Questions Bank

Question View - কোষ বিভাজন
1. কোষচক্রের কোন ধাপে maturation promoting factor এর প্রয়োজন হয় ? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: কোষচক্র ও ইন্টারফেজ, কোষ বিভাজন (হাসান)
Explaination: G2 দশা থেকে মাইটোসিস-এ প্রবেশ করতে হলে ম্যাচুরেশন প্রোমোটিং ফ্যাক্টর (MPF) নামক প্রোটিনের প্রয়োজন পড়ে ।
2. মানবদেহে Kidney বিকল হয়ে গেলে কোন রক্তকণিকা (blood cell) উৎপাদন ক্ষতিগ্রস্ত হয়? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: কোষচক্র ও ইন্টারফেজ, কোষ বিভাজন (হাসান)
Explaination: Bone marrow-তে লোহিত রক্তকণিকা কোষের সংখ্যা বৃদ্ধির জন্য কিডনি erythroprotein হরমোন তৈরি করে । কিডনি বিকল হয়ে গেলে erythroprotein তৈরি বাঁধাগ্রস্ত হয় এবং রক্তকণিকা উৎপাদন ক্ষতিগ্রস্ত হয় ।
3. Interphase এর কোন উপপর্যায়ে ক্রোমোজোমাল DNA এর অণুলিপন (replication) ঘটে? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: কোষচক্র ও ইন্টারফেজ, কোষ বিভাজন (হাসান)
Explaination: ইন্টারফেজ ( Interphase ) এর S দশা ( Synthesis phase ) এর প্রধান কাজ হলো নিউক্লিয়াসে ক্রোমোসোমস্থ DNA সূত্রের অনুলিপন ( replication ) । পরবর্তী উপপর্যায়ে প্রবেশের আগেই DNA অনুলিপন সম্পন্ন হয় ।
4. Chlamydomonas কোন কোষ বিভাজন পদ্ধতিতে বংশবিস্তার করে? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: মাইটোসিসের গুরুত্ব, কোষ বিভাজন (হাসান)
Explaination: কতক এককোষী সুকেন্দ্রিক জীবে মাইটোসিস কোষ বিভাজন বা সমীকরণিক কোষ বিভাজন ( ইকোয়েশনাল বিভাজন) প্রক্রিয়ায় বংশবৃদ্ধি ঘটে । যেমন : Chlamydomonas ।
5. অ্যানাফেজ পর্যায়ে অ্যাক্রোসেন্ট্রিক ক্রোমোজোম কী আকৃতি ধারণ করে? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: মাইটোসিস-এর পর্যায়সমূহ, কোষ বিভাজন (হাসান)
Explaination: অ্যানফেজ পর্যায়ে অ্যাক্রোসেন্ট্রিক ক্রোমোসোম J-shaped , মেটাসেন্ট্রিক ক্রোমোসোম V-shaped , সাবমেটাসেন্ট্রিক ক্রোমোসোম L-shaped এবং টেলোসেন্ট্রিক ক্রোমোসোম I-shaped ।
6. ক্যারিওকাইনেসিসের কোন পর্যায়ে স্পিন্ডল যন্ত্র (spindle apparatus) তৈরি হয়? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: মাইটোসিস-এর পর্যায়সমূহ, কোষ বিভাজন (হাসান)
Explaination: মাইটোসিস কোষ বিভাজনের প্রোফেজ পর্যায়ের পরবর্তী এবং মেটাফেজ এর অগ্রবর্তী পর্যায় কে বলা হয় প্রো-মেটাফেজ । এটি একটি স্বল্পস্থায়ী পর্যায়। প্রোফেজের একেবারে শেষের দিকে এবং প্রো-মেটাফেজ এর শুরু দিকে উদ্ভিদকোষে কতগুলো তন্তুময় প্রোটিনের সমন্বয়ে দুইমেরুযুক্ত স্পিন্ডল যন্ত্রের ( spindle apparatus ) সৃষ্টি হয় ।
7. অনিয়ন্ত্রিত কোষ বিভাজনের ফলে কী সৃষ্টি হয়? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: অনিয়ন্ত্রিত মাইটোসিস, কোষ বিভাজন (হাসান)
Explaination: কোষের অভ্যন্তরীণ ও বাহ্যিক বিভিন্ন ফ্যাক্টর দ্বারা মাইটোসিস কোষ বিভাজন নিয়ন্ত্রিত হয় । কোনো কারণে এই নিয়ন্ত্রণ অকার্যকর হলে অনিয়ন্ত্রিত মাইটোসিস ঘটে থাকে , ফলে টিউমার ও ক্যান্সার এর সৃষ্টি হয় ।
8. কোন প্রোটিন defective হয়ে গেলে কোষচক্র নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: অনিয়ন্ত্রিত মাইটোসিস, কোষ বিভাজন (হাসান)
Explaination: P53 নামক প্রোটিন কোষকে বিভাজন হতে বিরত রাখে । এটি defective হলে ( মানুষের প্রায় অর্ধেক কোষেই defective P53 আছে ) কোষ চক্র নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে । ফলে কোষ কোষ বিভাজন হতেই থাকে এবং ক্যান্সার সৃষ্টি হয় ।
9. Mitosis কোষ বিভাজনের তাৎপর্য কোনটি? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: মাইটোসিসের গুরুত্ব, কোষ বিভাজন (হাসান)
Explaination: মাইটোসিস কোষ বিভাজনের তাৎপর্য বা প্রয়োজনীয়তা হলো : ১. দেহ গঠন ও দৈহিক বৃদ্ধি । ২.বংশবৃদ্ধি । ৩. জননাঙ্গ সৃষ্টি ও জনন কোষের সংখ্যা বৃদ্ধি । ৪.নির্দিষ্ট আকার আয়তন রক্ষা করা । ৫.নিউক্লিয়াস ও সাইটোপ্লাজমের ভারসাম্য রক্ষা করা । ৬.ক্রোমোসোমের সংখ্যার সমতা রক্ষা করা । ৭.ক্ষতস্থান পূরণ । ৮.ক্রমাগত ক্ষয়পূরণ । ৯.পুনরুৎপাদন । ১০.গুনগত বৈশিষ্ট্যের স্থিতিশীলতা রক্ষা । ১১.অনিয়ন্ত্রিত মাইটোসিস এর কুফল ।
10. একটি কোষের কোষচক্রের কতভাগ সময় Mitotic Phase এ ব্যয় হয়? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: M-Phase, কোষ বিভাজন (হাসান)
Explaination: একটি কোষ চক্রের ৫-১০ ভাগ সময় মাইটোটিক ফেজে ব্যয় হয় বাকি ৯৫-৯০ ভাগ সময় ইন্টারফেজ এ ব্যয় হয় ।
11. কোন কোষীয় অঙ্গাণু উদ্ভিদ কোষে স্পিন্ডল তন্তু (spindle fibre) সৃষ্টি করে ? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: মাইটোসিস-এর পর্যায়সমূহ, কোষ বিভাজন (হাসান)
Explaination: মাইক্রোটিউবিউলস ( Microtubules ) কোষীয় অঙ্গাণু উদ্ভিদ কোষে স্পিন্ডল তন্তু ( spindle fibre ) সৃষ্টি করে ।
12. প্রাণীকোষের কোষ বিভাজনের সময় কোন প্রোটিন কোষঝিল্লির খাঁজ সৃষ্টিতে সহায়তা করে? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: সাইটোকাইনেসিস, কোষ বিভাজন (হাসান)
Explaination: প্রাণী কোষের ক্ষেত্রে সাইটোকাইনেসিস এর সময় স্পিন্ডল যন্ত্রের বিষুবীয় অঞ্চল বরাবর কোষ ঝিল্লিটি গর্তের ন্যায় ভেতরের দিকে ঢুকে যায় এবং এ গর্ত সব দিক হতে ক্রমান্বয়ে গভীরতর হয়ে মাঝখানে মিলিত হয় , ফলে কোষটি দুই ভাগে ভাগ হয়ে পড়ে এ সময় প্রোটিন actin এবং myosin কোষ ঝিল্লির খাঁজ সৃষ্টি তে সহয়তা করে ।
13. স্পিন্ডল যন্ত্রের বিষুবীয় অঞ্চলে (Equator) ক্রোমোজোমের বিন্যস্ত হওয়াকে কি বলে? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: মাইটোসিস-এর পর্যায়সমূহ, কোষ বিভাজন (হাসান)
Explaination: মাইটোসিস কোষ বিভাজনের মেটাফেজ পর্যায়ে স্পিন্ডল যন্ত্রের বিষুবীয় অঞ্চলে ক্রোমোসোমের বিন্যস্ত হওয়াকে মেটাকাইনেসিস বলে ।
14. মাইটোসিসের কোন পর্যায়ে প্রতিটি সেন্ট্রোমিয়ার সম্পূর্ণ বিভক্ত হয়? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: মাইটোসিস-এর পর্যায়সমূহ, কোষ বিভাজন (হাসান)
Explaination: মাইটোসিস কোষ বিভাজনের মেটাফেজ পর্যায়ের শেষ ভাগে প্রতিটি সেন্ট্রোমিয়ার সম্পূর্ণ বিভক্ত হয়ে দুটি অপত্য সেন্ট্রোমিয়ার সৃষ্টি করে ।
15. বহু নিউক্লিয়াস যুক্ত প্রাণীকোষকে কী বলে? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: সাইটোকাইনেসিস, কোষ বিভাজন (হাসান)
Explaination: সাইটোকাইনেসিস না হলে ( এবং ক্যারিওকাইনেসিস চলতে থাকলে ) একই কোষে বহু নিউক্লিয়াসের সৃষ্টি হয় । একে মুক্ত নিউক্লিয়ার বিভাজন বলে । এ ধরনের বহু নিউক্লিয়াসবিশিষ্ট প্রাণীকোষকে প্লাজমোডিয়াম ( plasmodium ) এবং উদ্ভিদ কোষকে সিনোসাইটিক ( Coenocytic ) বলে ।
16. জেনেটিক্যালি নিয়ন্ত্রিত কোষ মৃত্যুকে (Cell death) কী বলে? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: কোষের মৃত্যু, কোষ বিভাজন (হাসান)
Explaination: কোষের জেনেটিক্যালি নিয়ন্ত্রিত মৃত্যকে Apoptosis বলে ।
17. মাইটোসিস কোষ বিভাজনের কোন পর্যায়ে প্রতিটি ক্রোমাটিড একটি অপত্য ক্রোমোসোমে পরিণত হয়? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: মাইটোসিস-এর পর্যায়সমূহ, কোষ বিভাজন (হাসান)
Explaination: মাইটোসিস কোষ বিভাজনের অ্যানাফেজ পর্যায়ে সেন্ট্রোমিয়ারের পূর্ণ বিভক্তির ফলে প্রতিটি ক্রোমোটিড একটি অপত্য ক্রোমোসোমে পরিণত হয় ।
18. মাইটোসিস কোষ বিভাজনে নিউক্লিয়াস কতবার বিভজিত হয়? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: মাইটোসিস, কোষ বিভাজন (হাসান)
Explaination: মাইটোসিস কোষ বিভাজনে নিউক্লিয়াস একবার বিভাজিত হয়ে দুটি অপত্য নিউক্লিয়াস সৃষ্টি করে ।
19. মাইটোসিসে কোষের ভিতর নিউক্লিয়াসের বিভাজনকে কী বলে? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: ক্যারিওকাইনেসিস, কোষ বিভাজন (হাসান)
Explaination: মাইটোসিস কোষ বিভাজনে কোষের ভিতর নিউক্লিয়াসের বিভাজনকে ক্যারিওকাইনেসিস বলে এবং সাইটোপ্লাজমের বিভাজন কে সাইটোকাইনেসিস বলে ।
20. মাইটোসিস কোষ বিভাজনের কোন পর্যায়টি গতি পর্যায় নামে পরিচিত? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: মাইটোসিস-এর পর্যায়সমূহ, কোষ বিভাজন (হাসান)
Explaination: গ্রিক শব্দ ana = গতি + phase = পর্যায় বা দশা । অ্যানাফেজ অর্থ গতি পর্যায় বা দশা । এ পর্যায়ে অপত্য ক্রোমোসোমসমূহ বিষুবীয় অঞ্চল থেকে মেরুমুখী চলতে শুরু করে এবং সেন্ট্রোমিয়ার পূর্ণ বিভক্তির ফলে প্রতিটি ক্রোমোটিড একটি অপত্য ক্রোমোসোমে পরিণত হয় এবং প্রতিটি অপত্য ক্রোমোসোম এদের নিকটস্থ মেরুর দিকে ধাবিত হয় ।
21. ক্রোমোসোমের Super coiling ঘটে মাইটোসিসের কোন পর্যায়ে? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: মাইটোসিস-এর পর্যায়সমূহ, কোষ বিভাজন (হাসান)
Explaination: মাইটোসিস কোষ বিভাজনের মেটাফেজ পর্যায়ে ক্রোমোটিড গুলো সবচেয়ে বেশি মোটা , খাটো ও স্পষ্ট দেখা যায় । ক্রোমোসোমের মোটা ও খাটো হওয়াকে বলা হয় কন্ডেনসেশন ( Condensation ) । একটি অতিমাত্রায় কয়েলিং ( Coiling ) প্রক্রিয়ায় এটি হয়ে থাকে তাই একে বলা হয় সুপার কয়েলিং ( Super coiling) ।
22. কোন জীবকোষে সর্বপ্রথম কোষ বিভাজন লক্ষ্য করা হয়? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: প্রাথমিক আলোচনা, কোষ বিভাজন (হাসান)
Explaination: ওয়াল্টার ফ্লেমিং ( Walter Flemming ) ১৮৮২ খ্রিস্টাব্দে সামুদ্রিক স্যালামান্ডার ( Triturus maculosa ) কোষে প্রথম কোষ বিভাজন লক্ষ্য করেন ।
23. “অ্যামাইটোসিস থেকেই জটিল ও উন্নত কোষবিভাজন পদ্ধতি উদ্ভব হয়েছে” - এটি কে বলেছেন? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: প্রাথমিক আলোচনা, কোষ বিভাজন (হাসান)
Explaination: বিজ্ঞানী স্ট্রাসবার্জার (১৮৯২) এর মতে , অ্যামাইটোসিস প্রক্রিয়া থেকেই জটিল ও উন্নত কোষ বিভাজন পদ্ধতির উৎপত্তি হয়েছে ।
24. Pro-metaphase সম্পর্কে অসংগতিপূর্ণ কোনটি? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: মাইটোসিস-এর পর্যায়সমূহ, কোষ বিভাজন (হাসান)
Explaination: মাইটোসিস কোষ বিভাজনের অ্যানাফেজ পর্যায়ে সেন্ট্রোমিয়ারের পূর্ণ বিভক্তির ফলে প্রতিটি ক্রোমোটিড একটি অপত্য ক্রোমোসোমে পরিণত হয় ।
25. Amitosis cell division এ কোষের নিউক্লিওবস্তুর আকৃতি কেমন হয় ? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: অ্যামাইটোসিস, কোষ বিভাজন (হাসান)
Explaination:
26. কোষ বিভাজনের কোন পর্যায়ে ক্রোমোসোমগুলো ক্রমশ সরু, লম্বা ও অদৃশ্য হয়? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: মাইটোসিস-এর পর্যায়সমূহ, কোষ বিভাজন (হাসান)
Explaination: মাইটোসিস কোষ বিভাজনের অন্তপর্যায় ( Telophase ) পর্যায়ে অপত্য ক্রোমোসোমসমূহ দুই বিপরীত মেরুতে স্থির অবস্থান নেয় এবং ক্রোমোসোমগুলোতে আবার জলযোজন হয় । ফলে এরা ক্রমান্বয়ে প্রসারিত হয় । ক্রোমোসোমগুলো ক্রমশ সরু ও লম্বা হতে থাকে এবং অস্পষ্ট বা অদৃশ্য হতে থাকে ।
27. ভ্রূণাবস্থায় হাতের পাঁচটি আঙ্গুল কোন প্রক্রিয়ায় বিভাজিত হয়? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: অনিয়ন্ত্রিত মাইটোসিস, কোষ বিভাজন (হাসান)
Explaination: Apoptosis হলো কোষের জেনেটিক্যালি নিয়ন্ত্রিত মৃত্য । কোনো কোষ জীবদেহ বা অঙ্গের জন্য এখন প্রয়োজন নেই সেই সব কোষ কে ধ্বংস হতে হয় Apoptosis এর মাধ্যমে । যেমন মানুষের ভ্রুণাবস্থায় পাতলা টিস্যু দিয়ে হাতের সকল আঙ্গুল লাগানো থাকে । পরে মাঝ খানের টিস্যু ধ্বংসের মাধ্যমে বিলুপ্ত হয়ে পাঁচটি আঙ্গুল পৃথক হয়ে যায় ।
28. কোষচক্রের (Cell cycle) প্রস্তাব করেন কে? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: কোষচক্র ও ইন্টারফেজ, কোষ বিভাজন (হাসান)
Explaination: একটি কোষ সৃষ্টি , এর বৃদ্ধি এবং পরবর্তীতে বিভাজন-এ তিনটি কাজ যে চক্রের প্রস্তাব সম্পন্ন হয় তাকে কোষ চক্র বলে । হাওয়ার্ড ও পেল্ক এই কোষ চক্রের প্রস্তাব করেন ।
29. Interphase এর কোন দশায় cyclin protein তৈরি হয়? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: ইন্টারফেজ, কোষ বিভাজন (হাসান)
Explaination: ইন্টারফেজ ( Interphase ) এর G1 দশা ( phase ) এর প্রথমেই সাইক্লিন ( Cyclin )নামক এক প্রকার প্রোটিন ( Protein ) তৈরি হয় যা Cdk ( Cyclin dependent kinase ) এর সাথে যুক্ত হয়ে সমগ্র প্রক্রিয়ার গতি ত্বরান্বিত ও নিয়ন্ত্রণ করে ।
30. প্রথম কোষ বিভাজন (cell division) লক্ষ্য করেন কে? Edit
(a)
(b)
(c)
(d)
Topic: প্রাথমিক আলোচনা, কোষ বিভাজন (হাসান)
Explaination: ওয়াল্টার ফ্লেমিং ( Walter Flemming ) ১৮৮২ খ্রিস্টাব্দে সামুদ্রিক স্যালামান্ডার ( Triturus maculosa ) কোষে প্রথম কোষ বিভাজন লক্ষ্য করেন ।