Exam
Question View - Day 4 - অণুজীব
1. ব্যাকটেরিয়ার প্রধান জনন পদ্ধতি কোনটি?
Edit
Topic: ৪.২ ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়ার জনন, অণুজীব, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: ব্যাকটেরিয়ার প্রধান জনন পদ্ধতি হলো দ্বি-বিভাজন পদ্ধতি।
2. দেহের মাংসপেশির সংকোচন কোন রোগের প্রধান লক্ষণ?
Edit
Topic: ৪.২ ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়াজনিত রোগ- কলেরা, অণুজীব, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: কলেরা-
দেহের মাংসপেশির সংকোচন এ রোগের অন্যতম প্রধান লক্ষণ। উদরাময় (ডায়রিয়া)ও প্রধান লক্ষণ।
B. thuringiensis ব্যাকটেরিয়াকে পতঙ্গনাশক হিসেবে ব্যবহার করা হয়।
Pseudomonas, Azotobactor, Clostridium ব্যাকটেরিয়াটি সরাসরি বায়ু হতে মাটিতে Nitrogen সংবন্ধন করে।
3. কলেরা সংক্রমণ নিরাময়ের জন্য কোন অ্যান্টিবায়োটিক ব্যবহৃত হয়?
Edit
Topic:
Explaination: কলেরা সংক্রমণ নিরাময়ের জন্য টেট্রাসাইক্লিন অ্যান্টিবায়োটিক ব্যবহৃত হয়।
4. নিচের কোন অণুজীব খাদ্যদ্রব্যে botulin নামক বিষাক্ত পদার্থ তৈরি করে?
Edit
Topic:
Explaination: ব্যাকটেরিয়া খাদ্যদ্রব্যে botulin নামক বিষাক্ত পদার্থ তৈরি করে।
5. নিচের কোন ব্যাকটেরিয়ার সংক্রমণে যৌনবাহিত রোগ সিফিলিস (Syphilis) হয়ে থাকে?
Edit
Topic:
Explaination: Treponema pallidum ব্যাকটেরিয়ার সংক্রমণে যৌনবাহিত রোগ সিফিলিস (Syphilis) হয়ে থাকে।
6. প্রাকৃতিক ঝাড়ুদার বলা হয় কোনটিকে?
Edit
Topic:
Explaination: Bacteria যাবতীয় আবর্জনা পচনের মাধ্যমে প্রাকৃতিক ঝাড়ুদার হিসেবে কাজ করে।
7. দুগ্ধজাত শিল্পে নিচের কোন ব্যাকটেরিয়াটি ব্যাবহৃত হয়?
Edit
Topic:
Explaination: Streptococcus lactis, Lactobacillus ব্যাকটেরিয়াটি দুগ্ধজাত শিল্পে ব্যাবহৃত হয়।
Bacillus megaterium চা, কফি, তামাক প্রক্রিয়াজাতকরণে।
Clostridium পাট শিল্পে আশ ছাড়াতে।
Bacillus চামড়া শিল্পে ।
8. নিম্নের কোনটি নাইট্রিফাইং (Nitrifying) ব্যাকটেরিয়া?
Edit
Topic:
Explaination: Nitrosomonas, Nitrococcus, Nitrobactor হলো নাইট্রিফাইং (Nitrifying) ব্যাকটেরিয়া।
B. thuringiensis ব্যাকটেরিয়াকে পতঙ্গনাশক হিসেবে ব্যবহার করা হয়।
Pseudomonas, Azotobactor, Clostridium ব্যাকটেরিয়াটি সরাসরি বায়ু হতে মাটিতে Nitrogen সংবন্ধন করে।
9. ব্যাকটেরিয়া জেনেটিক রিকম্বিনেশনের উপায় কয়টি?
Edit
Topic: মাজেদা ম্যাম।
Explaination: ব্যাকটেরিয়া জেনেটিক রিকম্বিনেশনের উপায় তিনটি। যথাঃ কনজুগেশন, ট্রান্সডাকশন, ট্রান্সফরমেশন।
10. নিচের কোনটি ব্যাকটেরিয়া জেনেটিক রিকম্বিনেশনের উপায় নয়?
Edit
Topic: মাজেদা ম্যাম।
Explaination: ব্যাকটেরিয়া জেনেটিক রিকম্বিনেশনের উপায় তিনটি। যথাঃ কনজুগেশন, ট্রান্সডাকশন, ট্রান্সফরমেশন।
11. নিচের কোন প্রক্রিয়ায় ফায ভাইরাসের মাধ্যমে এক ব্যাকটেরিয়ার জেনেটিক বস্তু অন্য ব্যাকটেরিয়ায় প্রবেশ করে বিকম্বিনেশন ঘটে?
Edit
Topic:
Explaination: ট্রান্সডাকশন প্রক্রিয়ায় ফায ভাইরাসের মাধ্যমে এক ব্যাকটেরিয়ার জেনেটিক বস্তু অন্য ব্যাকটেরিয়ায় প্রবেশ করে বিকম্বিনেশন ঘটে।