Exam
Question View - Day 3 - অণুজীব
1. আধুনিক ব্যাকটেরিওলজির জনক কে?
Edit
Topic:
Explaination: আধুনিক ব্যাকটেরিওলজির জনক Louis Pasteur।
2. নিচের কোন ধরণের রাইবোসোম Bacteria এর কোষের পাওয়া যায়?
Edit
Topic:
Explaination: Bacteria এর কোষের 70S রাইবোসোম পাওয়া যায় এবং যা একটি আদি কোষীয় বৈশিষ্ট্য।
3. ব্যাকটেরিয়ার দ্বিবিভাজন প্রক্রিয়ায় কতক্ষণ সময় লাগে?
Edit
Topic: ৪.২ ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়ার সাধারণ বৈশিষ্ট্য, অণুজীব, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: ব্যাকটেরিয়ার দ্বিবিভাজন প্রক্রিয়ায় ৩০ মিনিট সময় লাগে।
4. ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরের প্রধান উপাদান-
Edit
Topic: ৪.২ ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়ার সাধারণ বৈশিষ্ট্য, অণুজীব, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরের প্রধান উপাদান Peptidoglycan বা Mucoprotein।
5. নিচের কোনটি গঠনের মাধ্যমে ব্যাকটেরিয়া প্রতিকূল পরিবেশে টিকে থাকে?
Edit
Topic: ৪.২ ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়ার সাধারণ বৈশিষ্ট্য, অণুজীব, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: প্রতিকূল পরিবেশে টিকে থাকার জন্য ব্যাকটেরিয়া এন্ডোস্পোর বা অন্তরেণু গঠন করে যার মাধ্যমে ৫০ বছর পর্যন্ত টিকে থাকতে পারে।
6. ব্যাকটেরিয়া সর্বনিম্ন কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বেচে থাকতে পারে?
Edit
Topic:
Explaination: ব্যাকটেরিয়া -১৭ থেকে ৮০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বেচে থাকতে পারে।
7. মানুষের অন্ত্রে Escherichia coli ব্যাকটেরিয়া নিচের কোন ভিটামিনটি তৈরি করে?
Edit
Topic:
Explaination: মানুষের অন্ত্রে Escherichia coli ব্যাকটেরিয়া ভিটামিন-এ, ভিটামিন-কে, ফলিক এসিড, বায়োটিন তৈরি করে।
8. মালা বা চেইনের মতো সজ্জিত কক্কাস (Coccus) ব্যাকটেরিয়া নিচের কোনটি?
Edit
Topic:
Explaination: স্ট্রেপটোকক্কাস হলো মালা বা চেইনের মতো সজ্জিত কক্কাস (Coccus) ব্যাকটেরিয়া।
9. নিচের কোনটি দন্ডাকার ব্যাকটেরিয়া?
Edit
Topic:
Explaination: দন্ডাকার ব্যাকটেরিয়াকে Bacillus ব্যাকটেরিয়া বলা হয়।
10. নিচের কোনটি বহুরূপী (Pleomorphic) ব্যাকটেরিয়া?
Edit
Topic:
Explaination: Rhizobium বহুরূপী (Pleomorphic) ব্যাকটেরিয়া।
11. নিচের কোনটি ‘Comma Shaped’ ব্যাকটেরিয়া?
Edit
Topic:
Explaination: Vibrio cholerae হলো Comma Shaped ব্যাকটেরিয়া।
12. নিচের কোন ব্যাকটেরিয়া oxygen বিহীন পরিবেশে বাঁচতে পারে না?
Edit
Topic:
Explaination: Azotobacter ব্যাকটেরিয়া oxygen বিহীন পরিবেশে বাঁচতে পারে না। Clostridium ব্যাকটেরিয়াটি বাধ্যতামূলক অবায়বীয় (obligate anaerobes)।
13. নিচের কোনটি ব্যাকটেরিয়াকে প্রতিকূল অবস্থা থেকে রক্ষা করে?
Edit
Topic: ৪.২ ব্যাকটেরিয়া, একটি আদর্শ ব্যাকটেরিয়ার গঠন, অণুজীব, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: স্লাইম স্তর- কোষ প্রাচীরকে ঘিরে জটিল কার্বহাইড্রেটের স্তর- যা ক্যাপসুল নামেও পরিচিত - প্রতিকূল পরিবেশে ব্যাকটেরিয়াকে রক্ষা করাই এর প্রধান কাজ।
14. যে ব্যাকটেরিয়ার দেহের সবদিকে ফ্লাজেলা থাকে তাকে কী বলে?
Edit
Topic:
Explaination: যে ব্যাকটেরিয়ার দেহের সবদিকে ফ্লাজেলা থাকে তাকে পেরিট্রিকাস বলে। উদাঃ Salmonella typhi
15. নিচের কোনটি ব্যাকটেরিয়ার cell division-এ সাহায্য করে?
Edit
Topic: ৪.২ ব্যাকটেরিয়া, একটি আদর্শ ব্যাকটেরিয়ার গঠন, অণুজীব, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: মেসোসোম - প্লাজমামেমব্রেন ভাজ হয়ে সৃষ্ট থলির মতো গঠন - কোষ বিভাজনে সাহায্য করে।