Exam
Question View - Day 3 - শ্বসন ও শ্বাসক্রিয়া
1. প্রতিবার নিশ্বাস-প্রশ্বাসের সময় যে পরিমাণ বায়ু ফুসফুসে ঢুকে কিংবা ফুসফুস থেকে বের হয়ে যায় তাকে কি বলে?
Edit
Topic: প্রধান শব্দ ভিত্তিক সারসংক্ষেপ, শ্বসন ও শ্বাসক্রিয়া, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: প্রতিবার নিশ্বাস-প্রশ্বাসের সময় যে পরিমাণ বায়ু ফুসফুসে ঢুকে কিংবা ফুসফুস থেকে বের হয়ে যায় তাকে tidal volume বা বায়ুমাত্রা বলে।
2. একজন প্রাপ্তবয়স্ক মানুষের স্বাভাবিক সুস্থ অবস্থায় ফুসফুসের সর্বমোট বায়ুধারণ ক্ষমতাকে কি বলে?
Edit
Topic: প্রধান শব্দ ভিত্তিক সারসংক্ষেপ, শ্বসন ও শ্বাসক্রিয়া, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: ফুসফুসের সর্বমোট বায়ুধারণ ক্ষমতাকে vital capacity বা বায়ুধারণ ক্ষমতা বলে।
3. পূর্ণবয়স্ক সুস্থ মানুষের প্রতিবার নিশ্বাস-প্রশ্বাসের সময় কি পরিমাণ বায়ু ফুসফুসে ঢুকে কিংবা বের হয়?
Edit
Topic:
Explaination: প্রতিবার নিশ্বাস প্রশ্বাসের সময় যে পরিমাণ বায়ু ফুসফুসে ঢুকে কিংবা ফুসফুস থেকে বের হয়ে যায় তাকে tidal volume বা বায়ুমাত্রা বলে। পূর্ণবয়স্ক সুস্থ মানুষের টাইডাল ভলিউম ৫০০ মিলিলিটার।
4. মস্তিষ্কের কোন অংশ শ্বসনের মৌলিক ছন্দ নিয়ন্ত্রণ করে?
Edit
Topic: প্রশাস নিঃশ্বাস কার্যক্রম, শ্বসন ও শ্বাসক্রিয়া, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: শ্বসনের মৌলিক ছন্দ নিয়ন্ত্রণ করে মেডুলা।
5. স্বাভাবিক শ্বাসক্রিয়ায় কয় ধরনের পেশীর ক্রিয়ায় বক্ষগহ্বর এর আয়তন হ্রাস বৃদ্ধি ঘটে?
Edit
Topic: নিশ্বাস-প্রশ্বাস কার্যক্রম ও নিয়ন্ত্রণ, মাজেদা ম্যাম।
Explaination: দুই ধরনের পেশির ক্রিয়ায় বক্ষ গহ্বরের আয়তন হ্রাস-বৃদ্ধি ঘটে।
- মধ্যচ্ছদা বা ডায়াফ্রাম
- ইন্টারকোস্টাল পেশী।
6. Inspiration এর ক্ষেত্রে নিচের কোনটি সঠিক নয়?
Edit
Topic: নিশ্বাস-প্রশ্বাস কার্যক্রম ও নিয়ন্ত্রণ, মাজেদা ম্যাম।
Explaination: প্রশ্বাসের সময় ইন্টারকোস্টাল পেশীর সংকোচনের ফলে পর্শুকাগুলো উপর ও বাইরের দিকে প্রসারিত হয়।
7. মস্তিস্কে অবস্থিত কয়টি কেন্দ্র থেকে শ্বাসক্রিয়া নিয়ন্ত্রিত হয়?
Edit
Topic: প্রশাস নিঃশ্বাস নিয়ন্ত্রণ, শ্বসন ও শ্বাসক্রিয়া, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: মস্তিষ্ক অবস্থিত চারটি কেন্দ্র থেকে শ্বাসক্রিয়া নিয়ন্ত্রিত হয়। পনসের পার্শ্বদেশ অবস্থিত একজোড়া স্নায়ু কেন্দ্র এবং মেডুলা অবলঙ্গাটা এর পার্শ্বদেশে অবস্থিত এক জোড়া স্নায়ু কেন্দ্র প্রশ্বাস নিঃশ্বাস নিয়ন্ত্রণ করে।
8. পনসের পার্শ্বদেশ অবস্থিত স্নায়ুকেন্দ্র কোনটি?
Edit
Topic: প্রশাস নিঃশ্বাস নিয়ন্ত্রণ, শ্বসন ও শ্বাসক্রিয়া, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: পনসের পার্শ্বদেশ অবস্থিত স্নায়ুকেন্দ্রদুটি যথাক্রমে নিউমোট্যাক্সিক ও অ্যানিউস্টিক স্নায়ুকেন্দ্র। মেডুলার পাশে অবস্থিত স্নায়ু কেন্দ্র প্রশ্বাসকেন্দ্র ও নিঃশ্বাসকেন্দ্র নামে পরিচিত।
9. কোন স্নায়ুর মাধ্যমে হাঁচি (sneezing) প্রতিবর্তি ক্রিয়ার উদ্ভব ঘটে এবং শ্বাসক্রিয়ায় পরিবর্তন আনে?
Edit
Topic: শ্বসন অঙ্গে প্রতিবর্ত ক্রিয়া, শ্বসন ও শ্বাসক্রিয়া, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: নাসিকাগহবরের প্রাচীরে মিউকাস পর্দায় উদ্দীপনাজনিত স্নায়ু তাড়না অলফ্যাক্টরি স্নায়ু (Olfactory nerve) মাধ্যমে হাঁচি প্রতিবর্তী ক্রিয়ার উদ্ভব ঘটায়।
10. খাদ্য গলধঃকরণ বাঁধাগ্রস্থ হলে সৃষ্ট গলবিলীয় বা গ্যাগ প্রতিবর্তি (pharyngeal or gag reflex) ক্রিয়ার উদ্ভব ঘটে কোন করোটিক স্নায়ুর মাধ্যমে?
Edit
Topic: শ্বসন অঙ্গে প্রতিবর্ত ক্রিয়া, শ্বসন ও শ্বাসক্রিয়া, প্রাণীবিজ্ঞান, আজমল স্যার।
Explaination: খাদ্য গলধঃকরন বাধাগ্রস্ত হলে গলবিল গাত্রের উদ্দীপনা জনিত স্নায়ুতাড়না গ্লসোফ্যারিঞ্জিয়াল স্নায়ুর মাধ্যমে গলবিলীয় বা গ্যাগ প্রতিবর্তি (Glossopharyngeal nerve) ক্রিয়া সৃষ্টি করে এবং শ্বাসক্রিয়া বন্ধ করে দেয়।
11. নিঃশ্বাস ও প্রশ্বাসের সময় ফুসফুস কখনো খালি হয় না। নিঃশ্বাস ও প্রশ্বাসের সময় কি পরিমাণ বায়ু ফুসফুসে রেসিডুয়াম ভলিউম হিসেবে থেকে যায়?
Edit
Topic: নিশ্বাস-প্রশ্বাস কার্যক্রম ও নিয়ন্ত্রণ, মাজেদা ম্যাম।
Explaination: