Exam
Question View - Day 01 - রক্ত ও সংবহন
1. লোহিত রক্তকণিকার সংখ্যা ৫০ লাখের চেয়ে কত % কম হলে তাকে Anemia বলে?
Edit
Topic:
Explaination: প্রতি ঘন মিলিমিটার রক্তে লোহিত কনিকার সংখ্যা ৫০ লাখের চেয়ে ২৫% কম হলে রক্তাল্পতা বা অ্যানিমিয়া দেখা দেয়। কিন্তু এ সংখ্যা কোন কারনে ৬৫ লাখের বেশি হলে তাকে পলিসাইথেমিয়া বলে।
2. রক্তে লোহিত কণিকার শতকরা হিসাবকে কি বলে?
Edit
Topic:
Explaination: রক্তে লোহিত কণিকার শতকরা হিসাবকে হেমাটোক্রিট বলে।
3. নিচের কোনটি হাইড্রোজেন সালফাইড গ্যাস উৎপন্ন করে?
Edit
Topic:
Explaination: লোহিত রক্ত কণিকা হাইড্রোজেন সালফাইড গ্যাস উৎপন্ন করে যা রক্তনালীর সংকোচনের জন্য সংকেত প্রদান করে।
4. রক্তে প্রবেশকৃত কৃমির লার্ভা ধ্বংস করে কোনটি?
Edit
Topic:
Explaination: ইউসিনোফিল দেহের এলার্জির বিরুদ্ধে কাজ করে এবং রক্তে প্রবেশকৃত কৃমির লার্ভা ধ্বংস করে।
5. এন্টিবডি উৎপন্ন করে নিম্নের কোনটি?
Edit
Topic:
Explaination: লিম্ফোসাইট এন্টিবডি সৃষ্টি করে রোগ প্রতিরোধ করে। এজন্য এদেরকে আনুবীক্ষণিক সৈনিক বলে।
6. কোন কোষ ম্যাক্রোফেজে (macrophages) রূপান্তরিত হয়?
Edit
Topic:
Explaination:
7. নিচের কোনটি বিলিরুবিন ও বিলিভার্ডিনের সাথে সংশ্লিষ্ট?
Edit
Topic:
Explaination:
8. নিউট্রোফিলের ক্ষেত্রে ডায়াপেডেসিস (Diapedesis) হলো
Edit
Topic:
Explaination:
9. লোহিত রক্তকণিকায় হিমোগ্লোবিন থাকায় এটি যে বিশেষ কাজটি করতে পারে তা হলো-
Edit
Topic:
Explaination:
10. সবচেয়ে বড় শ্বেত কণিকা কোনটি?
Edit
Topic:
Explaination:
11. লোহিতকণিকা তৈরির প্রক্রিয়াকে কী বলে?
Edit
Topic:
Explaination:
12. লোহিত কণিকার কোন অংশ বাফাররূপে কাজ করে?
Edit
Topic:
Explaination:
13. রক্তকে রক্তনালীর মধ্যে জমাট বাধতে বাধা প্রদান করে নিচের কোনটি?
Edit
Topic:
Explaination: বেসোফিল হেপারিন নিঃসরণ করে, যা এন্টি কোয়াগুলেন্ট হিসাবে রক্তনালীতে রক্ত জমাট রোধ করে।
14. Neutrophil এর প্রধান কাজ নিচের কোনটি?
Edit
Topic:
Explaination: মনোসাইট ও নিউট্রোফিল ফাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু ভক্ষণ করে।
15. পূর্ণবয়স্ক মানবদেহে Leucocyte এর পরিমাণ কত?
Edit
Topic:
Explaination: পূর্ণবয়স্ক মানব দেহের প্রতি ঘন মিলিমিটার রক্তে ৪ - ১১ হাজার (গড়ে ৭৫০০) শ্বেত রক্তকণিকা থাকে।