Exam
Question View - Combined Chapter Final
1. রক্তের Potential of Hydrogen এর গড় মান কত?
Edit
Topic:
Explaination: রক্তের pH মাত্রা 7.35 – 7.45। গড়ে 7.40।
2. রক্তের Plasma protein নয় কোনটি?
Edit
Topic:
Explaination: রক্তের প্লাজমা প্রোটিন সমূহ - Albumin, Prothrombin, Fibrinogen, Globulin।
3. নিচের কোনটি হাইড্রোজেন সালফাইড গ্যাস উৎপন্ন করে?
Edit
Topic:
Explaination: লোহিত রক্ত কণিকা হাইড্রোজেন সালফাইড গ্যাস উৎপন্ন করে যা রক্তনালীর সংকোচনের জন্য সংকেত প্রদান করে।
4. রক্তকে রক্তনালীর মধ্যে জমাট বাধতে বাধা প্রদান করে নিচের কোনটি?
Edit
Topic:
Explaination: বেসোফিল হেপারিন নিঃসরণ করে, যা এন্টি কোয়াগুলেন্ট হিসাবে রক্তনালীতে রক্ত জমাট রোধ করে।
5. নিচের কোনটি দেহের আণুবীক্ষণিক সৈনিক?
Edit
Topic:
Explaination: লিম্ফোসাইট এন্টিবডি সৃষ্টি করে রোগ প্রতিরোধ করে। এজন্য এদেরকে আনুবীক্ষণিক সৈনিক বলে।
6. হৃদপিন্ডের কোন স্তর কপাটিকাসমূহ ঢেকে রাখে?
Edit
Topic:
Explaination: এন্ডোকার্ডিয়াম হৃদপিন্ডের অন্তপ্রকোষ্ঠ গঠন করে, হৃদ কপাটিকা সমূহ ঢেকে রাখে এবং রক্তবাহিকার সাথে হৃদপিন্ডের অবিচ্ছিন্ন সংযোগ ঘটায়।
7. করোনারি সাইনাস ও ডান অ্যাট্রিয়ামের সংযোগস্থলে কোন কপাটিকা থাকে?
Edit
Topic:
Explaination: করোনারি সাইনাস ও ডান অ্যাট্রিয়ামের সংযোগস্থলে থিবেসিয়ান বা করোনারি কপাটিকা থাকে।
8. DUB সদৃশ শব্দের সৃষ্টি হয় কার্ডিয়াক চক্রের কোন ধাপে?
Edit
Topic:
Explaination: DUB সদৃশ শব্দের সৃষ্টি হয় ভেন্ট্রিকলের ডায়াস্টোলে। এবং লাব সদৃশ শব্দের সৃষ্টি হয় ভেন্ট্রিকলের সিস্টোলে।
9. AV Nodal Delay কত সেকেন্ড?
Edit
Topic:
Explaination: SAN থেকে AVN এ উদ্দীপনা পরিবহনে ০. ৩ সেকেন্ড সময় লাগে। AVN এ আগত উদ্দীপনা ০. ০৯ সেকেন্ড দেরি করে একে AV Nodal Delay বলে।
10. সুস্থ মানুষের স্বাভাবিক ডায়াস্টলিক চাপ কত?
Edit
Topic:
Explaination: সুস্থ মানুষের ডায়াস্টোলিক চাপ 60-89 mmHg
এবং স্বাভাবিক সিস্টোলিক চাপ 100-139 mmHg।
11. সিস্টেমিক সংবহন শুরু হয় কোথা থেকে?
Edit
Topic:
Explaination: যে সংবহনে রক্ত বাম ভেন্ট্রিকল থেকে বিভিন্ন রক্ত বাহিকার মাধ্যমে অঙ্গ গুলোতে পৌঁছায় এবং অঙ্গ থেকে ডান অ্যাট্রিয়ামে ফিরে আসে তাকে সিস্টেমিক সংবহন বলে।
12. সিস্টেমিক সংবহনে কত সময় লাগে?
Edit
Topic:
Explaination: হৃদপিন্ড থেকে রক্ত প্রবাহিত হয়ে পুনরায় হৃদপিন্ড ফেরত আসতে সিস্টেমিক সংবহন এর সময় লাগে ২৫-৩০ সেকেন্ড।
13. হৃদপেশী যখন O2 সমৃদ্ধ পর্যাপ্ত রক্ত সরবরাহ পায় না তখন তাকে কি বলে?
Edit
Topic:
Explaination: হৃদপেশী যখন O2 সমৃদ্ধ পর্যাপ্ত রক্ত সরবরাহ পায় না তখন তাকে কি Angina বা Angina pectoris (হৃদশূল) বলে।
14. হার্ট ফেইলিওর সম্পর্কে নিশ্চিত হওয়া যায় কোন পরীক্ষার মাধ্যমে?
Edit
Topic:
Explaination: Brain Natriuretic Peptide (BNP) পরীক্ষার মাধ্যমে হার্ট ফেইলিওর সম্পর্কে নিশ্চিত হওয়া যায়।
15. ত্রি-প্রকোষ্ঠী পেসমেকারে বিদ্যুৎ তরঙ্গ বাহিত হয় না কোনটিতে?
Edit
Topic:
Explaination: ত্রি-প্রকোষ্ঠী পেসমেকারে বিদ্যুৎ তরঙ্গ বাহিত হয় ডান অ্যাট্রিয়াম, ডান ভেন্ট্রিকল ও বাম ভেন্ট্রিকলে।
16. Tissue (কলা) গঠনকারী কোষের বিভাজন অনুসারে সব ধরণের টিস্যুকে কয় ভাগে ভাগ করা হয়?
Edit
Topic:
Explaination: Tissue (কলা) গঠনকারী কোষের বিভাজন অনুসারে সব ধরণের টিস্যুকে ২ ভাগ্যে ভাগ করা হয়। যথাঃ ১। ভাজক টিস্যু ২। স্থায়ী টিস্যু
17. নিচের কোনটি ভাজক টিস্যুর বৈশিষ্ট্য?
Edit
Topic:
Explaination: ভাজুক টিস্যুর,
- কোষপ্রাচীর পাতলা ,
- সাইটোপ্লাজম ঘন ও দানাদার,
- অপরিণত কোষ দ্বারা গঠিত,
18. ঘাস জাতীয় উদ্ভিদ, পাইন, হর্সটেইল প্রভৃতি পত্রমূলে কোন ধরনের ভাজক টিস্যু বিদ্যমান?
Edit
Topic:
Explaination: ঘাস জাতীয় উদ্ভিদ, পাইন, হর্সটেইল প্রভৃতি পত্রমূলে নিবেশিত ভাজক টিস্যু বিদ্যমান।
19. উদ্ভিদের ঘনত্ব বৃদ্ধি পায় কোন ধরণের ভাজক টিস্যুর মাধ্যমে?
Edit
Topic:
Explaination: উদ্ভিদের ঘনত্ব বৃদ্ধি পায় Mass meristem বা মাস ভাজক টিস্যুর মাধ্যমে।
20. নিচের কোনটি প্র্যোক্যাম্বিয়াম থেকে উৎপন্ন হয় না?
Edit
Topic:
Explaination: জাইল্যাম্ব, ফ্লোয়েম, ক্যাম্বিয়াম সৃষ্টিকারী ভাজক টিস্যুই হলো প্রোক্যাম্বিয়াম।
21. স্থায়ী টিস্যুর (Permanent tissue) কাজ নয় নিচের কোনটি?
Edit
Topic:
Explaination: ক্ষতস্থান পূরণ ভাজক টিস্যুর কাজ।
22. কোন গোত্রীয় উদ্ভিদের পত্রত্বকে মাইরোসিন কোষ থাকে?
Edit
Topic:
Explaination: সরিষা গোত্রীয় উদ্ভিদের পত্রত্বকে মাইরোসিন কোষ থাকে।
23. Actinocytic পত্ররন্ধ্রে রক্ষীকোষের (guard cell) সংখ্যা কতটি?
Edit
Topic:
Explaination: Actinocytic পত্ররন্ধ্রে রক্ষীকোষের (guard cell) সংখ্যা দুইটি। সব ধরণের পত্ররন্ধ্রেই দুইটি করে রক্ষীকোষ থাকে। তবে সহকারী বা সাবসিডিয়ারি কোষ এর সংখ্যা ভিন্ন হয়। এবং Actinocytic পত্ররন্ধ্রে অসংখ্যপত্র রন্ধ্র থাকে।
24. ত্বকীয় টিস্যুতন্ত্র (Epidermal tissue system) কোন ধরণের টিস্যুর সমন্বয়ে গঠিত?
Edit
Topic:
Explaination: ত্বকীয় টিস্যুতন্ত্র (Epidermal tissue system) সাধারণত একসারি প্যারেনকাইমা টিস্যুর সমন্বয়ে গঠিত।
25. বিশেষ উদ্ভিদসমূহের কোন অংশে পানিপত্ররন্ধ থাকে?
Edit
Topic:
Explaination: বিশেষ উদ্ভিদসমূহের পাতায় পানিপত্ররন্ধ বা হাইডাথোড থাকে।
26. হাইডাথোড দিয়ে পানি কোন প্রক্রিয়ায় তরল আকারে বের হয়ে যায়?
Edit
Topic:
Explaination: হাইডাথোড দিয়ে পানি গ্যাটেশন বা নিস্রাবন (Guttation or Exudation) প্রক্রিয়ায় তরল আকারে বের হয়ে যায়
27. উদ্ভিদেরর মূলের কোন অংশে casperian strip পাওয়া যায়?
Edit
Topic:
Explaination: উদ্ভিদেরর মূলের অন্তঃত্বকে casperian strip পাওয়া যায়। ক্যাসপেরিয়ান স্ট্রিপ সুবেরিন ও লিগনিন দ্বারা গঠিত।
28. Pericycle এর কাজ নয় নিচের কোনটি?
Edit
Topic:
Explaination: পেরিসাইকেলের কাজ হলো খাদ্য সঞ্চয় করা, পার্শ্বমূল সৃষ্টি করা, কাণ্ডে অস্থানিক মূল সৃষ্টি করা। মূলজ চাপ নিয়ন্ত্রণ করা অন্তঃত্বকের কাজ।
29. দ্বিবীজপত্রী উদ্ভিদের মূলে জাইলেম বা ফ্লোয়েম বান্ডল-এর সংখ্যা কত?
Edit
Topic:
Explaination: দ্বিবীজপত্রী উদ্ভিদের মূলে জাইলেম বা ফ্লোয়েম বান্ডল-এর সংখ্যা ২-৪ টি। একবীজপত্রী উদ্ভিদের মূলে এদের সংখ্যা ৬ এর বেশি।
30. বদ্ধ সমপার্শীয় ভাস্কুলার বান্ডল পাওয়া যায় নিচের কোন ধরণের উদ্ভিদের কান্ডে?
Edit
Topic:
Explaination: বদ্ধ সমপার্শীয় ভাস্কুলার বান্ডল পাওয়া যায় একবীজপত্রী উদ্ভিদের কান্ডে।
31. Respiratory passage এর কোন অংশে Adam's Apple অবস্থান করে?
Edit
Topic: মানুষের শ্বসনতন্ত্র, শ্বসন ও শ্বাসক্রিয়া, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: স্বরযন্ত্র (larynx) কয়েকটি তরুণাস্থি (থাইরয়েড, অ্যরিটিনয়েড, ক্রিকয়েড) গঠিত। এগুলোর মধ্যে থাইরয়েড তরুণাস্থি সবচেয়ে বড় এবং গলার সামনে হয়ে ওঠে (পুরুষে) হাত দিলে এর অবস্থান বাইরে থেকে বোঝা। এবং দেখা যায় একে Adam's Apple বলে।
32. নিচের কোনটির প্রাচীরে Olfactory cell বিদ্যমান?
Edit
Topic: মানুষের শ্বসনতন্ত্র, শ্বসন ও শ্বাসক্রিয়া, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: nasal cavity (নাসা গহ্বর) এর প্রাচীরে সিলিয়া যুক্ত মিউকাস ক্ষরণকারী ও অলফ্যাক্টরি কোষ থাকে।
33. স্বরযন্ত্রের কোন cartilage (তরুণাস্থি) সবচেয়ে বড়?
Edit
Topic: মানুষের শ্বসনতন্ত্র, শ্বসন ও শ্বাসক্রিয়া, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: স্বরযন্ত্র (larynx) কয়েকটি তরুণাস্থি (থাইরয়েড, অ্যরিটিনয়েড, ক্রিকয়েড) গঠিত। এগুলোর মধ্যে থাইরয়েড তরুণাস্থি সবচেয়ে বড়।
34. বাম ফুসফুসে lobar bronchus কয়টি?
Edit
Topic: মানুষের শ্বসনতন্ত্র, শ্বসন ও শ্বাসক্রিয়া, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: প্রাইমারি ব্রঙ্কাস বিভক্ত হয়ে প্রত্যেক লোবের জন্য একটি করে সেকেন্ডারি ব্রঙ্কাস (lobar bronchus) গঠন করে। (ডান ফুসফুসে ৩ টি, বাম ফুসফুসে ২টি)।
35. প্রতিবার নিশ্বাস প্রশ্বাসের সময় যে পরিমাণ বায়ু ফুসফুসে ঢুকে কিংবা ফুসফুস থেকে বের হয়ে যায় তাকে কি বলে?
Edit
Topic: প্রধান শব্দ ভিত্তিক সারসংক্ষেপ, শ্বসন ও শ্বাসক্রিয়া, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: প্রতিবার নিশ্বাস প্রশ্বাসের সময় যে পরিমাণ বায়ু ফুসফুসে ঢুকে কিংবা ফুসফুস থেকে বের হয়ে যায় তাকে tidal volume বা বায়ুমাত্রা বলে।
36. স্বরযন্ত্র (larynx) কয়টি স্বররজ্জু (vocal cord) নিয়ে গঠিত?
Edit
Topic: মানুষের শ্বসনতন্ত্র, শ্বসন ও শ্বাসক্রিয়া, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: স্বরযন্ত্র (larynx) ছয়টি স্বররজ্জু (vocal cord) নিয়ে গঠিত।
37. সার্ফেকট্যান্ট পৃষ্ঠতলের টান (surface tension) -
Edit
Topic: অ্যালভিওলাসের গঠন, শ্বসন ও শ্বাসক্রিয়া, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: সার্ফেকট্যান্ট পৃষ্ঠতলের টান (surface tension) হ্রাস করে অ্যালভিওলাসকে চুপসে যাওয়া থেকে রক্ষা করে।
38. অ্যালভিওলাস প্রাচীরের কোন কোষ সার্ফেকট্যান্ট থেকে ক্ষরিত হয়?
Edit
Topic: অ্যালভিওলাসের গঠন, শ্বসন ও শ্বাসক্রিয়া, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: অ্যালভিওলাস প্রাচীরের সেপ্টাল কোষ (Septal cell) থেকে সার্ফেকট্যান্ট ক্ষরিত হয়।
39. অ্যালভিওলাসের ব্যবধায়ক পর্দা কোনটি?
Edit
Topic: ব্যবহারিক, শ্বসন ও শ্বাসক্রিয়া, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: অ্যালভিওলাই গুলো ট্র্যাবেকুলি নামক ব্যবধায়ক পর্দার মাধ্যমে পৃথক থাকে।
40. পূর্ণ বয়স্ক সুস্থ মানুষের বিশ্রাম কালে শ্বসন হার কত?
Edit
Topic: প্রশ্বাস - নিঃশ্বাস কার্যক্রম, শ্বসন ও শ্বাসক্রিয়া, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: পূর্ণ বয়স্ক সুস্থ মানুষের বিশ্রাম কালে শ্বসন প্রতি মিনিটে ১৪ - ১৮ বার এবং নবজাতক ৪০ বার সংগঠিত হয়।
41. প্রশ্বাসের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক নয়?
Edit
Topic: প্রশাস নিঃশ্বাস কার্যক্রম, শ্বসন ও শ্বাসক্রিয়া, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: প্রশ্বাসের সময় ইন্টারকোস্টাল পেশীর সংকোচনের ফলে দেহ উত্তোলিত হয়।
42. মস্তিস্কে অবস্থিত কয়টি কেন্দ্র থেকে শ্বাসক্রিয়া নিয়ন্ত্রিত হয়?
Edit
Topic: প্রশাস নিঃশ্বাস নিয়ন্ত্রণ, শ্বসন ও শ্বাসক্রিয়া, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: মস্তিষ্ক অবস্থিত চারটি কেন্দ্র থেকে শ্বাসক্রিয়া নিয়ন্ত্রিত হয়। পনসের পার্শ্বদেশ অবস্থিত একজোড়া স্নায়ু কেন্দ্র এবং মেডুলা অবলঙ্গাটা এর পার্শ্বদেশে অবস্থিত এক জোড়া স্নায়ু কেন্দ্র প্রশ্বাস নিঃশ্বাস নিয়ন্ত্রণ করে।
43. কোন স্নায়ুর মাধ্যমে কাশি (coughing) প্রতিবর্তী ক্রিয়ার উদ্ভব ঘটে?
Edit
Topic: শ্বসন অঙ্গে প্রতিবর্ত ক্রিয়া, শ্বসন ও শ্বাসক্রিয়া, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: ট্রাকিয়া বা শ্বাসনালীতে বহিরাগত কোন পদার্থ প্রবেশ করলে এর মিউকাস পর্দা উদ্দীপিত হয়ে ভেগাস স্নায়ুর (Vagus nerve) মাধ্যমে কাশি (coughing) প্রতিবর্তী ক্রিয়ার উদ্ভব ঘটায়।
44. মোট কার্বন ডাই অক্সাইড এর কত ভাগ ভৌত দ্রবনরূপে পরিবাহিত হয়?
Edit
Topic: গ্যাসীয় পরিবহন, শ্বসন ও শ্বাসক্রিয়া, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: কিছু পরিমাণ (৫%) কার্বন ডাই অক্সাইড রক্ত রসের পানির সাথে বিক্রিয়া করে কার্বনিক এসিড গঠন করে।
45. কোন ব্যাকটেরিয়ার কারণে সাইনুসাইটিস হয়?
Edit
Topic: সাইনুসাইটিস, শ্বসন ও শ্বাসক্রিয়া, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: কিছু ব্যাকটেরিয়ার আক্রমণে সাইনুসাইটিস হতে পারে যেমন: Streptococcus, pneumoniae, Haemophilus influenza।