কোন প্রাণীর হৃদপিণ্ড তিন প্রকোষ্ঠ বিশিষ্ট?
Edit
Topic: Amphibia, প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস, প্রাণিবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: Amphibia শ্রেণীর প্রাণীদের হৃদপিণ্ড তিন প্রকোষ্ঠ বিশিষ্ট। দুটি অলিন্দ এবং একটি নিলয়।
9. পাখিদের ক্ষেত্রে সঠিক নয় কোনটি?
Edit
Topic: Aves, প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস, প্রাণিবিজ্ঞান, আলীম স্যার।
Explaination:
10. কুমিরের হৃদপিণ্ড কয় প্রকোষ্ঠ বিশিষ্ট?
Edit
Topic: Reptilia, প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস, প্রাণিবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: Reptilia দের হৃদপিণ্ড অসম্পূর্ণভাবে চার প্রকোষ্ঠ বিশিষ্ট। কিন্তু কুমিরের ক্ষেত্রে ব্যতিক্রম, কুমিরের হৃদপিণ্ড সম্পূর্ণভাবে চার প্রকোষ্ঠ বিশিষ্ট।
11. করোটিক স্নায়ুর ক্ষেত্রে ঠিক নয় কোনটি?
Edit
Topic: মেরুদন্ডী প্রাণীদের উল্লেখযোগ্য পার্থক্য, প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস, প্রাণিবিজ্ঞান, আজমল স্যার
Explaination: উভচরদের দশ জোড়া করোটিক স্নায়ু থাকে।
12. Retrogressive Metamorphosis ঘটে কোনটিতে?
Edit
Topic: Urochordata, প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস, প্রাণিবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: Urochordata উপপর্বের লার্ভার প্রতীপ রূপান্তর (Retrogressive Metamorphosis) ঘটে, অর্থাৎ উন্নত বৈশিষ্ট্য হারিয়ে অনুন্নত বৈশিষ্ট্য অর্জন করে।
13. ডেক্সট্রোজ সম্পর্কে সঠিক নয় নিচের কোনটি?
Edit
Topic: মনোস্যাকারাইড, কার্বোহাইড্রেট (Carbohydrate) বা শর্করা, কোষ রসায়ন, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: ডেক্সট্রোজ বা গ্লুকোজ কখনো সঞ্চিত পদার্থ হিসেবে বিরাজ করে না।
14. পাকা আঙ্গুরে শতকরা কত ভাগ গ্লুকোজ থাকে?
Edit
Topic: মনোস্যাকারাইড, কার্বোহাইড্রেট (Carbohydrate) বা শর্করা, কোষ রসায়ন, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: পাকা আঙ্গুরে শতকরা ১২-৩০ ভাগ গ্লুকোজ থাকে। তাই এটি গ্রেইপ সুগার বা আঙ্গুরের শর্করা নামে পরিচিত।
15. ভিটামিন "সি" তৈরি করার জন্য কোনোটি ব্যাবহার করা হয়?
Edit
Topic: মনোস্যাকারাইড, কার্বোহাইড্রেট (Carbohydrate) বা শর্করা, কোষ রসায়ন, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: গ্লুকোজ এর ব্যাবহার - - ভিটামিন "সি" তৈরির জন্য - রোগীর পথ্য - ফল সংরক্ষণে - সরবিটল তৈরিতে - ক্যালসিয়াম গ্লুকোনেট হিসেবে ঔষধশিল্পে।
16. উদ্ভিদে কোন ধরনের গ্লুকোজ পাওয়া যায়?
Edit
Topic: মনোস্যাকারাইড, কার্বোহাইড্রেট (Carbohydrate) বা শর্করা, কোষ রসায়ন, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: উদ্ভিদে সবসময় D গ্লুকোজ থাকে।
17. আখের কান্ডের রসে কোন শর্করা প্রচুর পরিমাণ পাওয়া যায়?
Edit
Topic: মনোস্যাকারাইড, কার্বোহাইড্রেট (Carbohydrate) বা শর্করা, কোষ রসায়ন, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: আখের কান্ডের রসে এবং বীটে প্রচুর পরিমাণ ফ্রুকটোজ পাওয়া যায়। ফ্রুকটোজকে ফলের চিনি বা ফ্রুট সুগার (fruit sugar) বলা হয়।
18. পরীক্ষাগারে অক্সালিক অ্যাসিড প্রস্তুতির জন্য কোনটি ব্যাবহৃত হয়?
Edit
Topic: ডাইস্যাকারাইড, কার্বোহাইড্রেট (Carbohydrate) বা শর্করা, কোষ রসায়ন, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: পরীক্ষাগারে অক্সালিক অ্যাসিড প্রস্তুতির জন্য সুকরোজ ব্যাবহৃত হয়।
19. সুকরোজ এর ক্ষেত্রে কোনটি সঠিক নয়?
Edit
Topic: ডাইস্যাকারাইড, কার্বোহাইড্রেট (Carbohydrate) বা শর্করা, কোষ রসায়ন, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: গ্লুকোজ ও ফ্রুকটোজ উভয়ই রিডিউসিং সুগার হলেও সুকরোজ রিডিউসিং সুগার নয়।
20. পেন্টাস্যাকারাইড শর্করার নিচের কোনটি?
Edit
Topic: অলিগোস্যাকারাইড, কার্বোহাইড্রেট (Carbohydrate) বা শর্করা, কোষ রসায়ন, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: ট্রাইস্যাকারাইড- র্যাফিনোজ - টেট্রাস্যাকারাইড- স্ট্যাকিওজ, স্কার্ডোজ - পেন্টাস্যাকারাইড- ভার্বাকোজ।
21. প্রকৃতিতে কোন ধরণের পলিস্যাকারাইড সবচেয়ে বেশি পাওয়া যায়?
Edit
Topic: পলিস্যাকারাইড, কার্বোহাইড্রেট (Carbohydrate) বা শর্করা, কোষ রসায়ন, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: সেলুলোজ প্রকৃতিতে সবচেয়ে বেশি পাওয়া যায়। - স্টার্চের পরমাণ দ্বিতীয়।
22. স্টার্চের প্রধান উৎস নয় কোনটি?
Edit
Topic: স্টার্চ, পলিস্যাকারাইড, কার্বোহাইড্রেট (Carbohydrate) বা শর্করা, কোষ রসায়ন, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: ধান, গম, আলু হলো স্টার্চ এর প্রধান উৎস। - গোল আলুর স্টার্চ কণিকা সবচেয়ে বৃহত্তম এবং চালের স্টার্চের কণিকা ক্ষুদ্রতম।
23. নিচের কোনোটি স্টার্চের বৈশিষ্ট্য নয়?
Edit
Topic: স্টার্চের বৈশিষ্ট্য, পলিস্যাকারাইড, কার্বোহাইড্রেট (Carbohydrate) বা শর্করা, কোষ রসায়ন, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: স্টার্চ ফেলিং দ্রবণ কর্তৃক বিজারিত হয় না।
24. নাইট্রেট বিস্ফোরক হিসেবে ব্যাবহৃত হয় কোনটি?
Edit
Topic: সেলুলোজের ব্যাবহার, পলিস্যাকারাইড, কার্বোহাইড্রেট (Carbohydrate) বা শর্করা, কোষ রসায়ন, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: সেলুলোজ নাইট্রেট বিস্ফোরক হিসেবে ব্যাবহৃত হয়। - সেলুলোজ থিন লেয়ার ক্রোমাটোগ্রাফিতে স্টেশনারি ফেজ হিসেবে ব্যাবহৃত হয়। - বস্ত্রশিল্পের প্রধান কাচামাল।
25. প্রাণীজ স্টার্চ ব্যাবহৃত হয় না-
Edit
Topic: গ্লাইকোজেন এর ব্যাবহার, পলিস্যাকারাইড, কার্বোহাইড্রেট (Carbohydrate) বা শর্করা, কোষ রসায়ন, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: প্রাণীজ স্টার্চ হলো গ্লাইকোজেন। - অ্যাসিটেট ফটোগ্রাফিক ফিল্মে সেলুলোজ ব্যাবহার করা হয়।
26. নিচের কোনটি বেনেডিক্ট দ্রবণ ও ফেলিং দ্রবণ দ্বারা বিজারিত হয় না?
Edit
Topic: বিজারণ ক্ষমতার উপর ভিত্তিতে প্রকারভেদ, কার্বোহাইড্রেট (Carbohydrate) বা শর্করা, কোষ রসায়ন, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: রিডিউসিং শ্যুগার বা বিজারক শর্করা- গ্লুকোজ, ফ্রুকটোজ, ম্যানোজ ইত্যাদি বেনেডিক্ট দ্রবণ ও ফেলিং দ্রবণ দ্বারা বিজারিত হয়।
27. নাইট্রোজেনবিশিষ্ট পলিস্যাকারাইড নয় নিচের কোনটি?
Edit
Topic: কার্বহাইড্রেট ডেরিভেটিভস, কার্বোহাইড্রেট (Carbohydrate) বা শর্করা, কোষ রসায়ন, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: নাইট্রোজেনবিশিষ্ট পলিস্যাকারাইড গ্লুকোসামিন, গ্যালাক্টোসামিন, কাইটিন। - গ্লুকোসামিন এর পলিমার হচ্ছে কাইটিন যা পতঙ্গ, কাকড়া, লোবস্টার, ছত্রাকের কোষপ্রাচীর এর গাঠনিক পলিস্যাকারাইড। - তরুণাস্থির প্রধান উপাদান গ্যালাক্টোসামিন।
28. সঞ্চিত পলিস্যাকারাইড (storage polysaccharide) নয় নিচের কোনোটি?
Edit
Topic: কার্বহাইড্রেটের শ্রেণিবিন্যাস, পলিস্যাকারাইড, কোষ রসায়ন, উদ্ভিদবিজ্ঞান, আজিবুর রহমান স্যার।
Explaination: সঞ্চিত পলিস্যাকারাইড- স্টার্চ, গ্লাইকোজেন, ইনুলিন, প্যারামাইলন।
29. নিচের কোনটি আংশিক রিডিউসিং সুগার?
Edit
Topic: ডাইস্যাকারাইড, কার্বোহাইড্রেট (Carbohydrate) বা শর্করা, কোষ রসায়ন, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: ম্যাল্টোজ আংশিক রিডিউসিং সুগার। স্টার্চ এর আংশিক ভাঙ্গনের ফলে ম্যালটোজ তৈরি হয়।
30. কার্বোহাইড্রেটের বৈশিষ্ট্য নয় নিচের কোনটি?
Edit
Topic: কার্বহাইড্রেটের বৈশিষ্ট্য, কার্বোহাইড্রেট (Carbohydrate) বা শর্করা, কোষ রসায়ন, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: অধিকাংশ কার্বোহাইড্রেটই পানিতে অদ্রবণীয় তবে মনোস্যাকারাইড পানিতে দ্রবণীয়।