Exam
Question View - Day 01 - রক্ত ও সংবহন
1. প্রতি মিলি লিটার রক্তে অনুচক্রিকার পরিমাণ কত?
Edit
Topic:
Explaination: প্রতি মিলিটার রক্তে অনুচক্রিকার পরিমাণ ১.৫ - ৪ লক্ষ।
2. রক্তবাহিকাকে দ্রুত সংকোচনের উদ্দেশ্যে Serotonin নামক রাসায়নিক পরদার্থ ক্ষরণ করে কোনটি?
Edit
Topic:
Explaination: অনুচক্রিকা সেরোটোনিন নামক রাসায়নিক পদার্থ ক্ষরণ করে রক্তপাত বন্ধের উদ্দেশ্যে রক্তবাহিকা কে দ্রুত সংকোচনে উদ্বুদ্ধ করে।
3. কোন উপাদানটি স্বাভাবিকের চেয়ে অনেক বেশি থাকলে হার্ট অ্যাটাকের সম্ভাবনাকে বাড়িয়ে দেয়?
Edit
Topic:
Explaination: স্বাভাবিকের চেয়ে অনেক বেশি অনুচক্রিকা থাকলে রক্তনালীর ভিতরে অদরকারি রক্ত জমাট সৃষ্টি, স্ট্রোক ও হার্ট অ্যাটাকের সম্ভাবনা বাড়িয়ে দেয়।
4. নিচের কোন ধরণের সেল থেকে Platelets উৎপন্ন হয়?
Edit
Topic:
Explaination: দেহের লাল অস্থিমজ্জার মেগাক্যারিওসাইট নামক বড় কোষ থেকে অণুচক্রিকা উৎপন্ন হয়।
5. নিচের কোনটিকে Blood Clotting এর অতি গুরুত্বপূর্ণ ফ্যাক্টরটি হিসেবে বিবেচনা করা হয় না?
Edit
Topic:
Explaination: রক্ত তঞ্চন এর অতি গুরুত্বপূর্ণ চারটি ফ্যাক্টর - ফাইব্রিনোজেন, প্রোথ্রোম্বিন, থ্রম্বোপ্লাস্টিন, ক্যালসিয়াম আয়ন (Ca2+)
6. ক্ষত নিরাময়ের উদ্দেশ্যে রক্ত জমাট বাঁধার প্রক্রিয়াটি কি নামে পরিচিত?
Edit
Topic:
Explaination: ক্ষত নিরাময়ের উদ্দেশ্যে যে কোন উপায়ে রক্তপাত মন্থর ও বন্ধের প্রক্রিয়াকে হিমোস্ট্যাসিস বলে।
7. স্বাভাবিক অবস্থায় মানুষের রক্ত তঞ্চন কাল কত?
Edit
Topic:
Explaination: স্বাভাবিক অবস্থায় মানুষের রক্ত তঞ্চন কাল ৪-৫ মিনিট। এবং রক্তক্ষরণ কাল ১-৪ মিনিট।
8. প্রোথ্রম্বিনকে থ্রম্বিনে পরিণত করার জন্য কোন ক্লটিং ফ্যাক্টরটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে?
Edit
Topic:
Explaination: থ্রম্বোপ্লাস্টিন রক্তরসের ক্যালসিয়াম আয়নের সহায়তায় নিষ্ক্রিয় প্রথ্রোম্বিনকে সক্রিয় থ্রম্বিনে পরিণত করে।
9. রক্তবাহিকার পুনর্গঠন শুরু হলে নিচের কোনটি ফাইব্রিন জালককে ধ্বংস করে দেয়?
Edit
Topic:
Explaination: রক্ত বাহিকার পুনর্গঠন শুরু হলে টিস্যু কোষ সৃষ্টির জন্য প্লাজমিন নামক এনজাইম ফাইব্রিন জালককে ধ্বংস করে দেয়।
10. নিচের কোন এনজাইম রক্তে উপস্থিত হেপারিনকে অকেজো করে দেয়?
Edit
Topic:
Explaination:
11. রক্ত জমাট বিগলনে সাহায্য করে নিচের কোন উপাদান?
Edit
Topic:
Explaination:
12. স্বাভাবিক অবস্থায় রক্তনালীতে রক্ত জমাট না বাঁধার কারণ নয় নিচের কোনটি?
Edit
Topic:
Explaination:
13. লসিকার কোষীয় উপাদান নয় কোনটি?
Edit
Topic:
Explaination: লসিকায় কোষীয় উপাদান হিসেবে শ্বেত রক্ত কণিকার লিম্ফোসাইট ও কিছু মনোসাইট থাকে।
14. প্রতি কিউবিক মিলিমিটার লসিকায় লিম্ফোসাইটের পরিমাণ কত?
Edit
Topic:
Explaination:
15. মানব দেহে কয় ধরনের লসিকা গ্রন্থি পাওয়া যায়?
Edit
Topic:
Explaination: মানবদেহে পাঁচ ধরনের লসিকা গ্রন্থি পাওয়া যায় যথা লিম্ফনোড, টনসিল, প্লীহা, থাইমাস ও লাল অস্থি মজ্জা।
16. নিচের কোনটি লসিকা গ্রন্থি নয়?
Edit
Topic:
Explaination: মানবদেহে পাঁচ ধরনের লসিকা গ্রন্থি পাওয়া যায় যথা লিম্ফনোড, টনসিল, প্লীহা, থাইমাস ও লাল অস্থি মজ্জা।
17. নিচের কোন লসিকা গ্রন্থিকে “রক্তের রিজার্ভার বা ব্লাড ব্যাংক” বলা হয়?
Edit
Topic:
Explaination: প্লীহাকে রক্তের রিজার্ভার বা ব্লাড ব্যাংক বলা হয়। কারণ এটি প্রায় ৩০০ মিলিলিটার রক্ত জমা রাখে।