Exam
Question View - Day 4 - চলন ও অঙ্গচালনা
1. দেহের মৌলিক টিস্যুর মধ্যে সংকোচন-প্রসারণক্ষম ও অসংখ্য তন্তুর সমন্বয়ে গঠিত টিস্যু ভ্রূণীয় কোন স্তর থেকে উদ্ভুত?
Edit
Topic:
Explaination: দেহের মৌলিক টিস্যু ৪টি। যথাঃ আবরণী টিস্যু, যোজক টিস্যু, পেশি টিস্যু, স্নায়ু টিস্যু। সংকোচন-প্রসারণক্ষম ও অসংখ্য তন্তুর সমন্বয়ে গঠিত টিস্যু হলো পেশি টিস্যু। পেশি টিস্যু ভ্রুণীয় মেসোডার্ম থেকে উদ্ভুত। [Tricks: মেসোডার্ম হতে- অধিকাংশ পেশি টিস্যু ও যোজক টিস্যু (কঙ্কালতন্ত্র, রক্তসংবহনতন্ত্র, লসিকাতন্ত্র) উদ্ভুত। এক্টোডার্ম হতে- স্নায়ু টিস্যু উদ্ভুত।]
2. সারকোপ্লাজমের মধ্যে পরস্পর সমান্তরালভাবে অবস্থিত অসংখ্য মায়োফাইব্রিল (myofibril) নামক সুক্ষ্ম তন্তু কোন ধরণের কোষীয় কঙ্কাল (Cytoskeleton) দ্বারা গঠিত?
Edit
Topic:
Explaination: গুচ্ছবদ্ধ অ্যাকটিন (actin) ও মায়োসিন (myosin) নামক প্রোটিন ফিলামেন্ট/ মায়োফিলামেন্ট/ মাইক্রোফিলামেন্ট দিয়ে মায়োফাইব্রিল গঠিত। [myo- muscle, Filament a single thread]
3. গঠন, অবস্থান ও কাজের তারতম্যের ভিত্তিতে বিভিন্ন অঙ্গের সঞ্চালনের জন্য দায়ী টিস্যুকে কয়টি শ্রেণিতে ভাগ করা হয়?
Edit
Topic:
Explaination: গঠন, অবস্থান ও কাজের তারতম্যের ভিত্তিতে বিভিন্ন অঙ্গের সঞ্চালনের জন্য দায়ী টিস্যুকে তিনটি শ্রেণিতে ভাগ করা হয়। যথাঃ মসৃণ বা অনৈচ্ছিক পেশি, হৃদপেশি, রৈখিক বা ঐচ্ছিক পেশি।
4. পেশির সাধারণ বৈশিষ্ট্য নয় নিচের কোনটি?
Edit
Topic:
Explaination: পেশির প্রতিটি কোষ সারকোলেমা (sarcolemma) নামক ঝিল্লিতে আবৃত এবং ভিতরের সাইটোপ্লাজম অংশ সারকোপ্লাজম (sarcoplasm) নামে পরিচিত। [sarco- flesh, cyto- cell] । পেশিকোষের সাইটোপ্লাজমে অ্যাকটিন ও মায়োসিন নামক অসংখ্য প্রোটিন ফিলামেন্ট থাকে।
5. নিচের কোন অঙ্গের প্রাচীরের পেশির মায়োফাইব্রিলের কোনো আড়াআড়ি রেখা দেখা যায় না?
Edit
Topic:
Explaination: মসৃণ বা অনৈচ্ছিক বা Visceral পেশির পেশির মায়োফাইব্রিলের কোনো আড়াআড়ি রেখা দেখা যায় না। এ পেশিগুলো আন্তরযন্ত্রীয় (viscera) অঙ্গের প্রাচীরে থাকে। যেমনঃ পৌষ্টিকনালি, রক্তনালি, শ্বাসনালি, মুত্রথলি, জরায়ু প্রভৃতি অঙ্গের প্রাচীরে দেখতে পাওয়া যায়।
6. কোন ধরণের muscle টিস্যু পৌষ্টিকনালিতে খাদ্যবস্তুর মৌলিক চলন প্রক্রিয়া (পেরিস্ট্যালসিস- peristalsis) নিয়ন্ত্রণ করে?
Edit
Topic:
Explaination: Visceral muscle বা Involuntary muscle বা Non-striated muscle এর মাধ্যমে খাদ্যবস্তু পেরিস্ট্যালসিস (peristalsis) প্রক্রিয়ায় পৌষ্টিকনালির উপরের অংশ থেকে নিচের দিকে ধাবিত হয়। এ টিস্যুর সংকোচন-প্রসারণ ক্ষমতা ধীর ও দীর্ঘস্থায়ী।
7. হৃদপেশির কোষগুলোর কোন অংশ ঘন সন্নিবিষ্ট হয়ে বিশেষ ধরণের অনুপ্রস্থ রেখা বা ইন্টারক্যালেটেড ডিস্ক (intercalated disc) সৃষ্টি করে?
Edit
Topic:
Explaination: হৃদপেশির কোষগুলোর কোষপর্দা বা সারকোলেমা ঘন সন্নিবিষ্ট হয়ে অনুপ্রস্থ রেখা, ইন্টারক্যালেটেড ডিস্ক (intercalated disc) সৃষ্টি করে। ইন্টারক্যালেটেড ডিস্ক (intercalated disc) হৃদপেশির অন্যতম প্রধান বৈশিষ্ট্য। হৃদপেশি শুধু মাত্র হৃদপ্রাচীরে দেখতে পাওয়া যায়।
8. কোনটির নিঃসাড়কাল সবচেয়ে দীর্ঘস্থায়ী?
Edit
Topic:
Explaination: হৃৎপেশি (Cardiac Muscle) এর নিঃসাড়কাল সবচেয়ে দীর্ঘস্থায়ী বা বড়। এজন্য সহজে ক্লান্ত হয় না।
9. নিচের কোনটি সহজেই অবসাদগ্রস্ত হয়?
Edit
Topic:
Explaination: অমসৃণ/রৈখিক/ঐচ্ছিক/কঙ্কাল পেশির নিঃসাড়কাল স্বল্পস্থায়ী হওয়ায় এটি সহজেই অবসাদগ্রস্ত হয়।
10. নিচের কোনটি দ্বিতীয় শ্রেণীর লিভারের উদাহরণ?
Edit
Topic:
Explaination: দ্বিতীয় শ্রেণীর লিভার - ঠেলাগাড়ি, পায়ের আঙ্গুলের ডগায় দাঁড়ানো
11. সামান্য প্রচেষ্টায় বেশি ওজনকে উপরে তোলা যায় কোন লিভারের মাধ্যমে?
Edit
Topic:
Explaination: সামান্য প্রচেষ্টায় বেশি ওজনকে উপরে তোলা যায় দ্বিতীয় শ্রেণীর লিভারের মাধ্যমে।