Exam
Question View - Day 5 - অণুজীব
1. ম্যালেরিয়া রোগের চূড়ান্ত পর্যায়ে প্লীহা (Spleen) থেকে কোন পদার্থ নিঃসৃত হয়?
Edit
Topic: ৪.৩ ম্যালেরিয়া পরজীবী, স্বভাব ও অবস্থান, অণুজীব, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার
Explaination: ম্যালেরিয়া রোগের চূড়ান্ত পর্যায়ে -
প্লীহা থেকে লাইসোলেসিথিন নিঃসৃত হয় যা অনেক স্বাভাবিক লোহিত কণিকাকে ধবংস করে।
পরজীবী হিমোলাইসিন নামক অ্যান্টিবডি তৈরি করে যা লোহিত কণিকা গুলো ব্যাপক ভাবে ধবংস করে।
2. ম্যালেরিয়া পরজীবীর বহুনিউক্লিয়াসযুক্ত অবস্থা কোনটি?
Edit
Topic: ৪.৩ ম্যালেরিয়া পরজীবী, ম্যালেরিয়া পরজীবীর মানবদেহে জীবন চক্র, অণুজীব, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: সাইজন্ট হলো ম্যালেরিয়া পরজীবীর বহুনিউক্লিয়াসযুক্ত অবস্থা।
3. রক্তকণিকায় কোনটির উপস্থিতি দেখে মানবদেহে ম্যালেরিয়া রোগ শনাক্ত করা হয়?
Edit
Topic: ৪.৩ ম্যালেরিয়া পরজীবী, ম্যালেরিয়া পরজীবীর মানবদেহে জীবন চক্র, অণুজীব, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: রক্তকণিকায় সাফনার্স দানার উপস্থিতি দেখে মানবদেহে ম্যালেরিয়া রোগ শনাক্ত করা হয়।
4. মশকীর ক্রপের প্রাচীরে একই সাথে কতটি উওসিস্ট (Oocyst) দেখা যায়?
Edit
Topic: ৪.৩ ম্যালেরিয়া পরজীবী, ম্যালেরিয়া পরজীবীর মশকীর দেহে জীবন চক্র, অণুজীব, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: মশকীর ক্রপের প্রাচীরে একই সাথে 50-500 টি উওসিস্ট (Oocyst) দেখা যায়।
5. কোথায় ম্যালেরিয়া পরজীবীর ‘রোজেট’ দশাটি পাওয়া যায়?
Edit
Topic: ৪.৩ ম্যালেরিয়া পরজীবী, ম্যালেরিয়া পরজীবীর মানবদেহে জীবন চক্র, অণুজীব, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: এরিথ্রোসাইটিক সাইজোগনি ম্যালেরিয়া পরজীবীর ‘রোজেট’ দশাটি পাওয়া যায়।
6. নিচের কোনটি মানবদেহে ম্যালেরিয়া জীবাণুর আক্রমণকারী দশা?
Edit
Topic: ৪.৩ ম্যালেরিয়া পরজীবী, ম্যালেরিয়া পরজীবীর মানবদেহে জীবন চক্র, অণুজীব, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: স্পোরোজয়েট হলো মানবদেহে ম্যালেরিয়া জীবাণুর আক্রমণকারী দশা।
7. ম্যালেরিয়া পরজীবীর কোন দশাটি দেহে জ্বর সৃষ্টি করে?
Edit
Topic: ৪.৩ ম্যালেরিয়া পরজীবী, ম্যালেরিয়া পরজীবীর মানবদেহে জীবন চক্র, অণুজীব, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: ম্যালেরিয়া পরজীবীর মেরোজয়েট দশাটি দেহে জ্বর সৃষ্টি করে।
8. ম্যালেরিয়া পরজীবী Plasmodium vivax এর সুপ্তিকাল কতদিন?
Edit
Topic: ৪.৩ ম্যালেরিয়া পরজীবী, ম্যালেরিয়ার সংক্রমণ, অণুজীব, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: ম্যালেরিয়া পরজীবী Plasmodium vivax এর সুপ্তিকাল ১২-২০ দিন।
9. “Mosquirux” টিকা ম্যালেরিয়ার কোন পরজীবীর বিরুদ্ধে antibody তৈরি করে?
Edit
Topic: ৪.৩ ম্যালেরিয়া পরজীবী, ম্যালেরিয়ার সংক্রমণ, অণুজীব, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: Mosquirux” টিকা ম্যালেরিয়ার Plasmodium falciparum পরজীবীর বিরুদ্ধে antibody তৈরি করে।
10. Malaria নিরাময়ের মূল ওষুধ কোনটি?
Edit
Topic: ৪.৩ ম্যালেরিয়া পরজীবী, ম্যালেরিয়ার সংক্রমণ, অণুজীব, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: কুইনাইন হলো Malaria নিরাময়ের মূল ওষুধ
11. নিচের কোনটি ম্যালেরিয়া রোগের বিস্তার ঘটায়?
Edit
Topic: ৪.৩ ম্যালেরিয়া পরজীবী, ম্যালেরিয়ার সংক্রমণ, অণুজীব, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: স্ত্রী Anopheles মশা ম্যালেরিয়া রোগের বিস্তার ঘটায়।
12. ম্যালেরিয়ার পরজীবীর মায়োসিস ঘটে নিচের কোনটিতে?
Edit
Topic:
Explaination: উসিস্ট দশায় ম্যালেরিয়ার পরজীবীর মায়োসিস ঘটে।
13. মানুষের রক্তে ম্যালেরিয়ার জীবাণুর গ্যামিটোসাইটগুলো কতদিন পর্যন্ত কার্যক্ষম থাকে?
Edit
Topic:
Explaination: মানুষের রক্তে ম্যালেরিয়ার জীবাণুর গ্যামিটোসাইটগুলো ৭ দিন পর্যন্ত কার্যক্ষম থাকে।