Exam
Question View - Day 4 - শ্বসন ও শ্বাসক্রিয়া
1. শর্করা জারণের সময় কোষে সৃষ্ট ক্ষতিকর উপাদানটি নিম্নে বর্ণিত কোন উপায়ে রক্তে পরিবাহিত হয় না?
Edit
Topic: গ্যাসীয় পরিবহন, শ্বসন ও শ্বাসক্রিয়া, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: কার্বন ডাই অক্সাইড ৩ উপায়ে রক্তে পরিবাহিত হয়। কার্বমিনো যৌগ রূপে, বাইকার্বনেট যৌগ, রূপ ভৌত দ্রবণ (কার্বনিক এসিড) রূপে।
2. শ্বসনের মোট কার্বন ডাই অক্সাইড এর কত ভাগ রক্তরসের পানির সাথে যুক্ত হয়ে পরিবাহিত হয়?
Edit
Topic: গ্যাসীয় পরিবহন, শ্বসন ও শ্বাসক্রিয়া, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: কিছু পরিমাণ (৫%) কার্বন ডাই অক্সাইড রক্ত রসের পানির সাথে বিক্রিয়া করে কার্বনিক এসিড গঠন করে।
3. দেহ হতে ফুসফুসের কৈশিকজালিকায় আগত রক্তে অক্সিজেনের চাপ কত?
Edit
Topic:
Explaination: ফুসফুসের কৈশিকজালিকায় দেহ হতে আগত রক্তে অক্সিজেন চাপ থাকে 40 mmHg।
4. ফুসফুস থেকে অক্সিজেন কোন প্রক্রিয়ায় ফুসফুসীয় ঝিল্লি ভেদ করে রক্তে প্রবেশ করে?
Edit
Topic: গ্যাসীয় পরিবহন, শ্বসন ও শ্বাসক্রিয়া, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: ফুসফুস থেকে অক্সিজেন ব্যাপন(diffusion) ফুসফুসীয় ঝিল্লি ভেদ করে রক্তে প্রবেশ করে
5. রক্তে অক্সিজেন চাপ কত হওয়া পর্যন্ত ব্যাপন অব্যাহত থাকে?
Edit
Topic:
Explaination: ফুসফুস থেকে অক্সিজেন ব্যাপন (diffusion) ফুসফুসীয় ঝিল্লি ভেদ করে রক্তে প্রবেশ করে। এই ব্যাপন যতক্ষণ না রক্তে অক্সিজেনের চাপ 100 mmHg উপনীত হয় ততক্ষণ অব্যাহত থাকে।
6. কার্বন ডাই অক্সাইড ভৌত দ্রবনরূপে পরিবহনে কোন এনজাইম ভূমিকা রাখে?
Edit
Topic: গ্যাসীয় পরিবহন, শ্বসন ও শ্বাসক্রিয়া, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: কিছু পরিমাণ (৫%) কার্বন ডাই অক্সাইড রক্ত রসের পানির সাথে বিক্রিয়া করে কার্বনিক এসিড গঠন করে। এ বিক্রিয়ায় কার্বনিক অ্যানহাইড্রেজ এনজাইম প্রভাবক হিসেবে কাজ করে।
7. প্রতি 100 মি.লি. রক্তে কি পরিমান কার্বন ডাই অক্সাইড কার্বমিনো-প্রোটিন রূপে পরিবাহিত হয়?
Edit
Topic: গ্যাসীয় পরিবহন, শ্বসন ও শ্বাসক্রিয়া, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: মোট কার্বন ডাই অক্সাইডের শতকরা ২৭ ভাগ কার্বমিনো যৌগ রূপে পরিবাহিত হয়। প্রতি ১০০ মিলি রক্তে এর পরিমাণ ৩ মিলি, যার ২ মি. লি. কার্বমিনো - হিমোগ্লোবিন রূপে ও ১ মি. লি. কার্বমিনো - প্রোটিনরূপে পরিবাহিত হয়।
8. লোহিত রক্তকণিকায় কার্বন ডাই অক্সাইড নিচের কোন যৌগ রূপে পরিবাহিত হয়?
Edit
Topic: গ্যাসীয় পরিবহন, শ্বসন ও শ্বাসক্রিয়া, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: কার্বন ডাই অক্সাইডের বেশির ভাগই (৬৫%) রক্তে বাই কার্বনেট রূপে পরিবাহিত হয়। এটি NaHCO3 রূপে প্লাজমার মাধ্যমে এবং KHCO3 রূপে লোহিত রক্ত কণিকার মাধ্যমে পরিবাহিত হয়
9. মাথার খুলিতে মুখমণ্ডলীয় অংশে নাসা গহ্বরের দু পাশে প্যারান্যাসাল সাইনাসের সংখ্যা কত?
Edit
Topic: সাইনুসাইটিস, শ্বসন ও শ্বাসক্রিয়া, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: মানুষের খুলিতে মুখ মন্ডলীয় অংশে নাসা গহ্বরের দুপাশে অবস্থিত বায়ুপূর্ণ ৪ জোড়া বিশেষ গহ্বরকে সাইনাস বা প্যারান্যাসাল সাইনাস বলে।
10. নিচের কোন অংশে Maxillary Sinus অবস্থিত?
Edit
Topic: সাইনুসাইটিস, শ্বসন ও শ্বাসক্রিয়া, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: ম্যাক্সিলারি সাইনাস (Maxillary Sinus) অবস্থিত গালে। দুই চোখের মাঝখানে অবস্থিত সাইনাস এথময়েড (Ethmoid) সাইনাস। এর প্রদাহের কারণে দুই চোখের মাঝে ও মাথায় ব্যাথা হয়। ফ্রন্টাল সাইনাস চোখের উপরে অবস্থিত। এর প্রদাহের কারণে চোখের উপরে ও মাথায় ব্যাথা হয়।
11. ক্রনিক সাইনুসাইটিসের স্থায়িত্বকাল কতদিন?
Edit
Topic: শ্বাসনালীর সংক্রমণ, শ্বসন ও শ্বাসক্রিয়া, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: ক্রনিক সাইনুসাইটিসের স্থায়িত্বকাল দুই মাসের বেশি এবং অ্যাকিউট সাইনুসাইটিসের স্থায়িত্বকাল ৪-৮ সপ্তাহ।
12. নিচের কোনটি উর্ধ্ব শ্বাসনালির সংক্রমণ?
Edit
Topic: শ্বাসনালীর সংক্রমণ, শ্বসন ও শ্বাসক্রিয়া, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: উর্ধ্ব শ্বাসনালির সংক্রমণ - সাধারণ ঠান্ডা, টনসিলাইটিস, সাইনুসাইটিস, ল্যারিন্জাইটিস, ওটাইটিস মিডিয়া (Otitis Media)
13. নিচের কোন অণুজীবের সংক্রামণে সাইনুসাইটিস হয়?
Edit
Topic: সাইনুসাইটিস, শ্বসন ও শ্বাসক্রিয়া, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: কিছু ব্যাকটেরিয়ার আক্রমণে সাইনুসাইটিস হতে পারে যেমন: Streptococcus, Pneumoniae, Haemophilus influenza।
14. টিম্প্যানোস্টোমি টিউব ব্যবহৃত হয় কোন রোগের চিকিৎসায়?
Edit
Topic:
Explaination: কান দিয়ে সবসময় পুজ পড়ার মত অবস্থা ঘাটলে চিকিৎসকের মাধ্যমে টিম্প্যানোস্টোমি টিউব নামক বিশেষ নলের সাহায্যে ওটাইটিস মিডিয়ার চিকিৎসা গ্রহণ করতে হবে।
15. Eustachian tube মধ্যকর্ণের সাথে শ্বসনতন্ত্রের কোন অংশের সাথে সংযোগ স্থাপন করে?
Edit
Topic: ওটিটিস মিডিয়া, শ্বসন ও শ্বাসক্রিয়া, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: ইউস্টেশিয়ান নালি (Eustachian tube) মধ্য কর্ণের সাথে গলবিলের (Pharynx) সংযোগ স্থাপন করে।
16. অধূমপায়ীর x-ray film কেমন হয়?
Edit
Topic: ধূমপায়ী ও অধূমপায়ী মানুষের ফুসফুসের এক্সরে তুলনা, শ্বসন ও শ্বাসক্রিয়া, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: অধূমপায়ীর এক্সরে ফিল্ম কালো থাকবে, আর ফুসফুসের সকল অঞ্চল স্বচ্ছ ও পরিষ্কার থাকবে।
17. সিগারেটের ধোঁয়ায় অ্যালভিওলাসের প্রাচীরে যে ক্ষতি হয় তার ফলে অ্যালভিওলাস আয়তনে বেড়ে যায় এবং কোনো কোনো স্থানে ফেটে গিয়ে ফুসফুসে ফাঁকা জায়গা সৃষ্টি করার অবস্থাটি কি নামে পরিচিত?
Edit
Topic: ধূমপানের ক্ষতিকর দিক, শ্বসন ও শ্বাসক্রিয়া, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: সিগারেটের ধোঁয়ায় অ্যালভিওলাসের প্রাচীরে যে ক্ষতি হয় তার ফলে অ্যালভিওলাস আয়তনে বেড়ে যায় এবং কোনো কোনো স্থানে ফেটে গিয়ে ফুসফুসে ফাঁকা জায়গা সৃষ্টি করে। এ অবস্থাকে এমফাইসেমা (Emphysema) বলে।
18. অ্যালভিওলাসের প্রাচীর পুরো হয়ে যাওয়ায় শ্বাস প্রশ্বাসে ব্যাঘাত ঘটে। এ অবস্থার নাম কি?
Edit
Topic: ধূমপানের ক্ষতিকর দিক, শ্বসন ও শ্বাসক্রিয়া, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: ফুসফুসের বায়ুথলি(alveolus) গুলোর প্রাচীর স্বাভাবিক অবস্থায় পাতলা থাকে। ধূমপানের ফলে বায়ুথলি গুলির প্রাচীর পুরো হয়ে যায় এবং শ্বাস - প্রশ্বাসে ব্যাঘাত ঘটে একে ফাইব্রোসিস (Fibrosis) বলে।
19. COPD এর পূর্ণরূপ কি?
Edit
Topic: প্রধান শব্দ ভিত্তিক সারসংক্ষেপ, শ্বসন ও শ্বাসক্রিয়া, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: Chronic Obstructive Pulmonary Disease (COPD)। দীর্ঘস্থায়ী ধূমপায়ীদের ফুসফুসে এ রোগ সৃষ্টি হয়।