Exam
Question View - Day 1 - টিস্যু ও টিস্যুতন্ত্র
1. কলা গঠনকারী কোষের বিভাজন অনুসারে সব ধরণের টিস্যুকে কয় ভাগে ভাগ করা হয়?
Edit
Topic: টিস্যুর প্রকারভেদ, টিস্যু ও টিস্যুতন্ত্র, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: Tissue (কলা) গঠনকারী কোষের বিভাজন অনুসারে সব ধরণের টিস্যুকে ২ ভাগে ভাগ করা হয়। যথাঃ ১। ভাজক টিস্যু ২। স্থায়ী টিস্যু
2. উদ্ভিদের মূলের শীর্ষ এবং কাণ্ডের শীর্ষে কোন ধরণের টিস্যু বিদ্যমান?
Edit
Topic: টিস্যুর প্রকারভেদ, টিস্যু ও টিস্যুতন্ত্র, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: উদ্ভিদের মূলের শীর্ষ এবং কাণ্ডের শীর্ষে Meristematic tissue বা ভাজক ট্যিস্যু বিদ্যমান।
3. নিচের কোনটি মেরিস্টেম এর বৈশিষ্ট্য?
Edit
Topic: ভাজক টিস্যুর বৈশিষ্ট্য, টিস্যু ও টিস্যুতন্ত্র, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: ভাজক টিস্যু (মেরিস্টেম)-
- কোষপ্রাচীর (কোষঝিল্লির বাইরে জড় আবরণ) পাতলা।
- সাইটোপ্লাজম ঘন ও দানাদার।
- অপরিণত কোষ দ্বারা গঠিত।
- আন্তঃকোষীয় ফাকাবিহীন (দুটি কোষের মধ্যকার ফাঁকা স্থান)।
- সাইটোপ্লাজম ঘন দানাদার।
4. কোন ধরণের টিস্যুর কোষে অপরিপক্ব প্লাস্টিড বিদ্যমান?
Edit
Topic: ভাজক টিস্যুর বৈশিষ্ট্য, টিস্যু ও টিস্যুতন্ত্র, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: ভাজক টিস্যুর কোষে প্লাস্টিড প্রোপ্লাস্টিড (আদি প্লাস্টিড/ অপরিপক্ব প্লাস্টিড) হিসেবে থাকে।
5. বিভাজনক্ষম টিস্যুর কোষে কোনটি কোন বৈশিষ্ট্যধারী কোষীয় অঙ্গাণু অনুপস্থিত?
Edit
Topic: ভাজক টিস্যুর বৈশিষ্ট্য, টিস্যু ও টিস্যুতন্ত্র, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: ভাজক টিস্যুর কোষে সাধারণত কোষগহ্বর (Vacuole) অনুপস্থিত।
6. অরিজিন অনুসারে কত প্রকার Meristem উদ্ভিদের বৃদ্ধিতে সাহায্য করে?
Edit
Topic: ভাজক টিস্যুর শ্রেণিবিভাগ, টিস্যু ও টিস্যুতন্ত্র, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: উৎপত্তি (origin) অনুসারে Meristem বা ভাজক টিস্যু ৩ প্রকার। যথাঃ 1. Pro-meristem (প্রারম্ভিক ভাজক টিস্যু) 2. Primary meristem (প্রাথমিক ভাজক টিস্যু) 3. Secondary meristem (সেকেন্ডারি ভাজক টিস্যু)
7. বিভাজন প্রক্রিয়া ভিন্নতার উপর নির্ভর করে নিচের কোনটি বিভাজনসক্ষম টিস্যুর প্রকারভেদ?
Edit
Topic: ভাজক টিস্যুর শ্রেণিবিভাগ, টিস্যু ও টিস্যুতন্ত্র, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: Mass meristem কোষ বিভাজন প্রক্রিয়ার ভিন্নতা অনুসারে ভাজক টিস্যুর প্রকারভেদ।
8. কোন ধরণের meristem থেকে উদ্ভিদের প্রথম বৃদ্ধি শুরু হয়?
Edit
Topic: ভাজক টিস্যুর শ্রেণিবিভাগ, টিস্যু ও টিস্যুতন্ত্র, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: Pro-meristem বা প্রারম্ভিক ভাজক টিস্যু থেকে উদ্ভিদের প্রথম বৃদ্ধি শুরু হয়।
9. কোন অবস্থানে অবস্থিত ভাজক টিস্যুর বিভাজনের ফলে উদ্ভিদের সরু কান্ড ক্রমশ মোটা হয়?
Edit
Topic: ভাজক টিস্যুর শ্রেণিবিভাগ, টিস্যু ও টিস্যুতন্ত্র, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: Lateral বা পার্শ্বীয় ভাজক টিস্যুর বিভাজনের ফলে উদ্ভিদের সরু কান্ড ক্রমশ মোটা হয়।
10. উৎপাদন অনুসারে কোন ভাজক টিস্যুকে প্রোমেরিস্টেম (pro-meristem) বলা হয়?
Edit
Topic: ভাজক টিস্যুর শ্রেণিবিভাগ, টিস্যু ও টিস্যুতন্ত্র, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: প্রারম্ভিক ভাজক টিস্যুকে প্রোমেরিস্টেম (pro-meristem) বলা হয়
11. কোন ধরনের ভাজক টিস্যু উদ্ভিদের ভ্রূণাবস্থায়ই উৎপত্তি লাভ করে?
Edit
Topic: ভাজক টিস্যুর শ্রেণিবিভাগ, টিস্যু ও টিস্যুতন্ত্র, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার
Explaination: Primary meristem বা প্রাথমিক ভাজক টিস্যু উদ্ভিদের ভ্রূণাবস্থায়ই উৎপত্তি লাভ করে।
12. কর্ক ক্যাম্বিয়াম কোন ধরণের ভাজক টিস্যুর উদাহরণ?
Edit
Topic: ভাজক টিস্যুর শ্রেণিবিভাগ, টিস্যু ও টিস্যুতন্ত্র, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: কর্ক ক্যাম্বিয়াম, ইন্টার ফ্যাসিকুলার ক্যাম্বিয়াম হলো সেকেন্ডারি ভাজক টিস্যুর উদাহরণ।
13. Secondary Meristem কোন ধরণের টিস্যু হতে উৎপত্তি লাভ করে?
Edit
Topic: ভাজক টিস্যুর শ্রেণিবিভাগ, টিস্যু ও টিস্যুতন্ত্র, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: Secondary Meristem - পার্মানেন্ট টিস্যু বা স্থায়ী টিস্যু হতে উৎপত্তি লাভ করে।
14. অবস্থান অনুসারে ক্যাটাগরিকৃত কোন ধরণের ভাজক টিস্যুর বিভাজনের ফলে উদ্ভিদের দৈর্ঘ্য বৃদ্ধি পায়?
Edit
Topic: ভাজক টিস্যুর শ্রেণিবিভাগ, টিস্যু ও টিস্যুতন্ত্র, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার
Explaination: অবস্থান অনুসারে ক্যাটাগরিকৃত ভাজক টিস্যু- Apical meristem, Intercalary meristem, Lateral meristem।
উদ্ভিদের দৈর্ঘ্য বৃদ্ধি Apical meristem বা শীর্ষক ভাজক টিস্যুর বিভাজনের ফলাফল।
15. প্রাথমিক বিভাজন অক্ষম টিস্যু কোন ধরণের মেরিস্টেম হতে তৈরি হয়?
Edit
Topic: ভাজক টিস্যুর শ্রেণিবিভাগ, টিস্যু ও টিস্যুতন্ত্র, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: প্রাথমিক স্থায়ী টিস্যু (বিভাজন অক্ষম) শীর্ষক ভাজক টিস্যু হতে তৈরি হয়।
16. কর্ম প্রক্রিয়া অনুসারে শ্রেণীবিন্যাসকৃত নিম্নের কোন ধরনের ভাজক টিস্যু হতে উদ্ভিদ বর্ধিষ্ণু অঙ্গের বহিরাবরণ সৃষ্টি হয়?
Edit
Topic: ভাজক টিস্যুর শ্রেণিবিভাগ, টিস্যু ও টিস্যুতন্ত্র, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: কর্ম প্রক্রিয়া অনুসারে শ্রেণীবিন্যাসকৃত ভাজক টিস্যুঃ প্রোটোডার্ম, প্রোক্যাম্বিয়াম, গ্রাউন্ড মেরিস্টেম। প্রোটোডার্ম ভাজক টিস্যু হতে এপিডার্মিস বা ত্বক (উদ্ভিদ অঙ্গের বহিরাবরণ) সৃষ্টি হয়। প্লেট মেরিস্টেমও উদ্ভিদের বহিঃত্বক সৃষ্টি করে। কিন্তু প্লেট মেরিস্টেম কোষ বিভাজন অনুসারে শ্রেণিবিন্যাসকৃত মেরিস্টেম প্রকারভেদ।
17. ঘাস জাতীয় উদ্ভিদের পত্রমূলে কোন ধরনের ভাজক টিস্যু বিদ্যমান?
Edit
Topic: ভাজক টিস্যুর শ্রেণিবিভাগ, টিস্যু ও টিস্যুতন্ত্র, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: ঘাস জাতীয় উদ্ভিদ, পাইন, হর্সটেইল প্রভৃতি পত্রমূলে নিবেশিত ভাজক টিস্যু বিদ্যমান।
18. বৃদ্ধির জন্য দায়ী কোন ধরনের টিস্যু কাণ্ডের দুটি স্থায়ী টিস্যুর মাঝে অবস্থান করে?
Edit
Topic: ভাজক টিস্যুর শ্রেণিবিভাগ, টিস্যু ও টিস্যুতন্ত্র, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: নিবেশিত ভাজক টিস্যু কাণ্ডের দুটি স্থায়ী টিস্যুর মাঝে অবস্থিত।
19. কোন টিস্যুর বিভাজনে উদ্ভিদে গৌণ (secondary) বৃদ্ধি ঘটে?
Edit
Topic: ভাজক টিস্যুর শ্রেণিবিভাগ, টিস্যু ও টিস্যুতন্ত্র, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: পার্শ্ব্বীয় ভাজক টিস্যুর বিভাজনে উদ্ভিদে গৌণ (secondary) বৃদ্ধি ঘটে।
20. নিম্নোক্ত উদ্ভিদের কোন উপাদানটি কোষপুঞ্জ গঠনকারী টিস্যু হতে তৈরি?
Edit
Topic: ভাজক টিস্যুর শ্রেণিবিভাগ, টিস্যু ও টিস্যুতন্ত্র, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: Mass meristem হতে কোষ সমষ্টি কোন নির্দিষ্ট নিয়মে সজ্জিত না হয়ে কোষপুঞ্জ গঠন করে এবং এর ধরণের ভাজক টিস্যু হতে তৈরি হয় মজ্জা, কর্টেক্স, বর্ধনশীল ভ্রূণ, রেণুথলি, এন্ডস্পার্ম বা সস্য।
21. উদ্ভিদের ঘনত্ব বৃদ্ধি পায় কোন ধরণের ভাজক টিস্যুর মাধ্যমে?
Edit
Topic: ভাজক টিস্যুর শ্রেণিবিভাগ, টিস্যু ও টিস্যুতন্ত্র, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: উদ্ভিদের ঘনত্ব বৃদ্ধি পায় Mass meristem বা মাস ভাজক টিস্যুর মাধ্যমে।
22. তরুণ মূলে কোন ধরণের ভাজক টিস্যু দেখা যায়?
Edit
Topic: ভাজক টিস্যুর শ্রেণিবিভাগ, টিস্যু ও টিস্যুতন্ত্র, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: তরুণ বা বর্ধিষ্ণু মূলে এবং কাণ্ডের মজ্জা রশ্মিতে রিব ভাজক টিস্যু দেখা যায়।
23. কোন ধরণের ভাজক টিস্যুর মাধ্যমে একসারি কোষ তৈরি হয়?
Edit
Topic: ভাজক টিস্যুর শ্রেণিবিভাগ, টিস্যু ও টিস্যুতন্ত্র, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: রিব ভাজক টিস্যু এক তলে বিভাজিত হয় যার ফলে এক সারি কোষ তৈরি হয়।
24. প্র্যোক্যাম্বিয়াম উদ্ভিদের কোন ধরণের টিস্যু সৃষ্টিতে সাহায্য করে?
Edit
Topic: ভাজক টিস্যুর শ্রেণিবিভাগ, টিস্যু ও টিস্যুতন্ত্র, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: জাইলেম, ফ্লোয়েম, ক্যাম্বিয়াম সৃষ্টিকারী ভাজক টিস্যুই হলো প্রোক্যাম্বিয়াম। প্রোক্যাম্বিয়ামের কাজ হচ্ছে পরিবহন (ভাস্কুলার) টিস্যু তৈরি করা।
25. এপিব্লেমা সৃষ্টিকারী ভাজক টিস্যু নিচের কোনটি?
Edit
Topic: ভাজক টিস্যুর শ্রেণিবিভাগ, টিস্যু ও টিস্যুতন্ত্র, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: এপিডার্মিস এবং এপিব্লেমা সৃষ্টিকারী ভাজক টিস্যু হলো প্রোটোডার্ম।
26. পরিচক্র কোন ধরণের ভাজক টিস্যু হতে উৎপত্তি লাভ করে?
Edit
Topic: ভাজক টিস্যুর শ্রেণিবিভাগ, টিস্যু ও টিস্যুতন্ত্র, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: কর্টেক্স, মজ্জা, মজ্জারশ্মি, পেরিসাইকেল (পরিচক্র) প্রভৃতি গ্রাউন্ড ভাজক টিস্যু হতে উৎপত্তি লাভ করে।
27. নিচের কোন স্থানের ভাজক টিস্যুগুলোর কোষ বিভাজন অনির্দিষ্ট নিয়মে বিভিন্ন তলে ঘটে?
Edit
Topic: ভাজক টিস্যুর শ্রেণিবিভাগ, টিস্যু ও টিস্যুতন্ত্র, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: সস্য বা এন্ডোস্পার্ম মাস ভাজক টিস্যু দ্বারা তৈরি হয়। মাস ভাজক টিস্যু সব তলে বিভাজিত হয়।
28. কোন ভাজক টিস্যুর (meristem) কারণে উদ্ভিদের বিভিন্ন অঙ্গ আয়তনে বৃদ্ধি পায়?
Edit
Topic: ভাজক টিস্যুর শ্রেণিবিভাগ, টিস্যু ও টিস্যুতন্ত্র, উদ্ভিদবিজ্ঞান, আবুল হাসান স্যার।
Explaination: Plate meristem এর কারণে উদ্ভিদের বিভিন অঙ্গ আয়তনে বৃদ্ধি পায়।