Exam
Question View - Full - প্রাণীর পরিচিতি (রুই মাছ) || Day 1 - প্রাণীর পরিচিতি (ঘাসফড়িং)
1. পরিবেশের তাপমাত্রা কত হলে রুই মাছ বাঁচতে পারে না?
Edit
Topic:
Explaination: রুই মাছ ১৪ ডিগ্রি সেলসিয়াসের কম তাপমাত্রায় বাঁচতে পারে না।
2. রুই মাছের Fingerling stage এ প্রধান খাবার কোনটি?
Edit
Topic:
Explaination: রুই মাছ আঙ্গুলি পোনা দশায় (Fingerling stage) প্রধানত প্রাণিপ্ল্যাংকটন (জুওপ্ল্যাংকটন) গ্রহণ করে। আঙ্গুলিপোনা দশা হচ্ছে ৯ দিন বয়স থেকে ৩০ দিন বয়স পর্যন্ত।
3. নৌকা বা এরোপ্লেনের মতো রুইমাছের কোন বিশেষ বৈশিষ্ট্যের জন্য স্ট্রিমলাইন্ড বলা হয়?
Edit
Topic:
Explaination: চলনের সময় পানির ভেতর গতি বাধাপ্রাপ্ত হয় না বলে রুই মাছের আকৃতিকে স্ট্রিমলাইন্ড (Streamlined) বলে?
4. রুই মাছের দেহের কোন অংশে চুন ও কোলাজেন ফাইবার দিয়ে গঠিত পাত-সদৃশ পাতলা অস্থিময় গঠন অনুপস্থিত থাকে?
Edit
Topic:
Explaination: চুন ও কোলাজেন ফাইবার দিয়ে গঠিত পাত-সদৃশ পাতলা অস্থিময় গঠন হচ্ছে আইশ। রুইমাছের মাথায় আইশ অনুপস্থিত।
5. রুই মাছের পায়ুর পিছনে কশেরুকা সমৃদ্ধ অংশে কোন ধরনের পাখনা লক্ষ্য করা যায়?
Edit
Topic:
Explaination: পায়ুর পিছনে কশেরুকা সমৃদ্ধ অংশ হলো লেজ। লেজে পুচ্ছ পাখনা থাকে যা হোমোসার্কাল।
6. পানির গুণাগুন সংক্রান্ত রাসায়নিক সংবেদ গ্রহণ করার জন্য কেমোরিসেপ্টর রুই মাছের দেহের কোন অংশে অবস্থিত?
Edit
Topic:
Explaination: পানির গুণাগুন সংক্রান্ত রাসায়নিক সংবেদ গ্রহণ করার জন্য পার্শ্বরেখা (Lateral line) অঙ্গে সংবেদী কোষ থাকে।
7. রুই মাছের ডার্মাল পকেটের মধ্যে বসানো প্রধান প্রতিরক্ষাকারী অঙ্গ কোন প্রকৃতির হয়ে থাকে?
Edit
Topic:
Explaination: রুই মাছের ডার্মাল পকেটের মধ্যে বসানো প্রধান প্রতিরক্ষাকারী অঙ্গ হলো আইশ। রুইমাছের আইশ সাইক্লয়েড ধরণের।
8. কোন সময়ে রুই মাছের বার্ষিক বৃদ্ধিরেখা (annual growth ring) ধারণকারী অঙ্গের অধিক বৃদ্ধি ঘটে?
Edit
Topic:
Explaination: রুই মাছের বার্ষিক বৃদ্ধিরেখা (annual growth ring) ধারণকারী অঙ্গ হলো আইশ যা গ্রীষ্ম ও বসন্ত কালে সবচেয়ে বেশি বৃদ্ধি পায়।
9. রুই মাছের সমগ্র দেহে রক্ত পাম্পকারী অঙ্গটি কয় প্রকোষ্ঠ বিশিষ্ট?
Edit
Topic:
Explaination: রুই মাছের সমগ্র দেহে রক্ত পাম্পকারী অঙ্গটি হলো হৃদপিণ্ড যা দুই প্রকোষ্ঠ বিশিষ্টঃ একটি অলিন্দ এবং একটি নিলয়।
10. কোনটি রুই মাছের পেরিকার্ডিয়ামে আবৃত অঙ্গের বৃহত্তম প্রকোষ্ঠ নিচের কোনটি?
Edit
Topic:
Explaination: রুই মাছের পেরিকার্ডিয়ামে আবৃত অঙ্গ হলো হৃদপিণ্ড যা দুই প্রকোষ্ঠ বিশিষ্ট এবং বৃহত্তম প্রকোষ্ঠ হলো অ্যাট্রিয়ামবা অলিন্দ।
11. রুই মাছের সারা দেহ থেকে Deoxygenated blood সংগ্রহ করে ফুলকায় সরবরাহকারী অঙ্গটি কি নামে পরিচিত?
Edit
Topic:
Explaination: রুই মাছের সারা দেহ থেকে Deoxygenated blood সংগ্রহকারী অঙ্গ হলো হৃদপিণ্ড যা কেবল কার্বনডাইঅক্সাইড সমৃদ্ধ তাই এটিই শিরা হৃদপিণ্ড নামে পরিচিত।
12. রুই মাছের হৃৎপিণ্ডের প্রথম সংকোচন কোথায় ঘটে?
Edit
Topic:
Explaination: রুই মাছের সাইনাস ভেনোসাসে প্রথম সংকোচন ঘটে।
13. সারকিউলাস সেফালিকাস রুইমাছের কোন অঞ্চলের পৃষ্ঠদেশে তৈরি হয়?
Edit
Topic:
Explaination:
14. ডাক্টাস ক্যুভেইরি রুই মাছে কোন তন্ত্রের অংশ?
Edit
Topic:
Explaination:
15. রুই মাছের রক্তের ক্ষেত্রে সঠিক নয় কোনটি?
Edit
Topic:
Explaination:
16. রুই মাছের বায়ুথলি সম্পর্কে সঠিক তথ্য নয় কোনটি?
Edit
Topic:
Explaination: বায়ুথলিতে বিদ্যমান অধিকাংশ গ্যাসই অক্সিজেন। এটি অক্সিজেনের আঁধার হিসেবে কাজ করে।
17. নিচের কোনটির মাধ্যমে বায়ুথলি অন্ননালীর সাথে যুক্ত থাকে ?
Edit
Topic:
Explaination: অন্ননালী ও বায়ুথলি মধ্যে সংযোগকারী নালী থাকে, একে নিউম্যাটিক নালী (Pneumatic duct) বা ডাক্টাস নিউম্যাটিকাস (ductus pneumaticus) বলে।
18. কোন ধমনীর মাধ্যমে রুই মাছের অন্ত্র রক্ত সরবরাহ পেয়ে থাকে?
Edit
Topic:
Explaination: পাকস্থলী, অন্ত্র, যকৃত, অগ্নাশয়, মলাশয় প্রভৃতি আান্ত্রিক অঙ্গে রক্ত সরবরাহ করে সিলিয়াকো মেসেন্টারিক ধমনী(Coeliaco - mesenteric artery)।
19. রুই মাছের কানকোর নিচের কিনারায় অবস্থিত পাতলা পর্দাকে কি বলে?
Edit
Topic:
Explaination: রুই মাছের কানকোর নিচের কিনারায় অবস্থিত পাতলা পর্দাকে ব্রাঙ্কিওস্টেগাল পর্দা (Branchiostegal membrane) বলে। এটি ফুলকা প্রকোষ্ঠের বড় অর্ধচন্দ্রাকার ছিদ্র কে ঢেকে রাখে।
20. রুই মাছের কানকোর ঠিক পিছনে কোন পাখনা থাকে?
Edit
Topic:
Explaination: রুই মাছের কানকোর ঠিক পিছনে বক্ষ পাখনা (Pectoral fin) থাকে।
21. রুইমাছের ডিম ছাড়া ও শুক্রাণু নিসঃরণ প্রক্রিয়াকে কী বলে?
Edit
Topic:
Explaination: রুইমাছের ডিম ছাড়া ও শুক্রাণু নিসঃরণ প্রক্রিয়াকে স্পনিং বলে। ১৫ সেকেন্ড সময়ের মধ্যে এ ঘটনা ঘটে।
22. রুই মাছের শুক্রাশয় কী দিয়ে দেহ প্রাচীরে ঝুলানো থাকে?
Edit
Topic:
Explaination:
23. রুই মাছের লাল বর্ণের রেটিয়া মিরাবিলিয়া কোথায় পাওয়া যায়?
Edit
Topic:
Explaination:
24. Labeo rohita-র প্রধান শ্বসন অঙ্গ কী?
Edit
Topic:
Explaination:
25. রুইমাছের ভেন্ট্রাল অ্যাওর্টায় রক্ত চলাচল নিয়ন্ত্রণ করে কোনটি?
Edit
Topic:
Explaination:
26. রুইমাছের দেহের চাপ নিয়ন্ত্রণকারী অঙ্গাণুটি ভেবেরিয়ান অসিকল এর মাধ্যমে অন্তকর্ণের সাথে যুক্ত থেকে কোন শারীরিক বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে?
Edit
Topic:
Explaination: রুইমাছের দেহের চাপ নিয়ন্ত্রণকারী অঙ্গাণুটি (বায়ুথলী) ভেবেরিয়ান অসিকল এর মাধ্যমে অন্তকর্ণের সাথে যুক্ত থেকে বায়ুথলীতে বিদ্যমান গ্যাসের পরিবর্তিত চাপ অন্তঃকর্নের পেরিলিম্ফে পরিবাহিত হয় যা মাছের ভারসাম্য নিয়ন্ত্রণ করে। {রুই মাছ বায়ুথলীতে চাপ নিয়ন্ত্রণের মাধ্যমে মেইনলি ভারসাম্য রক্ষা করে। এখানে দেহের চাপ নিয়ন্ত্রণকারী অঙ্গাণু বলতে বায়ুথলীর চাপ নিয়ন্ত্রণকারী ফিচারটা বুঝাচ্ছে। শব্দ উৎপাদন বা প্রতিধ্বনি সৃষ্টির জন্য চাপ নিয়ন্ত্রণ এর ফিচারটার আসছে না। জেনারেলি তিনটা অপশনই সঠিক হয় তবে প্রশ্নটা ভালো ভাবে খেয়াল করলে বুঝা যাবে যে ভারসাম্য রক্ষা ব্যাপার টা বেশি এপ্রোপিয়েট। তাই সঠিক উত্তর হচ্ছে "ভারসাম্য রক্ষা"।}
27. রুইমাছের দেহের কোন অংশ Suction pump হিসেবে কাজ করে?
Edit
Topic:
Explaination: রুইমাছের ফুলকা প্রকোষ্ঠ চোষণ পাম্প বা Suction pump হিসেবে কাজ করে।
28. স্যামন, লাংফিস এবং কার্প জাতীয় সকল মাছের আইশ কোন ধরনের হয়ে থাকে?
Edit
Topic:
Explaination: রেফারেন্সঃ আব্দুল আলীম স্যার।
29. পেরিট্রফিক পর্দা দ্বারা আবৃত নিচের কোনটি?
Edit
Topic:
Explaination: মেসেন্টেরনের অন্তপ্রাচীর কিউটিকল এর পরিবর্তে পেরিট্রফিক পর্দা দ্বারা আবৃত থাকে।
30. মেসেন্টেরন এবং স্টোমোডিয়ামের সংযোগস্থলে যে ফাঁপা লম্বা মোচাকার থলি থাকে সেগুলো সংখ্যায় কয়টি থাকে?
Edit
Topic:
Explaination: মেসেন্টেরন এবং স্টোমোডিয়ামের সংযোগস্থলে ছয় জোড়া ফাঁপা লম্বা মোচাকার থলি থাকে, সেগুলো হচ্ছে গ্যাস্ট্রিক সিকা বা হেপাটিক সিকা।
31. ঘাসফড়িং এর রক্তপূর্ণ গহ্বরকে কী বলে?
Edit
Topic:
Explaination:
32. ঘাসফড়িং এর লালারসে শর্করা পরিপাককারী কোন এনজাইমটি অনুপস্থিত থাকে?
Edit
Topic:
Explaination: ঘাসফড়িং এর লালারসে শর্করা পরিপাককারী এনজাইম হলোঃ অ্যামাইলেজ, কাইটিনেজ, সেলুলেজ।
33. ঘাসফড়িং এর প্রধান পৌষ্টিক গ্রন্থি কোনটি?
Edit
Topic:
Explaination:
34. ঘাস ফড়িং এর ল্যাকুনার রক্ত সংবহনতন্ত্রের অংশ নয় নিচের কোনটি?
Edit
Topic:
Explaination: ঘাস ফড়িং এর ল্যাকুনার রক্ত সংবহনতন্ত্রের অংশঃ হিমোসিল, হিমোলিম্ফ, হৃদযন্ত্র।
35. রক্ত এবং লসিকা মিশ্রিত তরল - হিমোলিম্ফের কাজ নয় কোনটি?
Edit
Topic:
Explaination: ঘাসফড়িং এর রক্তে কোন শ্বাসরঞ্জক না থাকায় এটি শ্বসন ভূমিকা পালন করে না।
36. ঘাসফড়িংয়ের প্রতি ঘন মিমি হিমোলিম্ফে হিমোসাইটের সংখ্যা কত?
Edit
Topic:
Explaination: