Exam
Question View - Day 03 - রক্ত ও সংবহন
1. মাতৃগর্ভে ভ্রুণীয় কত সপ্তাহ বয়স থেকে হৃদস্পন্দন শুরু হয়?
Edit
Topic:
Explaination: ভ্রুণ অবস্থায় মাতৃগর্ভে ৬ সপ্তাহ থেকে হৃদস্পন্দন শুরু হয় এবং আমৃত্যু তা চলতে থাকে।
2. হৃদপিণ্ডের সূঁচালো শীর্ষদেশ (Apex) কোন পাঁজরের ফাঁক (intercostal space) এ থাকে?
Edit
Topic:
Explaination: হৃদপিণ্ডের সূঁচালো শীর্ষদেশ নিচের দিকে ৫ম পাঁজরের ফাঁকে থাকে।
3. যোজক টিস্যু নির্মিত হৃদপিন্ডের কোন স্তর heart valve সমূহ ঢেকে রাখে?
Edit
Topic:
Explaination: এন্ডোকার্ডিয়াম হৃদপিন্ডের অন্তপ্রকোষ্ঠ গঠন করে, হৃদ কপাটিকা সমূহ ঢেকে রাখে এবং রক্তবাহিকার সাথে হৃদপিন্ডের অবিচ্ছিন্ন সংযোগ ঘটায়।
4. Left Atrium ও Left Ventricle সংযোগস্থলে কোন কপাটিকা থাকে?
Edit
Topic:
Explaination: বাম এট্রিয়াম ও বাম ভেন্ট্রিকলের সংযোগস্থলে বাইকাসপিড কপাটিকা বা মাইট্রাল কপাটিকা বা দ্বিপত্রী কপাটিকা থাকে।
5. মানবদেহের pumping machine এর আবরণটি কি নামে পরিচিত?
Edit
Topic:
Explaination: হৃৎপিণ্ড একটি পাতলা দ্বিস্তরী আবরণ দিয়ে আবৃত, এর নাম pericardium.
6. Coronary Sinus ও Right Atrium এর সংযোগস্থলে কোন কপাটিকা থাকে?
Edit
Topic:
Explaination: করোনারি সাইনাস ও ডান অ্যাট্রিয়ামের সংযোগস্থলে থিবেসিয়ান বা করোনারি কপাটিকা থাকে।
7. নিচের কোনটি মানবদেহের বৃহত্তম রক্তবাহিকা যা, হৃদপিণ্ড থেকে শুরু হয়ে কৈশিকজালিকায় শেষ হয়?
Edit
Topic:
Explaination: অ্যাওর্টা দেহের বৃহত্তম ধমনী (হৃদপিণ্ড থেকে শুরু হয়ে কৈশিকজালিকায় শেষ হয়)। ধমনী ফুসফুস ছাড়া অন্য সকল স্থানে অক্সিজেন সমৃদ্ধ রক্ত পরিবহন করে।
8. কোষের সংযোগস্থলে অনুপ্রস্থ চাকতির মতো গঠন, Intercalated Disc হৃদপিণ্ডের কোন স্তরে পাওয়া যায়?
Edit
Topic:
Explaination: হৃদপেশীর দুটি কোষের সংযোগস্থলে সারকোলেমা ঘন সন্নিবিষ্ট হয়ে অনুপস্থ ভাবে পুরু চাকতির মত গঠন করে, ডিস্ক একে ইন্টারক্যালেটেড ডিস্ক বলে। Myocardium স্তরটি হৃদপেশি নির্মিত।
9. হৃদপিন্ডের অবস্থিত Coronary Sulcus নামক খাঁজ অভ্যন্তরীণ কোন গঠনের জন্য বাইরের দিকে দৃশ্যমান?
Edit
Topic: হৃদপিণ্ডের প্রকোষ্ঠ, মাজেদা ম্যাম।
Explaination:
10. হৃদপিণ্ডের কোন প্রকোষ্ঠের প্রাচীর সবচেয়ে বেশি পুরু?
Edit
Topic: হৃদপিণ্ডের প্রকোষ্ঠ, মাজেদা ম্যাম
Explaination:
11. লসিকার কোষীয় উপাদান নয় কোনটি?
Edit
Topic:
Explaination: লসিকায় কোষীয় উপাদান হিসেবে শ্বেত রক্ত কণিকার লিম্ফোসাইট ও কিছু মনোসাইট থাকে।
12. প্রতি কিউবিক মিলিমিটার লসিকায় লিম্ফোসাইটের পরিমাণ কত?
Edit
Topic:
Explaination: প্রতি কিউবিক মিলিমিটার লসিকায় ৫০০-৭৫০০০ লিম্ফোসাইট থাকতে পারে।
13. মানব দেহে কয় ধরনের লসিকা গ্রন্থি পাওয়া যায়?
Edit
Topic:
Explaination: মানবদেহে পাঁচ ধরনের লসিকা গ্রন্থি পাওয়া যায় যথা লিম্ফনোড, টনসিল, প্লীহা, থাইমাস ও লাল অস্থি মজ্জা।
14. নিচের কোনটি লসিকা গ্রন্থি নয়?
Edit
Topic:
Explaination: মানবদেহে পাঁচ ধরনের লসিকা গ্রন্থি পাওয়া যায় যথা লিম্ফনোড, টনসিল, প্লীহা, থাইমাস ও লাল অস্থি মজ্জা।
15. নিচের কোন লসিকা গ্রন্থিকে “রক্তের রিজার্ভার বা ব্লাড ব্যাংক” বলা হয়?
Edit
Topic:
Explaination: প্লীহাকে রক্তের রিজার্ভার বা ব্লাড ব্যাংক বলা হয়। কারণ এটি প্রায় ৩০০ মিলিলিটার রক্ত জমা রাখে।