Exam
Question View - E1 Draft
1. Identify the word in the plural from?
Edit
Topic: Number
Explaination:
Look, আমরা সাধারণত শব্দের শেষে s দেখলেই Plural ভেবে নিই যা সবসময় সঠিক নয়। এটিই এই প্রশ্ন করার অন্তর্নিহিত উদ্দেশ্য।
আসো, এখন আমরা Singular- Plural Number Conversion নিয়ে কিছু মজার Rules দেখে নিই যা Similar Type প্রশ্ন আসলে উত্তর করতে হেল্পফুল হবে তোমাদের জন্য।
চলো, এমন একটা ট্রিকস শিখে নিই যার মাধ্যমে Similar Type আরও ১০++ প্রশ্ন সলভ করতে পারবে!
TRICKS:-01
Singular Number এর শেষে –um যুক্ত থাকলে Plural করার সময় –um এর পরিবর্তে –a বসবে।
এখন, কিছু Examples দেখে নেওয়া যাক-
Singular Plural
Agendum Agenda
Bacterium Bacteria
Curriculum Curricula
Datum Data
Medium Media
2. What part of speech is the word ‘extraordinary’?
Edit
Topic: Adjective
Explaination: এ প্রশ্নটি আমরা সহজেই একটি ট্রিকসের মাধ্যমে সমাধান করতে পারি। সেটি হলো Suffix, Prefix Concept.
Suffix হলো এমন কিছু শব্দগুচ্ছ যার নিজস্ব কোনো মানে নেই। কিন্তু অন্য শব্দের সাথে যুক্ত হয়ে নতুন অর্থ প্রদান করতে পারে। যেমনঃ Live(Verb) এর অর্থঃ বাস করা। এর সাথে suffix হিসেবে যোগ করলে নতুন একটি শব্দ সৃষ্টি হয় সেটি হচ্ছে Livelihood(Noun)। এর মানে জীবিকা। খেয়াল করেছো যে, আমরা সহজেই Verb কে Noun এ রূপান্তর করে ফেললাম।
চলো কিছু Suffix শিখে নিই যেগুলো শব্দের শেষে থাকলে শব্দটি নিজে এককভাবে Noun হিসেবে গণ্য হবে-
-hood, -dom, -ment, -ness, -my, -age, -ee, -ure, -tude, -cy, -ny, -tur,-ar,-er,-phy,-ling/-ing, -ty, -gy, -ism,-ry,-mony, -ock, -let, -kin,-ship, -red, -ant,-ice,-sy,-th, -phobia.
চলো কিছু Suffix শিখে নিই যেগুলো শব্দের শেষে থাকলে শব্দটি নিজে এককভাবে Adjective হিসেবে গণ্য হবে-
-ible/-ble , -less , -ish , -ian, -ary/-ry , -ive, -ful, -ar, -al, -ane, -in, -id , -ile , -ic , -squ , -lent, -ous/ose, -ate , -y, -ed, -en
দেখো, এখানে extraordinary শব্দের শেষে Suffix হিসেবে –ry বা –ary যুক্ত আছে। তাই এটি Adjective হয়েছে।
আরও শিখতে চাইলে নিচের অংশ পড়ো-
Extraordinary এর কিছু Synonym শিখে রাখা যেতে পারে। কারণ মনে রেখো, আজকে মেডিকেলে যা অপশন, আগামীকাল তা প্রশ্ন!
Extraordinary : Exceptional, Marvellous, Astounding, Unusual , Amazing
3. All spoke in his favour. Here the word ‘All’ is a/an-
Edit
Topic: Pronoun
Explaination: আমরা জানি,বাক্যের Subject এর স্থানে Noun বা Pronoun বসে। এখানে All বা সকলেই কিন্তু Specific মানুষের পরিবর্তে বসেছে তাই এটি একটি Pronoun.
Extra Info:
Types of Pronoun
গঠন গত দিক থেকে Pronoun আট প্রকার -
(a) Personal - I, thou, you, he, she, hers, ours, they, etc.
(b) Reflexive - Myself, thyself, himself, our self, yourself, them self, etc.
(b) Demonstrative - This, that, this, those, such, so, etc.
(c) Interrogative - Who, which, what, why, when, etc.
d) Relative - Who, which, what, as, whoever, whatever, whichever, etc.
(e) Distributive - Each, either, neither, every, etc.
(f) Indefinite - One, any, some, many, much, few, little, bit, etc.
(g) Reciprocal - Each other, one another.
4. Which one is the correct form of sentence?
Edit
Topic: Number
Explaination: এখানে মূলত তোমার Singular এবং Plural Number নিয়ে বেসিক আইডিয়া আছে কিনা সেটা যাচাই করা হবে।
আমরা প্রায়ই যে ভুলটা করি তা হলো- শব্দের শেষে s থাকলেই থাকে Plural Noun বা Plural Subject হিসেবে গণ্য করি এবং সেই অনুসারে Plural Verb বসাই। কিন্তু শব্দের শেষে s থাকলেই সেটি Plural নাও হতে পারে।
এখানে, Mathematics শব্দটি গণিত বিষয়কে বোঝায় যা একটি Singular Noun এবং বাক্যে Singular Subject হিসেবে ব্যবহৃত হয়। এজন্য Verb টিও হবে Singular.
Options B,C,D তে Plural Verb হিসেবে are ব্যবহৃত হয়েছে। যেহুতু Mathematics একটি Singular Noun সেহুতু এর সাথে Plural Verb কখনোই বসবে না। তাই উত্তর হিসেবে Options B,C,D হবে না। Mathematics এর সাথে is হবে। তাহলে এক্ষেত্রে Option (A) হলো সঠিক উত্তর।
Extra Info:
Mathematics এর মতো দেখতে আরো কিছু Noun রয়েছে যারা দেখতে Plural কিন্তু প্রকৃতপক্ষে তারা Singular Noun এবং এদের পরে Singular Subject বসে। এরকম কিছু আরো Singular Noun হলো-
Physics, Economics, Civics, News, Means , News , Measles , Innings , Mumps , Wages , Gallows, Statistics. এরা Subject হিসেবে বসলে সবসময় Singular Subject হিসেবে গণ্য হবে এবং Verb ও হবে Singular.
5. He was wise enough to accept the other. Here enough is-
Edit
Topic: Adverb
Explaination: এখানে enough শব্দটি wise শব্দটিকে Modify করেছে। Wise(জ্ঞানী) হলো Adjective. আমরা জানি, Adjective, Verb, Adverb কে Modify করে Adverb. তাই এখানে “ Enough” শব্দটি হলো Adverb.
Extra Info:
Enough শব্দটি Adjective হিসেবেও ব্যবহৃত হতে পারে। যেমনঃ
I have enough money.
এখানে money হলো Noun. আমরা জানি, Noun এর Adjective বসে Noun কে Modify করে। এজন্য “enough” শব্দটি Adjective.
6. What is the adjective form of the word ‘home’?
Edit
Topic: Adjective
Explaination: শব্দের সাথে Suffix হিসেবে –ly যুক্ত থাকলে সেটি Adjective কিংবা Adverb হতে পারে।যেমন
কখন Adjective আর কখন Adverb হবে?
Noun+ly= Adjective.যেমনঃ Friendly, Homely, Fatherly, Motherly, Lonely.
এখানে, Friendly= Friend+ly.এখানে Friend হলো Noun. এর সাথে –ly যুক্ত হয়ে Friendly শব্দটি গঠিত হয়েছে যা একটি Adjective
Adjective+ly= Adverb. যেমনঃweakly, absoluately, softly
এখানে, Soft+-ly=Softly. এখানে,Soft(নরম) কোনো বস্তুর অবস্থা প্রকাশ করছে। তাই এটি হলো Adjective. আর Adjective এর সাথে –ly যুক্ত হয়ে Softly শব্দটি Adverb হয়েছে।
7. The word ‘right’ has been used as a verb in which of the following sentences?
Edit
Topic: Verb
Explaination: চলো আমরা Option গুলো Analysis করি এবং প্রয়োজনীয় বেসিক শিখে নিইঃ
Option:A- It is a matter of right.( অর্থঃ এটি অধিকারের বিষয়)
এখানে, Right শব্দটি Object এর স্থানে বসেছে। আমরা জানি, Object এর স্থানে বসতে পারে Noun বা Pronoun. সুতরাং, Right এখানে Noun। Right যেহুতু কারো পরিবর্তে বসে নি, তাই Right শব্দটি Pronoun নয়।
Option:B- He is the right man for the job.( অর্থঃ কাজটির জন্য তিনিই সঠিক ব্যাক্তি)
এখানে, Man(Noun) এর আগে right শব্দটি বসেছে। আমরা জানি, কোনো শব্দ যদি Noun এর আগে বসে Noun কে Modify করে অর্থাৎ Noun সম্পর্কে কোনো Extra তথ্য দেয় তবে সেটি হলো Adjective. সুতরাং, এখানে right হলো Adjective.
Option:C - Serve him right.(অর্থ- তাকে সঠিকভাবে সেবা দাও)
এখানে, Right শব্দটি “Serve” কে Modify করেছে।Serve এখানে একটি Verb.আমরা জানি, Adjective, Adverb এবং Verb কে Modify করতে পারে Adverb. যেহুতু এখানে verb কে Modify করেছে Right. তাই Right শব্দটি এখানে হলো Adverb.
Option: D- It is such a fault that it will right itself.(অর্থঃ এটি এমন একটি ত্রুটি যা আপনা আপনি ঠিক হয়ে যাবে)
এখানে, right শব্দের অর্থ ঠিক হয়ে যাওয়া এবং এর আগে Auxiliary Verb হিসেবে will বসেছে। তাই এখানে right শব্দটি verb হিসেবে ব্যবহৃত হয়েছে।
8. Which one of the following is not a noun?
Edit
Topic: Noun
Explaination: এ প্রশ্নটি আমরা সহজেই একটি ট্রিকসের মাধ্যমে সমাধান করতে পারি। সেটি হলো Suffix, Prefix Concept.
Concept:
Suffix হলো এমন কিছু শব্দগুচ্ছ যার নিজস্ব কোনো মানে নেই। কিন্তু অন্য শব্দের সাথে যুক্ত হয়ে নতুন অর্থ প্রদান করতে পারে। যেমনঃ Live(Verb) এর অর্থঃ বাস করা। এর সাথে suffix হিসেবে যোগ করলে নতুন একটি শব্দ সৃষ্টি হয় সেটি হচ্ছে Livelihood(Noun)। এর মানে জীবিকা। খেয়াল করেছো যে, আমরা সহজেই Verb কে Noun এ রূপান্তর করে ফেললাম।
চলো কিছু Suffix শিখে নিই যেগুলো শব্দের শেষে থাকলে শব্দটি নিজে এককভাবে Noun হিসেবে গণ্য হবে-
-hood, -dom, -ment, -ness, -my, -age, -ee, -ure, -tude, -cy, -ny, -tur,-ar,-er,-phy,-ling/-ing, -ty, -gy, -ism,-ry,-mony, -ock, -let, -kin,-ship, -red, -ant,-ice,-sy,-th, phobia.
Option A, B,C তিনটিতেই Noun Suffix রয়েছে। তাই এগুলো উত্তর হবে না। উত্তর হবে D
Deep Basic:
শব্দের সাথে Suffix হিসেবে –ly যুক্ত থাকলে সেটি Adjective কিংবা Adverb হতে পারে।যেমন
কখন Adjective আর কখন Adverb হবে?
Noun+ly= Adjective.যেমনঃ Friendly, Homely, Fatherly, Motherly, Lonely.
এখানে, Friendly= Friend+ly.এখানে Friend হলো Noun. এর সাথে –ly যুক্ত হয়ে Friendly শব্দটি গঠিত হয়েছে যা একটি Adjective
Adjective+ly= Adverb. যেমনঃweakly, absoluately, softly
এখানে, Soft+-ly=Softly. এখানে,Soft(নরম) কোনো বস্তুর অবস্থা প্রকাশ করছে। তাই এটি হলো Adjective. আর Adjective এর সাথে –ly যুক্ত হয়ে Softly শব্দটি Adverb হয়েছে।
9. In which of the following sentences ‘but’ is used as preposition?
Edit
Topic: Preposition
Explaination: চলো আমরা Options গুলো Analysis করি এবং প্রয়োজনীয় Basic শেখার মাধ্যমে প্রশ্নটি সমাধান করি-
Option:A- We tried hard but did not succeed. এখানে, but শব্দটি conjunction হিসেবে ব্যবহৃত হয়েছে।
Conjunction কিভাবে বুঝবো?
Conjunction is a joiner; a word that connects (conjoins) parts of a sentence.
We tried hard but did not succeed. এই বাক্যটিতে “but” একটি Sentence দুটি অংশকে একত্রিত করেছে না? হ্যাঁ, করেছে। এজন্যই এখানে but হলো Conjunction
Option: B- There is no one but likes him. এখানে,but হলো Relative Pronoun.
Relative Pronoun কিভাবে বুঝবো?
এখানে, but বাক্যের মাঝে বসে দুইটি অংশের মধ্যে Relation স্থাপন করেছে। তাই এটি Relative Pronoun হিসেবে ব্যবহৃত হয়েছে।
Option: C- None but the brave deserves the fair. এখানে but শব্দটি preposition হিসেবে ব্যবহৃত হয়েছে।
কীভাবে বুঝবো Preposition??
যে শব্দ Noun /PRonounএর আগে বসে Noun/pronoun এর সাথে সম্পর্ক সাধন করে অথবা Noun/ Pronounকে বাক্যে অর্থপূর্ণ ভাবে যোগ করে তাকে Preposition বলে। যেমনঃ
He sat beside Rahim. (Beside= Preposition)
এখানে, beside শব্দটি Noun অর্থাৎ Rahim এর আগে বসে Rahim(Noun) কে বাক্যে অর্থপূর্ণভাবে যোগ করেছে। কারণ beside শব্দ ব্যতীত বাক্যটি দাঁড়ায়- He sat Rahim. এখানে কিন্তু Rahim এর সাথে বাক্যে কোনো অর্থপূর্ণ সম্পর্ক স্থাপিত হচ্ছে না। এখানে Beside বসালে সে Rahim কে বাক্যে অর্থপূর্ণভাবে যোগ করছে। এজন্য এখানে beside হলো Preposition.
Option: D- It is but right to admit our faults.এখানে but শব্দটি Adverb হিসেবে ব্যবহৃত হয়েছে।
কীভাবে বুঝবো Adverb?
It is but right to admit our faults.এখানে right হলো verb. আমরা জানি, verb, adjective,adverb কে Modify অর্থাৎ তার সম্পর্কে extra info দিতে পারে Adverb. তাই এখানে, but হলো Adverb
10. The teacher has repeated herself twice. Here ‘twice’ is-
Edit
Topic: Adverb
Explaination: সযে সকল WORD VERB, ADJECTIVE বা অন্য কোন ADVERBকে MODIFY বা QUALIFY করে তাদেরকে ADVERB বলে। এখানে “REPEAT” VERB কে MODIFY করেছে TWICE.এজন্যই TWICE হলো ADVERB
Tricks:
Adverb denotes “MPTR”. যেখানে- M=Manner(কোনো কাজ করার ধরণ),
P=Place(কোনো স্থান)
T=Time(সময়)
R=Reason (কারণ)
এখানে Twice(দ্বিতীয়বার) কিন্তু সময় বা সময়ের মাত্রাকেই বুঝাচ্ছে । এজন্য Twice হলো Adverb
Adverb চেনার উপায়ঃ
মূলত ক্রিয়াকে কোথায় (Where?), কখন (When?), কিভাবে (How?), কেমন (How?), কেন (Why?) ইত্যাদি প্রশ্নের উত্তর সর্বদাই Adverb হয়।যেমনঃ
she will come late
এখানে main verb- Come কে When বা কখন দিয়ে প্রশ্ন করলে উত্তরে “Late” শব্দটি পাওয়া যায়। সুতরাং, এটি একটি Adverb.
জেনে রাখা ভালো:
Simple or Independent Adverbs এর একটি প্রকারভেদ হলো- Adverb of Frequency. Verb বা ক্রিয়াকে “How often” বা “কতবার” দিয়ে প্রশ্ন করলে উত্তরে Adverb of Frequency পাওয়া যায়। প্রশ্নের বাক্যটির মূল ক্রিয়াকে How often দিয়ে প্রশ্ন করলে উত্তরে Twice পাওয়া যায়। তাই এটি Adverb of Frequency.এরকম আরো কিছু Adverb of Frequency হলো-Often, Seldom, Rarely, Hardly,Occasionally,Ever etc.VERB
11. Which of the following can be used as a ‘modal’ as well as ‘main’ verb?
Edit
Topic: Verb
Explaination: Need' Principal ও Auxiliary উভয় Verb-রূপে ব্যবহৃত হয়।
Need যখন Positive অর্থ দেয় তখন তা main verb হিসেবে ব্যবহৃতহয়। যেমন: He needs to do the work.
আর Need যখন Negative অর্থ দেয় তখন তা modal verb হিসেবেব্যবহৃত হয়। যেমন: He need not do the work.
অতএব প্রশ্নটির সঠিক উত্তর (a)
Extra Info:
'Need' main verb হলে এর পর 'to' infinitive বসে।কিন্তু 'Need not' এর পর 'to' infinitive বসে না।
12. Father loves me. Here ‘loves’ is an example of–
Edit
Topic: Verb
Explaination:
Transitive verb: যে verb একাকী Sentence এর সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে না, অর্থকে সম্পূর্ণরূপে প্রকাশ করতে হলে অন্য কোনো word এর সাহায্য গ্রহণ করতে হয় তাকে Transitive verb বলে।
অন্য কথায়, Sentence এ ব্যবহৃত যে সব verb এর object (কর্ম) থাকে তাদেরকে Transitive verb বলে। যেমন:
Tricks:
মূল Verb কে “কী”/”কাকে” দিয়ে প্রশ্ন করলে যা উত্তর পাওয়া যায় সেটিই হলো Object.
• He drinks. (সে পান করে।)
ওপরের Sentence টিতে ব্যবহৃত 'drink' verb টি সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে না। প্রশ্ন ওঠে "সে কী পান করে? এর সম্পূর্ণ অর্থ প্রকাশ করার জন্য অন্য word এর সাহায্য প্রয়োজন। যেমন:
He drinks water.
এখানে 'drink' verb-টি water শব্দটি গ্রহণ করার পর সম্পূর্ণ অর্থ প্রকাশ করে। তাই drink Transitive verb আর water উক্ত verb টির object.
ঠিক সেভাবেই,
Father loves me(বাবাকে আমাকে ভালোবাসে)
এখন যদি প্রশ্ন করি- বাবা কাকে ভালোবাসে? উত্তরঃ আমাকে(me).
এজন্যই এখানে “love” হলো Transitive Verb
অতএব প্রশ্নটির সঠিক উত্তর (c)
13. 'He could not win but learnt a lot.' Which part of speech is the word "but?
Edit
Topic: Conjunction
Explaination: 'He could not win but learnt a lot' sentence-টির দুইটি অংশ বা Clause এর সংমিশ্রণে তৈরি হয়েছে । 'He could not win' এবং '(he) learnt a lot 'but' দ্বারা যুক্ত হয়েছে। বাক্যটিতে 'but' দুটো clause কে যুক্ত করায় conjunction হিসেবে ব্যবহৃত হয়েছে।
Extra Info:
But এর বিভিন্ন ব্যবহার:
None but the brave deserves the fair, (Preposition)
He tried hard but did not succeed. (Conjunction)
There is no mother but loves her child. (Negative relative)
It is but right to admit our faults. (Adverb)
But me no buts. (Verb, Noun)
14. What kind of noun is 'river'?
Edit
Topic: Noun
Explaination: যে Noun কোন একটি নির্দিষ্ট ব্যক্তি বা স্থানকে না বুঝিয়ে একজাতীয় সকলকে বুঝায় তাকে Common Noun বা জাতি বাচক বিশেষ্য বলে।
যেমন: city, village, school, college, river, sea, hill etc.
Extra Info :
• Option :A) Material Noun : যে সকল noun দ্বারা কোন পদার্থের পৃথিবীতে বিদ্যামান সম্পূর্ণ অস্তিত্বকে অবিভাজ্যভাবে বোঝায় এবং যাদেরকে সংখ্যা দ্বারা গণনা করা যায় না কিন্তু একক দ্বারা পরিমাপ করা যায় তাদেরকে material noun বলে।
Example: diamond, iron, gold, water, oil, rice, pape milk, salt, brick ইত্যাদি।
• Option : B) Collective Noun : যে সকল Noun কোন সমজাতীয় কিছু ব্যক্তি, বস্তু বা প্রাণীর সমষ্টিকে বোঝায় তাদেরকে Collective Noun বলে।
যেমনঃ Mob (উচ্ছৃঙ্খল জনতা), Navy (নৌবাহিনী) Flock ( ঝাঁক), Fleet (নৌ-বহর), Gang (ডাকাতের দল)
• Option : C) Proper Noun : কোনো নির্দিষ্ট ব্যক্তি বা স্থানের নির্দিষ্ট নামকে Proper Noun বলা হয়।যেমনঃ Sylhet.অনেক স্থানের মধ্যে একটি নির্দিষ্ট স্থানের নাম Sylhet । এটি ঐ জায়গার নিজস্ব নাম। তাই Sylhet হলো Proper Noun
15. Which gender is the word 'orphan'?
Edit
Topic: Noun
Explaination: Orphan শব্দটির অর্থ যে শিশুর বাবা-মা মৃত। Orphan শব্দ দ্বারা এতিম শিশুকে বোঝায়, শিশুর বেলায় gender মুখ্য নয়। সুতরাং, orphan শব্দটি common gender.
Extra Info :
কিছু Common Gender এর উদাহরণ-
Baby, Child, Driver , Parents , Singer , Teacher
, ADJECTIVE বা অন্য কোন
MODIFY বা QUALIFY করে তাদেরকে ADVERB