Questions Bank
Question View - কোষ ও এর গঠন
1. রেপ্লিকেশন কমপ্লেক্সের উপাদান নয় কোনটি?
Edit
Topic: DNA রেপ্লিকেশন, কোষ ও এর গঠন (হাসান)
Explaination: রেপ্লিকেশন কমপ্লেক্সের উপাদান হলো প্রাইমেজ , টপোআইসোমারেজ , হেলিকেজ , DNA পলিমারেজ ꠲, DNA পলিমারেজ ꠰ ,লাইগেজ এবং সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন ।
2. জিনের যে কার্যকরী একক polypeptide সংশ্লেষ করে -
Edit
Topic: জেনেটিক কোড, কোষ ও এর গঠন (হাসান)
Explaination: জিনের যে কার্যকারী একক polypeptide সংশ্লেষ করে তাকে কোডন বলে । mRNA অণুর ধারাবাহিক অনুক্রমের তিনটি বেসকে একত্রে কোডন বলা হয় । একটি কোডন একটি অ্যামিনো অ্যাসিড কে কোড করে ।
3. আদিকোষে জিন প্রকাশের একক -
Edit
Topic: জিন, কোষ ও এর গঠন (হাসান)
Explaination: আদিকোষে জিন প্রকাশের একক হলো অপেরন । আদি কোষে অপেরনের মাধ্যমে নিকট সম্পর্কযুক্ত একাধিক জিন ট্রান্সক্রাইব হয়ে থাকে ।
4. মাস্টার মলিকিউল (Master molecule) কোনটি ?
Edit
Topic: নিউক্লিক এসিড, কোষ ও এর গঠন (হাসান)
Explaination: নিউক্লিক অ্যাসিড বংশগতির সকল বৈশিষ্ট্য বহন করে বলে এদের মাস্টার মলিকিউল ( master molecule ) বলে ।
5. ট্রিপ্টোফ্যান অ্যামিনো অ্যাসিডের জন্য কতটি কোডন রয়েছে?
Edit
Topic: জেনেটিক কোড ,কোষ ও এর গঠন (হাসান)
Explaination: ট্রিপ্টোফ্যান অ্যামিনো অ্যাসিডের জন্য ১ টি কোডন রয়েছে ।
6. কোন amino acid এর জন্য ২টি কোডন রয়েছে?
Edit
Topic: জেনেটিক কোড,কোষ ও এর গঠন (হাসান)
Explaination: কোনো কোনো অ্যামিনো অ্যাসিডের জন্য একটি সুনির্দিষ্ট কোডন থাকলেও অনেক অ্যামিনো অ্যাসিড ২, ৩, ৪টি এমনকি ৬টি পর্যন্ত কোডন দিয়ে নির্ধারিত হয় । লাইসিন এর জন্য এই কোডন এর সংখ্যা ২ টি । ভ্যালিন এর জন্য ৪টি এবং আরজিনিন এর জন্য কোডন সংখ্যা ৬ টি ।
7. মানুষের কত নং ক্রোমোসোমে ইনসুলিন তৈরির জিন থাকে?
Edit
Topic: জেনেটিক কোড , কোষ ও এর গঠন (হাসান)
Explaination: মানুষের ইনসুলিন একটি প্রোটিন । এতে সুনির্দিষ্ট সজ্জায় ৫১ টি অ্যামিনো অ্যাসিড থাকে । মানুষের ইনসুলিন তৈরির জিন থাকে ১১ নং ক্রোমোসোমের খাটো বাহুর শীর্ষে ।
8. Reverse transcription দেখা যায় কোনটিতে?
Edit
Topic: ট্রান্সক্রিপশন, কোষ ও এর গঠন (হাসান)
Explaination: রিভার্জ ট্রান্সক্রিপ্টেজ এনজাইম ব্যবহার করে ভাইরাল RNA কে ছাঁচ হিসেবে ধরে নিয়ে কমপ্লিমেন্টারি DNA তৈরি করাকে বলা হয় রিভার্জ ট্রান্সক্রিপশন । HIV তে রিভার্জ ট্রান্সক্রিপশন হয় ।
9. DNA এর বৈশিষ্ট্য নয় –
Edit
Topic: DNA, কোষ ও এর গঠন (হাসান)
Explaination: সজীব কোষে অবস্থিত স্বপ্রজননশীল, পরিব্যক্তিক্ষম , যাবতীয় জৈবিক কাজের নিয়ন্ত্রক এবং বংশগত বৈশিষ্ট্যের ধারক ও বাহক যে নিউক্লিক অ্যাসিড তাকে তাকে DNA বলে । জীবের প্রায় ৯০ভাগ DNA ক্রোমোসোমে থাকে এবং বাকি ১০ ভাগ DNA সাইটোপ্লাজমে থাকে ।
10. মানুষের somatic cell-এ কতটি অটোসোম থাকে?
Edit
Topic: কোষের প্রকারভেদ, কোষ ও এর গঠন (হাসান)
Explaination: মানুষের somatic cell-এ ৪৪ টি বা ২২ জোড়া অটোসোম থাকে এবং ২টি বা ১ জোড়া সেক্স ক্রোমোসোম থাকে ।
11. নিচের কোনটি উদ্ভিদ কোষে অনুপস্থিত?
Edit
Topic: আদর্শ উদ্ভিদ কোষ, কোষ ও এর গঠন (হাসান)
Explaination:
12. কোন ক্রোমোসোম cell division-এ অংশগ্রহণ করে না?
Edit
Topic: ক্রোমোসোম, কোষ ও এর গঠন (হাসান)
Explaination: যখন ক্রোমোসোমের কোনো সেন্ট্রোমিয়ার থাকে না তখন তাকে অ্যাসেন্ট্রিক ( Acentric ) ক্রোমোসোম বলে । কোষ বিভাজনের সময় অ্যাসেন্ট্রিক ক্রোমোসোম অংশগ্রহণ করে না । ভেঙ্গে গিয়ে কোনো ক্রোমোসোমের অংশবিশেষ অ্যাসেন্ট্রিক হয় । এরা স্পিন্ডল তন্তুতে যুক্ত হতে পারে না , তাই এতে অবস্থানরত জিনসহই এক সময় নষ্ট হয়ে যায় ।
13. আদিকোষের সাইটোপ্লাজমে অবস্থানকারী বৃত্তাকার DNA অঞ্চলকে কী বলে?
Edit
Topic: কোষের প্রকারভেদ, কোষ ও এর গঠন (হাসান)
Explaination: আদিকোষের সাইটোপ্লাজমে মুক্তভাবে অবস্থানকারী বৃত্তাকার DNA অঞ্চলকে নিউক্লঅয়েড ( Nucleoid ) বলে ।
14. নিচের কোনটিকে জীবনের ভাষা (language of life) বলা হয়?
Edit
Topic: জিন, কোষ ও এর গঠন (হাসান)
Explaination: সিকল সেল হিমোগ্লোবিন ( ৬০০ অ্যামিনো অ্যাসিড নিয়ে গঠিত ) নিয়ে কাজ করে Veron Ingram দেখান যে এই প্রোটিনে ৬০০ অ্যামিনো অ্যাসিড একটি নির্দিষ্ট সাজ অনুযায়ী সজ্জিত। এ থেকে প্রমাণিত হয় যে অ্যামিনো অ্যাসিডের ভিন্ন ভিন্ন সাজ পদ্ধতির জন্যই বহু বৈচিত্র্যময় এনজাইম তৈরি হয় এবং এক একটি এনজাইম এক একটি সুনির্দিষ্ট জৈব রাসায়নিক বিক্রিয়ার জন্য দায়ী । তাই প্রোটিন ( Protein ) কে বলা হয় জীবনের ভাষা ( Language of life ) ।
15. নিউক্লিক অ্যাসিডের গাঠনিক একক–
Edit
Topic: নিউক্লিক এসিড, কোষ ও এর গঠন (হাসান)
Explaination: নিউক্লিক অ্যাসিডের গাঠনিক একক হলো নিউক্লিওটাইড যা এক অণু নিউক্লিওসাইড-এর সাথে এক অণু ফসফেট যুক্ত হয়ে গঠিত হয় ।
16. ক্যারিওলিম্ফ হিসেবে পরিচিত–
Edit
Topic: নিউক্লিয়াস, কোষ ও এর গঠন (হাসান)
Explaination: নিউক্লিয়ার এনভেলপ দ্বারা আবৃত স্বচ্ছ, ঘন ও দানাদার তরল পদার্থ কে নিউক্লিওপ্লাজম বলে । একে ক্যারিওলিম্ফ-ও বলে ।
17. নিম্নের কোন প্রক্রিয়াটির সাথে ঝিল্লিবিহীন অঙ্গাণু ‘Ribosome’ জড়িত থাকে?
Edit
Topic: RNA, কোষ ও এর গঠন (হাসান)
Explaination: mRNA, রাইবোসোম ও tRNA-এর সহয়তায় জিন-DNA থেকে এনকোডেড সিকোয়েন্স অনুযায়ী একটির পর একটি অ্যামিনো অ্যাসিড শৃঙ্কলিত করে পলিপেপ্টাইড ( যা পরে কার্যকরী প্রোটিনে পরিবর্তিত হয় ) তৈরি করার প্রক্রিয়া কে ট্রান্সলেশন বলে । এটি রাইবোসোমে সংঘটিত হয় ।
18. Protein synthesis-এর বার্তা নিউক্লিয়াস থেকে সাইটোপ্লাজমে বহন করে কোনটি?
Edit
Topic: RNA, কোষ ও এর গঠন (হাসান)
Explaination: যেসব RNA জিনের সংকেত অনুযায়ী প্রোটিন সংশ্লেষের ছাঁচ হিসেবে কার্যকর হয়ে নির্দিষ্ট অ্যামিনো অ্যাসিড অনুক্রম বাছাই করে সেগুলোকে মেসেঞ্জার RNA ( mRNA) বা বার্তাবহ RNA বলে । বার্তাবহ RNA ( mRNA) নির্দিষ্ট প্রোটিন সংশ্লেষণের বার্তা নিউক্লিয়াস থেকে সাইটোপ্লাজমে বহন করে এবং রাইবোসোম ও tRNA- এর সাহায্যে নির্দিষ্ট অ্যামিনো অ্যাসিড অনুক্রমের শৃঙ্কল তৈরি করে ।
19. DNA প্রতিলিপনের সময় H-বন্ধন ভেঙ্গে দেয় কোন এনজাইম?
Edit
Topic: DNA রেপ্লিকেশন, কোষ ও এর গঠন (হাসান)
Explaination: হেলিকেজ নামক রেপ্লিকেশন এনজাইম অরি-তে সংযুক্ত হয়ে ডাবল হেলিক্স-এর প্যাঁচ খুলতে শুরু করে এবং কমপ্লিমেন্টারি বেসপেয়ারের হাইড্রোজেন বন্ড ভেঙ্গে DNA অণুর স্ট্র্যান্ড দুটিকে প্যাঁচ মুক্ত ও পৃথক করে দেয় । দুটি স্ট্র্যান্ড পৃথক হয়ে যাওয়ার স্থানে Y-আকৃতির একটি গঠন তৈরি হয় যাকে রেপ্লিকেশন ফর্ক বলা হয় । হেলিকেজ ATP থেকে শক্তি নিয়ে হাইড্রোজেন বন্ড ভাঙার কাজটি করে থাকে ।
20. ছোলার কত নং ক্রোমোসোমে স্যাটেলাইট থাকে?
Edit
Topic: ক্রোমোসোম, কোষ ও এর গঠন (হাসান)
Explaination: কোনো কোনো ক্রোমোসোমের এক বাহুর প্রান্তে ক্রোমোটিন সূত্র দ্বারা সংযুক্ত প্রায় গোলাকৃতির একটি অংশ দেখা যায় । ক্রোমোসোমের প্রান্তের দিকের এ গোলাকৃতির অঞ্চলকে স্যাটেলাইট এবং এ ধরনের ক্রোমোসোম কে ‘ স্যাট ক্রোমোসোম ‘ বলে । ছোলার ১ নং ক্রোমোসোমে স্যাটেলাইট থাকে ।
21. আলু (Solanum tuberosum) গাছের দেহে ডিপ্লয়েড ক্রোমোসোমের সংখ্যা–
Edit
Topic: ক্রোমোসোম, কোষ ও এর গঠন (হাসান)
Explaination: আলু ( Solanum tuberosum ) গাছের দেহে 2n বা ডিপ্লয়েড ক্রোমোসোমের সংখ্যা ৪৮ টি বা ২৪ জোড়া ।
22. ডি-অক্সিরাইবোজের কত নম্বর কার্বনে অক্সিজেন নেই?
Edit
Topic: DNA, কোষ ও এর গঠন (হাসান)
Explaination: নিউক্লিক অ্যাসিডে ডিঅক্সিরাইবোজ শ্যুগার থাকলে তাকে ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড বা DNA বলে । রাইবোজ এবং ডিঅক্সিরাইবোজ শ্যুগার প্রায় একই রকম গঠন বিশিষ্ট , পার্থক্য শুধু এই যে ডিঅক্সিরাইবোজ শ্যুগারের ২নং কার্বনে অক্সিজেন অনুপস্থিত ।
23. প্রি mRNA এর যে অংশে ট্রান্সলেশন হয় তাকে কী বলে?
Edit
Topic: ট্রান্সলেশন, কোষ ও এর গঠন (হাসান)
Explaination: প্রাকৃতিক বা কৃত্রিম নিয়ামক দ্বারা জিনের যেকোনো ধরণের পরিবর্তন ঘটাতে পারে। জিনের বড় ধরনের পরিবর্তন জীবের বৈশিষ্ট্যে প্রকাশ পায় । প্রকৃতকোষী জীবের জিনে কোডিং এবং নন কোডিং অংশ থাকে । এদের যথাক্রমে কোডিং অংশকে এক্সন ( Exons ) এবং নন কোডিং অংশকে ইন্ট্রন ( Introns ) বলে । প্রি mRNA এর এক্সন ( Exons)-এ ট্রান্সলেশন হয়ে থাকে ।
24. ব্যাকটেরিয়াল ট্রান্সলেশন (translation) প্রক্রিয়া ক্ষতিগ্রস্থ করতে পারে –
Edit
Topic: ট্রান্সলেশন, কোষ ও এর গঠন (হাসান)
Explaination:
25. RNA ও DNA এর মধ্যে পার্থক্যকারী nitrogen base কোনটি?
Edit
Topic: নিউক্লিক এসিড, কোষ ও এর গঠন (হাসান)
Explaination: এক রিং বিশিষ্ট ক্ষারককে বলা হয় পাইরিডিন । নিউক্লিক অ্যাসিডে তিন প্রকার ক্ষারক আছে। যথা : থাইমিন ( Thymine = T ), সাইটোসিন ( Cytosine = C ), ইউরাসিল ( Uracil = U ) । ইউরাসিল ( Uracil ) কেবল রাইবোনিউক্লিক অ্যাসিড ( RNA ) এ থাকে । এবং থাইমিন ( Thymine) কেবল ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড ( DNA ) এ থাকে ।
26. DNA replication এর সময় কোন এনজাইম proof reading করে?
Edit
Topic: DNA রেপ্লিকেশন, কোষ ও এর গঠন (হাসান)
Explaination: নতুন স্ট্র্যান্ড তৈরি কালে ভুল নিউক্লিওটাইড সংযুক্ত হতে পারে । DNA রেপ্লিকেশনের সময় মানুষের প্রতি ১০০০ জিন এর মধ্যে ১টি ভুল হতে পারে । যেমন A = T এর স্থলে A = C হয়ে যেতে পারে । DNA এর নিজস্ব নিয়ন্ত্রণে ভুল ধরার জন্য প্রুফ রিডিং ব্যবস্থা আছে । এ ধরণের ভুল কে বলা হয় মিসম্যাচ । মিসম্যাচ থাকলে মেরামত করে নেওয়ার ব্যবস্থা আছে । মিসম্যাচ থাকলে DNA পলিমারেজ ꠲ সামনে অগ্রসর হতে পারে না তাই মিসম্যাচ সংশোধন করেই সামনে অগ্রসর হয় । পূর্ণাঙ্গ রেপ্লিকেশনের পরও কিছু কিছু মিসম্যাচ থেকে যেতে পারে । দশ লক্ষ বেসপেয়ারের মধ্যে একটি ভুল থেকে যেতে পারে । DNA পলিমারেজ ꠰ , DNA পলিমারেজ ꠱ এবং কিছু প্রোটিন দিয়ে গঠিত রিপেয়ার কমপ্লেক্স নতুন গঠিত স্ট্র্যান্ড ধরে অগ্রসর হতে থাকে এবং কোথাও কোনো ভুল ধরা পড়লে তা সংশোধন করে দেয় ।
27. কোডন AUG কোন amino acid নির্দেশ করে?
Edit
Topic: জেনেটিক কোড, কোষ ও এর গঠন (হাসান)
Explaination: ৬৪টি কোড এর মধ্যে AUG হলো স্টার্ট কোডন । যা ট্রান্সলেশন শুরু করার নির্দেশ প্রদান করে এবং মিথেওনিন অ্যাসিড কে নির্দেশ করে । কোড এর ভাষা একমুখী, নিউক্লিক অ্যাসিড থেকে প্রোটিন এর দিকে ।
28. ক্রোমোসোমকে রঞ্জিত করলে এর যে অংশ রংহীন থাকে তাকে কী বলে?
Edit
Topic: ক্রোমোসোম, কোষ ও এর গঠন (হাসান)
Explaination: প্রতিটি ক্রোমোসোম কে রঞ্জিত করলে একটি অরঞ্জিত বা রংহীন অঞ্চল থাকে । ক্রোমোটিডের এই অরঞ্জিত বা রংহীন অঞ্চল কে বলা হয় সেন্ট্রোমিয়ার । দুটি সিস্টারক্রোমোটিড সেন্ট্রোমিয়ার অঞ্চলে অত্যন্ত দৃঢ় ভাবে সংযুক্ত থাকে । সেন্ট্রোমিয়ারের অবস্থানটি ক্রোমোসোমে একটি খাঁজ সৃষ্টি করে এই খাঁজ কে বলা হয় মুখ্যকুঞ্চন। আদর্শ ক্রোমোসোমে একটি মাত্র সেন্ট্রোমিয়ার থাকে ।
29. সর্বনিম্ন সংখ্যক ক্রোমোসোম থাকে কোন প্রাণীতে?
Edit
Topic: ক্রোমোসোম, কোষ ও এর গঠন (হাসান)
Explaination: সর্বনিম্ন সংখ্যক ক্রোমোসোম থাকে গোলকৃমি ( Ascaris megalocephalus ) তে । যার সংখ্যা মাত্র ২ টি বা ১ জোড়া । রেশম পোকার ক্রোমোসোম সংখ্যা ৪৬ টি বার ২৩ জোড়া , হাইড্রা এর ক্রোমোসোম সংখ্যা ৩২ টি বা ১৬ জোড়া ।
30. RNA এর শতকরা কতভাগ নিউক্লিয়াসে থাকে?
Edit
Topic: DNA, কোষ ও এর গঠন (হাসান)
Explaination: সকল জীবে RNA থাকে । একটি কোষে বিরাজ মান RNA এর শতকরা ৯০ ভাগ থাকে সাইটোপ্লাজমে বাকি ১০ ভাগ থাকে নিউক্লিয়াসে ।
31. Transcription এর প্রধান এনজাইম -
Edit
Topic: ট্রান্সক্রিপশন, কোষ ও এর গঠন (হাসান)
Explaination: ট্রান্সক্রিপশনের প্রধান এনজাইম হলো RNA পলিমারেজ ( RNA Polymerase ) । DNA অণুর একটি স্ট্র্যান্ডের জিন অংশের প্রথমাংশে অবস্থিত প্রোমোটারে (promoter ) RNA পলিমারেজ এনজাইম সংযুক্ত হয়ে DNA অণুর ডাবল হেলিক্স এর প্যাঁচ খুলে দেওয়ার ( সাধারণত প্রথমে ২০টি বেপেয়ার খুলে যায় ) মাধ্যমে ট্রান্সক্রিপশন এর সূচনা হয় ।
32. যে জিনের বহিঃপ্রকাশের ফলে জীবের মৃত্যু ঘটে, তাকে কী বলে?
Edit
Topic: জিন, কোষ ও এর গঠন (হাসান)
Explaination: যে জিনের বহিঃপ্রকাশের ফলে জীবের মৃত্য ঘটে তাকে লিথাল জিন ( Lethal gene ) বলে ।
33. DNA ডাবল হেলিক্সের প্রতিটি প্যাঁচ সম্পর্কে কোন তথ্যটি সঠিন নয়?
Edit
Topic: DNA, কোষ ও এর গঠন (হাসান)
Explaination: DNA অণু দ্বিসূত্রক, বিন্যাস ডান থেকে বাম দিকে ঘুরানো ( প্যাঁচানো ) সিড়ির মতো যাকে বলা হয় ডাবল হেলিক্স । DNA অণুর সূত্র দুটির প্রতিটি প্যাঁচ বা ঘূর্ণনের দৈর্ঘ্য 34 Å ( 3.4 nm) । প্রতিটি প্যাঁচে নাইট্রোজিনাস বেস জোড়ের ১০টি ধাপ সমদূরত্বে অবস্থান করে । ফলে সিঁড়ির এক ধাপ থেকে অপর ধাপের দূরত্ব হয় 3.4 Å ( 0.34 nm) । প্রতিটি প্যাঁচে হেলিক্স দুটির ব্যাস 20 Å ( 2 nm) । তবে DNA অণুর দৈর্ঘ্য প্রজাতিভেদে ভিন্ন । প্রতিটি ঘূর্ণনে মনোনিউক্লিওটাইডের সংখ্যা ২০ টি বা ১০ জোড়া । প্রতিটি হাইড্রোজেন বন্ড এর সংখ্যা ২৫ টি । DNA অণুর আণবিক ওজন 106-109 এর মধ্যে ।
34. পাশাপাশি দুটি নিউক্লিওটাইড (Nucleotide) কোন বন্ধন দ্বারা পরস্পর যুক্ত থাকে?
Edit
Topic: নিউক্লিক এসিড, কোষ ও এর গঠন (হাসান)
Explaination: এক অণু নিউক্লিওসাইড-এর সাথে এক অণু ফসফেট যুক্ত হয়ে গঠিত যৌগকে নিউক্লিওটাইড বলে । একটি নিউক্লিওটাইড যখন আরেকটি নিউক্লিওটাইডের সাথে ফসফো-ডাইএস্টার বন্ধনীর সাহায্যে যুক্ত হয় তখন তাকে ডাইনিউক্লিওটাইড বলে । ১ম নিউক্লিওটাইডের পেন্টোজ শ্যুগারের ৫নং কার্বনের সাথে এবং ২য় নিউক্লিওটাইডের পেন্টোজ শ্যুগারের ৩নং কার্বন ফসফেট ডাই-এস্টার বন্ধন দ্বারা যুক্ত হয় ফলে একটি ডাইনিউক্লিওটাইড গঠিত হয় ।
35. mRNA সৃষ্টির জন্য template হিসেবে ব্যবহৃত DNA স্ট্র্যান্ডকে কী বলে?
Edit
Topic: ট্রান্সক্রিপশন, কোষ ও এর গঠন (হাসান)
Explaination: DNA থেকে mRNA তৈরির প্রক্রিয়া হলো ট্রান্সক্রিপশন । ট্রান্সক্রিপশনের মাধ্যমে DNA কোড RNA কোড হিসেবে রাসায়নিক ভাবে পুনঃলিখিত হয় । DNA হলো ডাবল স্ট্র্যান্ড কিন্তু RNA হলো একক স্ট্র্যান্ডবিশিষ্ট । তাই ট্রান্সক্রিপশন হবে ডাবল স্ট্র্যান্ডের পরিবর্তে একক স্ট্র্যান্ডে । যে স্ট্র্যান্ডকে ছাঁচ ( Template ) হিসেবে ব্যবহার করা হবে সেই স্ট্র্যান্ডকে হলা হয় Template strand , Antisense strand বা non-coding strand । অপর স্ট্র্যান্ডটিকে ( যে স্ট্র্যান্ড থেকে ট্রান্সক্রিপশন হবে না ) বলা হয় Complementary strand , Sense strand বা Coding strand ।
36. হিস্টোন প্রোটিনের সাথে সংযুক্ত অবস্থায় DNA কে বলা হয়–
Edit
Topic: ক্রোমোসোম, কোষ ও এর গঠন (হাসান)
Explaination: ক্রোমোসোমের মূল উপাদান হলো ক্রোমোটিন যা প্রকৃতপক্ষে DNA-প্রোটিন যৌগ । হিস্টোন প্রোটিন এর সাথে সংযুক্ত অবস্থায় DNA কে বলা হয় নিউক্লিওসোম ।
37. কোনটি দুই রিং বিশিষ্ট পিউরিন বেস?
Edit
Topic: নিউক্লিক এসিড, কোষ ও এর গঠন (হাসান)
Explaination: দুই রিং বিশিষ্ট ক্ষারককে বলা হয় পিউরিন । এর সংকেত হলো C5H4N4 । নিউক্লিক অ্যাসিডে দুইপ্রকার পিউরিন ক্ষারক থাকে , যথা : অ্যাডনিন ( Adenin = A ) এবং গুয়ানিন ( Guanin = G ) ।
38. মানুষের লিঙ্গ নির্ধারণের জন্য কত জোড়া chromosome দায়ী?
Edit
Topic: ক্রোমোসোম, কোষ ও এর গঠন (হাসান)
Explaination: মানুষের 2n ক্রোমোসোম সংখ্যা ২৩ জোড়া অর্থাৎ ৪৬টি । এর মধ্যে ২টি বা ১ জোড়া সেক্স ক্রোমোসোম যা মানুষের লিঙ্গ নির্ধারণ করে এবং বাকি ৪৪টি বা ২২ জোড়া হলো অটোসোম ।
39. নিচের কোন কোডনটি কোনো amino acid নির্দেশ করে না?
Edit
Topic: জেনেটিক কোড, কোষ ও এর গঠন (হাসান)
Explaination: ৬৪ টি কোডন এর মধ্যে ৩ টি কোডন বাদে বাকি ৬১ টি কোডন amino acid নির্দেশ করে । এই তিনটি কোডন কে স্টপ কোডন বলা হয় । এরা অ্যামিনো অ্যাসিড কে নির্দেশ করে না । এই কোডন তিনটি হলো UAG , UGA এবং UAA ।
40. পলিপেপটাইড ট্রান্সলেশনের ক্ষেত্রে termination codon কোনটি?
Edit
Topic: ট্রান্সলেশন, কোষ ও এর গঠন (হাসান)
Explaination: পলিপেপটাইড ট্রান্সলেশনের ক্ষেত্রে termination codon হলো ৩ টি UGA , UAA এবং UAG । রাইবোসোমের সাইট-A তে কোনো স্টপ কোডন পৌঁছালে ট্রান্সলেশনের সমাপ্তি ঘটে । স্টপ কোডন রাইবোসোমের সাইট-A তে যুক্ত হলে অ্যামিনো অ্যাসাইল-tRNA-এর পরিবর্তে একটি প্রোটিন রিলিজ ফ্যাক্টর সাইট-A তে সংযুক্ত হয় । এর ফলে পলিপেপটাইড চেইন সাইট-P থেকে মুক্ত হয়ে যায় এবং একই সাথে রাইবোসোমের দুটি অংশও পৃথক হয়ে যায় । খালি tRNA এবং রিলিজ ফ্যাক্টর ও পৃথক হয়ে যায় ।
41. শুক্রাণুর ক্রোমোসোমে কোনটি পাওয়া যায়?
Edit
Topic: ক্রোমোসোম, কোষ ও এর গঠন (হাসান)
Explaination:
42. DNA অণুকে অতিমাত্রায় প্যাঁচানো অবস্থা থেকে মুক্ত করে -
Edit
Topic: DNA রেপ্লিকেশন, কোষ ও এর গঠন (হাসান)
Explaination: সদ্য প্যাঁচ খোলার পর পূর্বের টান বা আকর্ষণজনিত কারণে পৃথককৃত স্ট্র্যান্ড দুটি পুনরায় প্যাঁচ পাকাতে ও জোড়া হতে চায়। টপোআইসোমারেজ ( topoisomerase ) এনজাইম পৃথক স্ট্র্যান্ড দুটিকে পুনরায় একসাথে প্যাঁচ তৈরি করতে ও জোড়া হতে দেয় না । ( এই এনজাইম DNA স্ট্র্যান্ড দুটিকে পুনরায় কাছাকাছি কেটে দেয় তাই স্ট্র্যান্ডের প্যাঁচ তৈরি করার ও জড়ো হওয়ার আকর্ষণজনিত টান ও প্রবণতা নষ্ট হয়ে যায় । এই এনজাইম কাটা স্থান আবার সংযুক্ত করে দেয় ।) আদি কোষে এই কাজ গাইরেজ নামক এনজাইম করে থাকে ।
43. প্রকৃত কোষের কোথায় Transcription প্রক্রিয়া সংঘটিত হয়?
Edit
Topic: ট্রান্সক্রিপশন, কোষ ও এর গঠন (হাসান)
Explaination: প্রকৃত কোষের নিউক্লিয়াসে ট্রান্সক্রিপশন প্রক্রিয়া সংঘটিত হয় । এজন্য ৩ প্রকার এনজাইম প্রয়োজন হয় । RNA পলিমারেজ II , I এবং III
44. ক্রোমোসোমে protein-এর পরিমাণ শতকরা কত ভাগ?
Edit
Topic: ক্রোমোসোম, কোষ ও এর গঠন (হাসান)
Explaination: ক্রোমোসোমে প্রোটিন এর শতকরা পরিমাণ ৫৫ ভাগ । ক্রোমোসোমে দুই ধরণের প্রোটিন পাওয়া যায় । যথা : ১. নিম্ন আণবিক গুরুত্বসম্পন্ন প্রোটিন , ২. উচ্চ আণবিক গুরুত্বসম্পন্ন প্রোটিন ।
45. মানুষের জরা রোধে কাজ করে কোন এনজাইম?
Edit
Topic: ক্রোমোসোম, কোষ ও এর গঠন (হাসান)
Explaination: বিজ্ঞানী এইচ.জে.মোলার এর মতে ক্রোমোসোমের উভয় প্রান্তের বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ অঞ্চলকে টেলোমিয়ার বলে । অধিক বয়সে মানুষের জরা রোধে টেলোমিয়ার বিশেষ ভূমিকা রাখে বলে ধারণা করা হয় । টেলোমারেজ এনজাইম মানুষের জরা রোধে কাজ করে ।
46. নিউক্লিক এসিডে ফসফরাসের পরিমাণ কত ?
Edit
Topic: নিউক্লিক এসিড, কোষ ও এর গঠন (হাসান)
Explaination: নিউক্লিক অ্যাসিড কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন এবং ফসফরাস মৌল নিয়ে গঠিত। নিউক্লিক অ্যাসিডে ফসফরাসের পরিমাণ ১০% এবং নাইট্রোজেনের পরিমাণ ১৫% ।
47. এনজাইমের কাঠামো দান করে কোন RNA?
Edit
Topic: RNA, কোষ ও এর গঠন (হাসান)
Explaination: সাইটোপ্লাজমীয় RNA ও নিউক্লীয় RNA নামে কিছু ক্ষুদ্র RNA রয়েছে যারা কোষে বিভিন্ন প্রোটিনের সাথে মিশে এনজাইমের কাঠামো দান করে । এরা মাইনর RNA (miRNA) হিসেবে পরিচিত । এর অপর নাম হলো নিউক্লীয় RNA / Guide RNA/রাইবোজাইম ।
48. ইউক্রোমাটিন নিয়ে কোন উক্তিটা সত্য নয় ?
Edit
Topic: ক্রোমোসোম, কোষ ও এর গঠন (হাসান)
Explaination: ক্রোমোসোমের যে অংশ কম কুণ্ডলিত ও সক্রিয় DNA ধারণ করে থাকে তাকে ইউক্রোমোটিন বলে ।
49. Okazaki খন্ডগুলোকে পরিপূরক স্ট্র্যান্ডে যুক্ত করে কোনটি?
Edit
Topic: DNA রেপ্লিকেশন, কোষ ও এর গঠন (হাসান)
Explaination: DNA-অণুর রেপ্লিকেশনে ল্যাগিং সূত্রের খন্ড খন্ড বিচ্ছিন্ন অংশকে ওকাজাকি (Okazaki) খন্ড বলে । লাইগেজ এনজাইম ওকাজাকি (Okazaki) খন্ডগুলোর মধ্যকার গ্যাপকে সংযুক্ত করে নতুন ভাবে সৃষ্ট অংশকে নিরবিচ্ছিন্নতা দান করে ।
50. DNA Replication-এ lagging সূত্রের প্রতিটি খন্ডকে কি বলে?
Edit
Topic: DNA রেপ্লিকেশন, কোষ ও এর গঠন (হাসান)
Explaination: DNA-অণুর রেপ্লিকেশনে ল্যাগিং সূত্রের খন্ড খন্ড বিচ্ছিন্ন অংশকে ওকাজাকি (Okazaki) খন্ড বলে । লাইগেজ এনজাইম ওকাজাকি (Okazaki) খন্ডগুলোর মধ্যকার গ্যাপকে সংযুক্ত করে নতুন ভাবে সৃষ্ট অংশকে নিরবিচ্ছিন্নতা দান করে ।
51. নিচের কোন RNA তে এন্টিকোডন ফাঁস থাকে?
Edit
Topic: RNA, কোষ ও এর গঠন (হাসান)
Explaination: যে সব RNA জেনেটিক কোড অনুযায়ী একেকটি অ্যামিনো অ্যাসিড mRNA অণুতে স্থানান্তর করে প্রোটিন সংশ্লেষে সাহায্য করে সেগুলো কে ট্রান্সফার RNA বা tRNA বলে । প্রাথমিক ভাবে প্রতিটি tRNA এক সূত্রক এবং লম্বা চেইনের মতো থাকে কিন্তু পরবর্তীতে এটি ভাঁজ হয়ে যায় এবং বিভিন্ন বেস-এর মধ্যে জোড়ার সৃষ্টি হয়ে প্রতিটি tRNA-তে একাধিক ফাঁস (loop) সৃষ্টি হয় । সবচেয়ে গুরুত্বপূর্ণ ফাঁস হলো অ্যান্টিকোডন ফাঁস যা mRNA-এর কোডন-এর সাথে মুখেমুখে বসে যেতে পারে ।
52. DNA এর যে ক্ষুদ্রতম একক জেনেটিক রিকম্বিনেশনে অংশগ্রহণ করে-
Edit
Topic: জিন, কোষ ও এর গঠন (হাসান)
Explaination: DNA-এর যে অংশ DNA-এর অনুলিপন নিয়ন্ত্রণ করে তাকে রেপ্লিকন বলে অর্থাৎ এটি রেপ্লিকেশন এর একক ।
53. একটি অপেরন এ প্রোটিন উৎপাদন কে নিয়ন্ত্রণ করে ?
Edit
Topic: জিন, কোষ ও এর গঠন (হাসান)
Explaination: জিন ক্রিয়া ব্যাখ্যার জন্য Jacob & Monad (1961) ‘অপেরন মডেল’ প্রস্তাব করেন । আদি কোষে জিন প্রকাশের ইউনিট কে বলা হয় operon (অপেরন) । একটি গাঠনিক জিন তার সাথে চালক জিন বা অপারেটর জিন , নিয়ন্ত্রক জিন বা রেগুলেটর জিন এবং উদ্দিপক জিন বা প্রোমোটর জিন নিয়ে সম্মিলিত ভাবে কাজ করে । এ চার প্রকার জিন কে একত্রে অপেরন বলে ।
১.গাঠনিক জিন (Structural gene) : যা এনজাইম সংশ্লেষ্ন করে
২.প্রোমোটর বা উদ্দিপক জিন ( promoter gene) : যেখানে RNA-পলিমারেজ এনজাইম সংযুক্ত হয়
৩. অপারেটর বা চালক জিন ( operator gene) : চালক জিন গাঠনিক জিনের প্রোটিন উৎপাদন কে
নিয়ন্ত্রণ করে
৪. রেগুলেটর বা নিয়ন্ত্রক জিন ( Regulator gene) : যা চালক জিন কে নিয়ন্ত্রণ করে ।
54. ট্রানস্ক্রিপশন এর ধাপ নয় কোনটি?
Edit
Topic: ট্রান্সক্রিপশন, কোষ ও এর গঠন (হাসান)
Explaination: ট্রান্সক্রিপশন প্রক্রিয়া কে ৩ ধাপে ভাগ করা হয়েছে এর ধাপ গুলো হলো :
১. ট্রান্সক্রিপশনের সূচনা বা Initiation
২. mRNA স্ট্র্যান্ড বর্ধিতকরণ বা Elongation
৩. সমাপ্তিকরণ বা Termination
55. DNA হইতে mRNA তে বার্তা স্থানান্তরিত হওয়ার প্রকিয়াকে কি বলে?
Edit
Topic: ট্রান্সক্রিপশন, কোষ ও এর গঠন (হাসান)
Explaination: RNA পলিমারেজ এনজাইম দ্বারা DNA বেস সিকোয়েন্স কপি করে mRNA সংশ্লেষণ প্রক্রিয়া হলো ট্রান্সক্রিপশন । সুতরাং DNA থেকে mRNA তৈরি প্রক্রিয়া হলো ট্রান্সক্রিপশন ।
56. রিভার্স ট্রানস্ক্রিপশন এ কি তৈরি হয়?
Edit
Topic: ট্রান্সক্রিপশন, কোষ ও এর গঠন (হাসান)
Explaination: ভাইরাল RNA জিনোম রিভার্জ ট্রান্সক্রিপ্টেজ এনজাইমের জন্য কোড করতে পারে । যে ভাইরাস এনজাইম ব্যবহার করে থাকে তাকে বলা হয় রিট্রোভাইরাস । রিভার্জ ট্রান্সক্রিপ্টেজ এনজাইম ব্যবহার করে ভাইরাল RNA কে ছাঁচ হিসেবে ধরে নিয়ে কমপ্লিমেন্টারি DNA তৈরি করাকে বলা হয় রিভার্জ ট্রান্সক্রিপশন ।
57. নিচের কোনটি যথাক্রমে স্টার্ট কোডন ও স্টপ কোডন?
Edit
Topic: জেনেটিক কোড, কোষ ও এর গঠন (হাসান)
Explaination: ৬৪ টি কোডন এর মধ্যে UGA, UAA, UAG এই তিনটি কোডন হচ্ছে স্টপ কোডন এবং বাকি ৬১ কোডন এর মধ্যে AUG হলো স্টার্ট কোডন ।
58. নিউক্লিক এসিডকে hydrolysis করলে কোনটি পাওয়া যায় না?
Edit
Topic: নিউক্লিক এসিড, কোষ ও এর গঠন (হাসান)
Explaination: নিউক্লিক অ্যাসিড হলো নাইট্রোজেনঘটিত ক্ষারক, পেন্টোজ শ্যুগার এবং ফসফোরিক অ্যাসিডের সমন্বয়ে গঠিত অ্যাসিড যা জীবের বংশগতির ধারাসহ সকল কার্যক্রম নিয়ন্ত্রণ করে । নিউক্লিক অ্যাসিড কে হাইড্রোলাইসিস করলে ১. পেন্টোজ শ্যুগার, ২.নাইট্রোজেনঘটিত ক্ষারক , ৩. ফসফোরিক অ্যাসিড এই ৩ টি মূল উপাদান পাওয়া যায় ।
59. 20 প্রকার অ্যামিনো এসিডের জন্য কতটি কোডন থাকে?
Edit
Topic: জেনেটিক কোড, কোষ ও এর গঠন (হাসান
Explaination: ৩টি করে বেস গুচ্ছবদ্ধ করলে এদের কম্বিনেশন দাঁড়ায় ৬৪ যা ২০টি অ্যামিনো অ্যাসিড কে কোড করতে পারবে তাই কোডন সংখ্যা ৬৪টি কিন্তু এর মধ্যে ৩টি Nonsense কোডন বা স্টপ কোডন থাকে যা অ্যামিনো অ্যাসিড কে কোড করে না । কাজেই অ্যামিনো অ্যাসিড কে কোড করার জন্য কার্যকরী কোডন সংখ্যা হলো ৬১টি ।
60. ট্রান্সলেশন এর সূচনালগ্নে বাধা দেয় কোন অ্যান্টিবায়োটিক?
Edit
Topic: জিন, কোষ ও এর গঠন (হাসান)
Explaination: স্ট্রেপটোমাইসিন ট্রান্সলেশন এর সূচনালগ্নে বাধা দেয় ।
61. রেপ্লিকন এর কাজ কি?
Edit
Topic: জিন, কোষ ও এর গঠন (হাসান)
Explaination: DNA-এর যে অংশ DNA-এর অনুলিপন নিয়ন্ত্রণ করে তাকে রেপ্লিকন বলে অর্থাৎ এটি রেপ্লিকেশন এর একক ।
62. কোডন কোথায় থাকে?
Edit
Topic: জেনেটিক কোড, কোষ ও এর গঠন (হাসান)
Explaination: জেনেটিক কোড হলো একটি 3-Letter ( তিনটি নিউক্লিওটাইড বা বেস) কোড যা DNA অণুতে পরপর একত্রে বিন্যস্ত থাকে । DNA অণুতে অবস্থিত 3-Letter কোড প্রথমে রূপান্তরিত হয়ে mRNA তে কোডন হিসেবে সজ্জিত থাকে ।
63. Nonsense কোডন কতটি?
Edit
Topic: জেনেটিক কোড, কোষ ও এর গঠন (হাসান)
Explaination: Nonsense কোডন হলো একটি কোডন যার জন্য যার জন্য স্বাভাবিক কোনো tRNA অণু বিদ্যমান নেই । Nonsense কোডনের উপস্থিতি ট্রান্সলেশন এর সমাপ্তি ঘটায় ( পলিপেপটাইড চেইনের সমাপ্তি ) যার ফলে এক স্টপ কোডন ও বলা হয় । Nonsense কোডন বা স্টপ কোডনের সংখ্যা ৩ টি যথা : অ্যাম্বার (UAG) , ওচাল (UAA) , ওপার (UGA) ।
64. ট্রিপটোফ্যান অপেরন এর গাঠনিক জিন কয়টি?
Edit
Topic: জেনেটিক কোড,কোষ ও এর গঠন (হাসান)
Explaination: ট্রিপটোফ্যান অপেরন এর গাঠনিক জিন ৫ টি এবং ল্যাক্টোজ অপেরন এর গাঠনিক জিন ৩ টি ।
65. Genetic code-এর ক্ষেত্রে কোনটি ভুল?
Edit
Topic: জেনেটিক কোড, কোষ ও এর গঠন (হাসান)
Explaination:
66. ড্রসোফিলা মাছির চোখের রং কয়টি জিন দ্বারা নিয়ন্ত্রিত হয়?
Edit
Topic: জিন, কোষ ও এর গঠন (হাসান)
Explaination:
67. নিউক্লিওসাইডে পেন্টোজ স্যুগারের কত নং কার্বনে nitrogen base যুক্ত থাকে?
Edit
Topic: নিউক্লিক এসিড, কোষ ও এর গঠন (হাসান)
Explaination: এক অণু নাট্রোজেনঘটিত ক্ষারক ও এক অণু পেন্টোজ শ্যুগার যক্ত হয়ে গ্লাইকোসাইড যৌগকে বলা হয় নিউক্লিউওসাইড। ক্ষারক পাইরিমিডিন হলে তাকে বলা হয় পাইরিমিডিন নিউক্লিওসাইড ক্ষারক পিউরিন হলে তাকে বলে পিউরিন নিউক্লিওসাইড । পাইরিমিডিন নিউক্লিওসাইডে ক্ষারকের ১নং নাইট্রোজেন, পেন্টোজ শ্যুগারের ১নং কার্বনের হাইড্রক্সিল মূলকের সাথে গ্লাইকোসাইডিক বন্ধনে যুক্ত থাকে । কিন্তু পিউরিন নিউক্লিওসাইডে ক্ষারকের ৯ নং নাইট্রোজেন পেন্টোজ শ্যুগারের ১নং কার্বনের সাথে হাইড্রক্সিল মূলকের সাথে গ্লাইকোসাইডিক বন্ধনে যুক্ত থাকে ।
68. আরজিনিন এর জন্য কয়টি কোডন পাওয়া যায়?
Edit
Topic: জেনেটিক কোড,কোষ ও এর গঠন (হাসান)
Explaination:
69. mRNA চূড়ান্তকরণের সময় কোনটি কে বাদ দেওয়া হয়?
Edit
Topic: ট্রান্সক্রিপশন, কোষ ও এর গঠন (হাসান)
Explaination: নিউক্লিয়াসে Pre-mRNA কে স্লাইসিং করা হয় । mRNA Splicing হলো intron তথা নন-কোডিং অঞ্চল অংশ কেটে বাদ দেওয়া এবং সমস্ত exon অংশ একসাথে নিয়ে এসে সংযুক্ত করে দেওয়া । একে জিন splicing ও বলা হয় । splicing করা হয়ে থাকে spliceosome-এ । Pre-mRNA এবং কতগুলো small ribonucleoproteins ( SnRNPs) মিলিত কমপ্লেক্সকে বলা হয় spliceosome । splicing কাজটা এতোটা নিপুণভাবে হয়ে থাকে যে intron এর একটি বেসও চূড়ান্ত mRNA তে থাকে না , আবার exon এর একটি বেসও চূড়ান্ত mRNA থেকে বাদ পড়ে না ।
70. গলগি বডির রাসায়নিক গঠনে কোন ভিটামিন থাকে?
Edit
Topic: গলগি বডি, কোষ ও এর গঠন (হাসান)
Explaination: গলগি বডির আবরণীতে ৬০ ভাগ প্রোটিন এবং ৪০ ভাগ ফসফোলিপিড থাকে । এছাড়া এতে ফ্যাটি অ্যাসিড, ভিটামিন-K ও ক্যারোটিনয়েড থাকে । বিভিন্ন ধরণের এনজাইম দ্বারা এদের থলিগুলো পূর্ণ থাকে ।
71. একটি কোষ কতবার বিভক্ত হবে তা কে নির্ধারণ করে?
Edit
Topic: ক্রোমোসোম, কোষ ও এর গঠন (হাসান)
Explaination: বিজ্ঞানী এইচ.জে.মোলার এর মতে ক্রোমোসোমের উভয় প্রান্তের বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ অঞ্চলকে টেলোমিয়ার বলে । ক্রোমোসোমের মাথায় DNA-এর repeated sequence হলো টেলোমিয়ার। কোষ বিভাজনে DNA-এর কোডিং অঞ্চলকে ধ্বংসপ্রাপ্ত হতে রক্ষা করা এর কাজ । একটি কোষ কত বার বিভক্ত হবে তার নির্ধারণ করে টেলোমিয়ার। প্রতি বিভাজনে টেলোমিয়ার এর দৈর্ঘ্য কমতে থাকে , দৈর্ঘ্য পরিমাপ করে বলা যায় ঐ কোষটি কতবার বিভক্ত হবে এবং জীবটি (মানুষ) আর কতকাল বাঁচবে।
72. কোন অঙ্গের কোষে মাইটোকন্ড্রিয়ার উপস্থিতি বেশি থাকে?
Edit
Topic: মাইটোকন্ড্রিয়া, কোষ ও এর গঠন (হাসান)
Explaination: প্রকারভেদে প্রতি কোষে মাটোকন্ড্রিয়া এক হতে একাধিক থাকতে পারে । সাধারণত গড়ে প্রতি কোষে ৩০০ থেকে ৪০০ টি মাইটোকন্ড্রিয়া থাকে । যকৃতে মাইটোকন্ড্রিয়া সবচেয়ে বেশি থাকে এর সংখ্যা ১০০০ বা ততোধিক থাকে ।
73. প্রোটোপ্লাজমে পানির পরিমাণ শতকরা কত?
Edit
Topic: প্রোটোপ্লাজম, কোষ ও এর গঠন (হাসান)
Explaination: কোষের অভ্যন্তরের অর্ধস্বচ্ছ আঠালো এবং জেলির ন্যায় অর্ধতরল,কলয়ডালধর্মী সজীব পদার্থকে প্রোটোপ্লাজম বলে। প্রোটোপ্লাজমই কোষের তথা দেহের সকল মৌলিক জৈবিক কার্যাদি সম্পন্ন করে থাকে। এ জন্যই প্রোটোপ্লাজমকে জীবনের ভিত্তি বলা হয়। এতে ৭০% থেকে ৯০% পানি থাকে ।
74. উচ্চশ্রেণির উদ্ভিদকোষে ক্লোরোপ্লাস্টের সাধারণ আকৃতি -
Edit
Topic: প্লাস্টিড, কোষ ও এর গঠন (হাসান)
Explaination: উচ্চশ্রেণির উদ্ভিদকোষে ক্লোরোপ্লাস্টের আকৃতি সাধারণত লেন্সের মতো হয়ে থাকে । লেন্স আকৃতির ক্লোরোপ্লাস্টের ব্যাস সাধারণত ৩-৫ মাইক্রন ।
75. উদ্ভিদ কোষ প্রাচীরের (cell wall) প্রধান উপাদান -
Edit
Topic: কোষ প্রাচীর, কোষ ও এর গঠন (হাসান)
Explaination: উদ্ভিদকোষ প্রাচীরের প্রধান উপাদান হলো সেলুলোজ । সেলুলোজ হলো একটি পলিস্যাকারাইড যা ৬-কার্বনবিশিষ্ট β-D গ্লুকোজের অসংখ্য অণু নিয়ে গঠিত ।
76. ঝিল্লি দ্বারা বেষ্টিত cytoplasmic organelle নয়-
Edit
Topic: রাইবোসোম, কোষ ও এর গঠন (হাসান)
Explaination: রাইবোসোম ( ribosome ) ঝিল্লি দ্বারা বেষ্টিত cytoplasmic organelle নয় কারণ রাইবোসোম ( ribosome ) এর কোনো আবরণী নেই । রাইবোসোম ব্যতীত অন্য ঝিল্লি বিহীন অঙ্গাণু গুলো হলো কোষীয় কঙ্কাল, সেন্ট্রিওল, প্রোটিওসোম ।
77. ইউক্যারিওটিক কোষে ribosome কোন ধরনের?
Edit
Topic: রাইবোসোম, কোষ ও এর গঠন (হাসান)
Explaination: ইউক্যারিওটিক কোষে ribosome 80S । এটি 60S এবং 40S সাবইউনিট একত্রে মিলিত হয়ে গঠন করে ।
78. সবচেয়ে ছোট কোষ হলো -
Edit
Topic: কোষের আয়তন, কোষ ও এর গঠন (হাসান)
Explaination: সবচেয়ে ছোট কোষ হলো মাইকোপ্লাজমা ( Mycoplasma gallisepticum) যার অপর নাম হলো PPLO ( Pleuro Pneumonia Like Organism) যার কোষীয় ব্যাস মাত্র ০.১ মাইক্রোমিটার এবং সবচেয়ে বড় কোষ হলো উট পাখির ডিম । মানবদেহের সবচেয়ে লম্বা কোষ হলো- মটর নিউরন ।
79. কোষীয় কঙ্কাল (Cytoskeleton) এর অন্তর্ভুক্ত নয়-
Edit
Topic: কোষীয় কঙ্কাল, কোষ ও এর গঠন (হাসান)
Explaination: সকল প্রকৃতকোষের সাইটোপ্লাজমীয় অঙ্গাণুর অর্ন্তবর্তী স্থানে কতগুলো সূত্রক সম্মিলিতভাবে জালিকার ন্যায় গঠন তৈরি করে এদের কে কোষীয় কঙ্কাল বা সাইটোস্কেলিটন বলে । সাধারণত প্রোটিন নির্মিত তিন ধরণের সূত্রক নিয়ে কোষীয় কঙ্কাল গঠিত । যথা : মাইক্রোটিউবিউলস, মাইক্রোফিলামেন্ট ও ইন্টারমিডিয়েট ফিলামেন্ট ।
80. পারঅক্সিসোমের প্রধান enzyme হলো-
Edit
Topic: পারঅক্সিসোম, কোষ ও এর গঠন (হাসান)
Explaination: অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের আউটপকেটিং-এর মাধ্যমে পারঅক্সিসোম তৈরি হয় । এরা এক আবরণী বিশিষ্ট, ব্যাস ০.২-১৭ মাইক্রোমিটার এবং এরা দানাদার। এর ভেতরে ক্রিস্টাল বা দানাদার আকারে সঞ্চয়ী এনজাইম জমা থাকে। এর মধ্যে প্রধান এনজাইম হলো ক্যাটালেজ (catalase ) ।
81. কোষের অভ্যন্তরের pH রক্ষা করে -
Edit
Topic: কোষগহ্বর, কোষ ও এর গঠন (হাসান)
Explaination: কোষ গহ্বর ( cell vacuole ) এর উল্লেখ্যযোগ্য কাজের মধ্যে একটি কাজ হলো এটি কোষের অভ্যন্তরের pH রক্ষা করে ।
এছাড়া কোষ গহ্বর ( cell vacuole ) এর কাজের মধ্যে রয়েছে
১. কোষরস ধারণ করা ।
২. প্রয়োজনীয় বর্জ্য পদার্থ ধারণ করা ।
৩. কোষের ভিতরের পানির চাপ রক্ষা করা ।
82. কোষগহ্বরের চারপাশের একস্তরবিশিষ্ট আবরণকে কী বলে?
Edit
Topic: কোষগহ্বর, কোষ ও এর গঠন (হাসান)
Explaination: প্রোটোপ্লাজম দিয়ে গঠিত যে পাতলা পর্দা কোষ গহ্বরকে বেষ্টন করে থাকে তাকে টনোপ্লাস্ট বলে। টনোপ্লাস্ট একস্তরবিশিষ্ট এবং এর পর্দা রাবার জাতীয় ।
83. নিচের কোনটি সেন্ট্রিওলের কাজ নয়?
Edit
Topic: সেন্ট্রিওল, কোষ ও এর গঠন (হাসান)
Explaination: সেন্ট্রিওলের কাজ গুলো হলো :
১. শুক্রাণুর লেজ গঠন করা
২. কোষ বিভাজনের সময় মাকুতন্তু গঠন করা ।
৩. কোষ বিভাজনে সাহায্য করা ।
৪. সিলিয়া ও ফ্ল্যাজেলাযুক্ত কোষে সিলিয়া ও ফ্ল্যাজেলা সৃষ্টি করে ।
84. নিচের কোনটিতে সেন্ট্রিওল উপস্থিত থাকে?
Edit
Topic: সেন্ট্রিওল, কোষ ও এর গঠন (হাসান)
Explaination: আদি কোষ , ডায়াটম , ঈস্ট ও আবৃতবীজী ( Angiospermae) উদ্ভিদে সেন্ট্রিওল অনুপস্থিত থাকে । নগ্নবীজী ( জিমনোস্পার্ম ) উদ্ভিদে সেন্ট্রওল উপস্থিত থাকে ।
85. নিচের কোন উপাদানটি ক্লোরোপ্লাস্টের আবরণ গঠন করে?
Edit
Topic: প্লাস্টিড, কোষ ও এর গঠন (হাসান)
Explaination: সমস্ত ক্লোরোপ্লাস্ট একটি দুই স্তরবিশিষ্ট আংশিক অনুপ্রবেশ্য (semipermeable) মেমব্রেন ( ঝিল্লি ) দ্বারা আবৃত থাকে । ক্লোরোপ্লাস্টে মেমব্রেনে ফসফোলিপিড-এর পরিবর্তে গ্লাইকোসিল গ্লিসারাইড ( glycosyl glyceride) থাকে । এটি একটি ব্যতিক্রমী গঠন ।
86. শুক্রাণুর লেজ গঠন করে কোন অঙ্গাণু?
Edit
Topic: সেন্ট্রিওল, কোষ ও এর গঠন (হাসান)
Explaination: সেন্ট্রিওলের কাজের মধ্যে উল্লেখযোগ্য একটি কাজ হলো এটি শুক্রাণুর লেজ গঠন করে তাছাড়া এটি কোষ বিভাজনের সময় মাকুতন্তু গঠন করে । কোষ বিভাজনে সাহায্য করে । সিলিয়া ও ফ্ল্যাজেলাযুক্ত কোষে সিলিয়া ও ফ্ল্যাজেলা সৃষ্টি করে ।
87. সেন্ট্রিওলের প্রাচীরে ত্রয়ী অণুনালিকার (triplets) সংখ্যা-
Edit
Topic: সেন্ট্রিওল, কোষ ও এর গঠন (হাসান)
Explaination: সেন্ট্রিওল প্রাচীর ৯টি ত্রয়ী অণূনালিকা দিয়ে গঠিত । প্রত্যেক অণুনালিকা সমদূরে অবস্থিত এবং প্রতিটি তিনটি করে উপনালিকা নিয়ে গঠিত । উপনালিকাগুলো পার্শ্ববর্তী অণুনালিকার সাথে এক প্রকারের ঘন উপাদানের সাথে যুক্ত থাকে । সেন্ট্রিওলের চারপাশে অবস্থিত গাঢ় তরল পদার্থকে সেন্ট্রোস্ফিয়ার বলে । সেন্ট্রোস্ফিয়ার সেন্ট্রিওল ধারণ করে । সেন্ট্রোস্ফিয়ার ও সেন্ট্রিওলকে একত্রে সেন্ট্রোসোম বলে ।
88. শক্তি রূপান্তরের অঙ্গাণু হিসেবে পরিচিত -
Edit
Topic: প্লাস্টিড, কোষ ও এর গঠন (হাসান)
Explaination: শক্তি রূপান্তরের অঙ্গাণু হিসেবে ক্লোরোপ্লাস্ট পরিচিত । কারণ ক্লোরোপ্লাস্ট ফটোফসফোরাইলেশন অর্থাৎ সূর্যালোকের সাহায্যে ADP-কে ATP-তে রূপান্তর করে ।
89. কোনটির নিজস্ব বৃত্তাকার DNA অণু ও রাইবোসোম থাকে?
Edit
Topic: প্লাস্টিড, কোষ ও এর গঠন (হাসান)
Explaination: একটি ক্লোরোপ্লাস্টের মধ্যে সমআকৃতির প্রায় ২০০টি DNA অণু থাকতে পারে । ক্লোরোপ্লাস্টে তার নিজস্ব বৃত্তাকার DNA এবং রাইবোসোম থাকে । এদের সাহায্যে ক্লোরোপ্লাস্ট নিজের অনুরূপ সৃষ্টি করতে পারে ও কিছু প্রয়োজনীয় প্রোটিন তৈরি বা সংশ্লেষ করতে পারে । বিজ্ঞানীদের ধারণা কোনো আদিকোষীয় DNA ও রাইবোসোম এতে অন্তর্ভূক্ত আছে । নিজস্ব DNA এবং রাইবোসোম না থাকলে ক্লোরোপ্লাস্টের পক্ষে ফটোসিনথেসিস প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব হতো না ।
90. কোন সাইটোপ্লাজমিক অঙ্গাণুকে এন্ডোসিমবায়োন্ট হিসেবে গন্য করা হয়?
Edit
Topic: মাইটোকন্ড্রিয়া, কোষ ও এর গঠন (হাসান)
Explaination: ইউক্যারিয়টিক কোষে বিদ্যমান ক্লোরোপ্লাস্ট ও মাইটোকন্ড্রিয়া কে কোষের এন্ডোসিমবায়োন্ট হিসেবে গণ্য করা হয়ে থাকে । ধারণা করা হয় ইউক্যারিয়টিক কোষ দ্বারা এন্ডোফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় ভক্ষণকৃত কিছু ব্যাক্টেরিয়া থেকে বিবর্তিত হয়ে এসব অঙ্গাণূর উৎপত্তি হয়েছে ।
91. সাইটোপ্লাজমিক ইনহেরিটেন্সে সাহায্য করে-
Edit
Topic: প্লাস্টিড, কোষ ও এর গঠন (হাসান)
Explaination: ক্লোরোপ্লাস্টের কাজের গুলো মধ্যে একটি কাজ হলো এটি সাইটোপ্লাজমিক ইনহেরিটেন্সে সাহায্য করা এছাড়া কাজের মধ্যে আরো উল্লেখ্যযোগ্য হলো :
১. সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় শর্করা জাতীয় খাদ্য প্রস্তুত করা যা ক্লোরোপ্লাস্টের প্রধান কাজ ।
২. সোরশক্তি কে জৈবিক শক্তি তে রূপান্তর করা এবং বায়ুর CO2 কে RuBP-তে যুক্ত করা ।
৩. ক্লোরোপ্লাস্টের প্রয়োজনে প্রোটিন, নিউক্লিক অ্যাসিড তৈরি করা ।
৪. ফটোফসফোরাইলেশন অর্থাৎ সূর্যালোকের সাহায্যে ADP-কে ATP-তে রূপান্তর করা ।
৫. সালোক-শ্বসণ ঘটাতে সাহায্য করা ।
৬. বংশানুক্রমে নিজস্ব বৈশিষ্ট্যের স্বকীয়তা ধারণ করে রাখা ।
92. অ্যালিউরোপ্লাস্টে সঞ্চিত থাকে -
Edit
Topic: প্লাস্টিড, কোষ ও এর গঠন (হাসান)
Explaination: প্রোটিন সঞ্চয়কারী লিউকোপ্লাস্ট কে অ্যালিউরোপ্লাস্ট বা প্রোটিনোপ্লাস্ট বলা হয় ।
93. কোনটিতে জালিকাকার ক্লোরোপ্লাস্ট দেখা যায়?
Edit
Topic: প্লাস্টিড, কোষ ও এর গঠন (হাসান)
Explaination: Oedogontum এর ক্লোরোপ্লাস্ট দেখতে জালিকাকার এছাড়া Spirogyra দেখতে সর্পিলাকার , Ulothrix দেখতে গোলাকার এবং Zygnema দেখতে তারকাকার ।
94. মাইটোকন্ড্রিয়ার কোন অংশে ATP synthases অবস্থান করে?
Edit
Topic: মাইটোকন্ড্রিয়া, কোষ ও এর গঠন (হাসান)
Explaination: মাইটোকন্ড্রিয়ার বাইরের মেমব্রেন সোজা কিন্তু ভেতরের মেমব্রেনটি নির্দিষ্ট ব্যবধানে ভেতরের দিকে ভাঁজ হয়ে আঙ্গুলের মতো প্রবর্ধক সৃষ্টি করে । প্রবর্ধিত অংশকে ক্রিস্টি ( Cristae) বলে । ক্রিস্টি ( Cristae) তে স্থানে স্থানে ATP-Synthases নামক গোলাকার বস্তু আছে । এতে ATP সংশ্লেষিত হয় । এছাড়া সমস্ত ক্রিস্টি ( Cristae) ব্যাপী অনেক ইলেক্ট্রন ট্রান্সপোর্ট চেইন ( ETC ) আছে ।
95. প্রোটোপ্লাজমের কাঠামো হিসেবে কাজ করে কোন অঙ্গাণু?
Edit
Topic: এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, কোষ ও এর গঠন (হাসান)
Explaination: পরিণত কোষে সাইটোপ্লাজমে যে জালিকা বিন্যাস দেখা যায় তাই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বা অন্তঃপ্লাজমীয় জালিকা । সাইটোপ্লাজমীয় ঝিল্লি , নিউক্লিয় ঝিল্লি অথবা কোষ ঝিল্লি হতে এদের উৎপত্তি ।এন্ডোপ্লাজমিক রেটিকুলাম প্রোটোপ্লাজমের কাঠামো হিসেবে কাজ করে। এছাড়া অমসৃণ রেটিকুলামে প্রোটিন সংশ্লেষিত হয় । মসৃণ রেটিকুলামে লিপিড, মতান্তরে হরমোন, গ্লাইকোজেন , ভিটামিন, স্টেরয়েড প্রভৃতি সংশ্লেষিত হয় ।এছাড়া লিপিড ও প্রোটিনের অন্তঃবাহক হিসেবে কাজ করে ।
96. ক্রোমোসোমের যে স্থানে Centromere অবস্থান করে সে স্থানে সৃষ্ট খাঁজকে কী বলা হয়?
Edit
Topic: ক্রোমোসোম, কোষ ও এর গঠন (হাসান)
Explaination: প্রতিটি ক্রোমোসোমে একটি অরঞ্জিত অঞ্চল থাকে । ক্রোমোটিডের এই অরঞ্জিত অঞ্চল্ কে বলা হয় সেন্ট্রোমিয়ার । দুটি সিস্টার ক্রোমোটিড সেন্ট্রোমিয়ার অঞ্চলে অত্যন্ত দৃঢ় ভাবে সংযুক্ত থাকে । সেন্ট্রোমিয়ারের অবস্থানটি ক্রোমোসোমে একটি খাঁজ সৃষ্টি করে । এ খাঁজ কে বলা হয় মুখ্যকুঞ্চন বা খাঁজ ।
97. বীজের লিপিড সঞ্চয়ী কোষে যে অঙ্গাণুটি দেখা যায়?
Edit
Topic: গ্লাইঅক্সিসোম, কোষ ও এর গঠন (হাসান)
Explaination: কতক উদ্ভিদ কোষের সাইটোপ্লাজমে বিদ্যমান একক পর্দাবেষ্টিত ক্ষুদ্র,গোলাকার বা ডিম্বাকার অঙ্গাণু যারা স্নেহ জাতীয় পদার্থ বিপাকের এনজাইম ধারণ করে তাদের গ্লাইঅক্সিসোম বলে । সূত্রাকার ছত্রাক, ঈস্ট, Neurospora এবং তৈল বীজের কোষে গ্লাইঅক্সিসোম পাওয়া যায় । বীজের লিপিড সঞ্চয়ী কোষে এদের দেখতে পাওয়া যায়। এন্ডোপ্লাজমিক জালিকার সিস্টার্নি অংশ হতে এদের উৎপত্তি ।
98. ক্রোমোসোমের মাথায় DNA-এর repeated sequence কে কি বলে?
Edit
Topic: ক্রোমোসোম, কোষ ও এর গঠন (হাসান)
Explaination: বিজ্ঞানী এইচ.জে.মোলার এর মতে ক্রোমোসোমের উভয় প্রান্তের বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ অঞ্চলকে টেলোমিয়ার বলে । ক্রোমোসোমের মাথায় DNA-এর repeated sequence হলো টেলোমিয়ার। কোষ বিভাজনে DNA-এর কোডিং অঞ্চলকে ধ্বংসপ্রাপ্ত হতে রক্ষা করা এর কাজ । একটি কোষ কত বার বিভক্ত হবে তার নির্ধারণ করে টেলোমিয়ার। প্রতি বিভাজনে টেলোমিয়ার এর দৈর্ঘ্য কমতে থাকে , দৈর্ঘ্য পরিমাপ করে বলা যায় ঐ কোষটি কতবার বিভক্ত হবে এবং জীবটি (মানুষ) আর কতকাল বাঁচবে।
99. নিম্নের কোন ক্রোমোসোমটি ইংরেজি 'L' অক্ষরের মতো?
Edit
Topic: ক্রোমোসোম, কোষ ও এর গঠন (হাসান)
Explaination: সাবমেটাসেন্ট্রিক বা উপ-মধ্যকেন্দ্রিক এর আকৃতি ইংরেজি “L” অক্ষর এর মতো দেখতে ।
এছাড়া মেটাসেন্ট্রিক বা মধ্যকেন্দ্রিক এর আকৃতি ইংরেজি “V” অক্ষর এর মতো দেখতে, অ্যাক্রোসেন্ট্রিক বা উপ-প্রান্তকেন্দ্রিক ইংরেজী “J” অক্ষর এর মতো দেখতে, টেলোসেন্ট্রিক বা প্রান্তকেন্দ্রিক ইংরেজী “I” এর মতো দেখতে ।
100. কোন পুষ্পক উদ্ভিদে সর্বোচ্চ সংখ্যক ক্রোমোসোম পাওয়া গিয়েছে?
Edit
Topic: ক্রোমোসোম, কোষ ও এর গঠন (হাসান)
Explaination:
101. আঙ্গুরের থোকার মতো ক্যালসিয়াম কার্বনেটের ক্রিস্টালকে বলা হয়-
Edit
Topic: কোষস্থ নির্জীব বস্তুসমূহ, কোষ ও এর গঠন (হাসান)
Explaination: খনিজ ক্রিস্টাল হলো এক ধরণের উদ্ভিদ বর্জ্য পদার্থ। প্রধান খনিজ ক্রিস্টাল হলো ক্যালসিয়াম অক্সালেট এবং যদি এরা সূচের মতো অবস্থান করে তাহলে তাদেরকে র্যাফাইড (raphide) বলে। (Trick- ray fyde : Ray - রশ্মি- সূচাকার।)
আঙ্গুলের থোকার মতো ক্যালসিয়াম কার্বনেটের ক্রিস্টালকে বলা হয় সিস্টোলিথ (Cystolith)। (Trick: Cyst + lith - Sac + stone - থলি + পাথর - a sac containing lithites)
102. Polycentric ক্রোমোসোম পাওয়া যায় নিম্নের কোনটিতে?
Edit
Topic: ক্রোমোসোম, কোষ ও এর গঠন (হাসান)
Explaination: Polycentric ক্রোমোসোম - দুই বা ততোধিক সেন্ট্রোমিয়ার বিশিষ্ট।
কলা গাছের (Musa sp.) কয়েকটি প্রজাতিতে পাওয়া যায়।
103. ক্রোমোসোমের কোন অংশকে নিউক্লিওলাস পুনর্গঠন অঞ্চল বলা হয়?
Edit
Topic: ক্রোমোসোম, কোষ ও এর গঠন (হাসান)
Explaination: ক্রোমোসোমে সেন্ট্রোমিয়ার নামক মুখ্যকূঞ্চন ছাড়াও কোনো কোনো ক্রোমোসোমের বাহুতে এক বা একাধিক গৌণকুঞ্চন ও থাকতে পারে । গৌণকুঞ্চন কে নিউক্লিওলাস পুর্নগঠন অঞ্চল বলা হয় কারণ এখান থেকে নিউক্লিওলাস পুর্নগঠিত হয় ।
104. কোষের সর্ববৃহৎ অঙ্গাণু কোনটি ?
Edit
Topic: প্লাস্টিড, কোষ ও এর গঠন (হাসান)
Explaination: কোষের (only Plant cell) সর্ববৃহৎ সাইটোপ্লাজমীয় অঙ্গাণু হলো ক্লোরোপ্লাস্ট ( chloroplast) । (Trick: উদ্ভিদকোষের সাইটোপ্লাজমের প্রধান কাজ হলো সালোকসংশ্লেষণ করা, যা প্লাস্টিড প্রধানত ক্লোরোপ্লাস্ট এ কাজটি করে থাকে তাই উদ্ভিদ কোষের সাইটোপ্লাজমের সবচেয়ে বড় অঙ্গাণু হলো প্লাস্টিড)।
কোষের (both Plant and Animal cell) এর সর্ববৃহৎ অঙ্গাণু হলো নিউক্লিয়াস (Nucleus)। (Trick: নিউক্লিয়াস যেহেতু কোষের প্রাণকেন্দ্র তাই এটি সবচেয়ে বেশি জায়গা দখল করে।)
105. কোয়ান্টোসোম নামক গঠন পাওয়া যায় নিচের কোনটিতে?
Edit
Topic: প্লাস্টিড, কোষ ও এর গঠন (হাসান)
Explaination: ক্লোরোপ্লাস্ট এর স্ট্রোমা তে অসংখ্য থলে আকৃতির ত্রিমাত্রিক সজ্জার গঠন বিদ্যমান । এদের কে থাইলাকয়েড বলে। প্রত্যেকটি থাইলাকয়েডের ভেতরে একটি প্রকোষ্ঠ থাকে। এ প্রকোষ্ঠে থাকে ক্লোরোফিল-a, ক্লোরোফিল-b, জ্যান্থফিল, ক্যারোটিন, লিপিড ও এনজাইম । এসব বস্তুকে এক সাথে স্ফটিকাকার দানার মতো দেখায় । একসময় এদের কে কোয়ান্টোসোম বলা হতো ।
106. সালোকসংশ্লেষণকারী অঙ্গাণু plastid উপস্থিত থাকে কোনটিতে?
Edit
Topic: প্লাস্টিড, কোষ ও এর গঠন (হাসান)
Explaination: উদ্ভিদকোষের সাইটোপ্লাজমে বিক্ষিপ্ত ডিম্বাকৃতি,ফিতাকৃতি অথবা তারকাকৃতি সজীব বর্ণাধার বস্তুগুলোই হলো প্লাস্টিড । সকল উদ্ভিদ কোষে প্লাস্টিড দেখা গেলেও ছত্রাক,ব্যাকটেরিয়া,নীলাভ শৈবাল এবং প্রাণী কোষে প্লাস্টিড নেই ।
107. Fluid-mosaic model অনুযায়ী কোষঝিল্লি তে তরল পদার্থের ন্যায় আচরণ করে কোনটি?
Edit
Topic: প্লাজমামেমব্রেন, কোষ ও এর গঠন (হাসান)
Explaination: Fluid-mosaic model অনুযায়ী কোষঝিল্লিতে লিপিড অণু তরল পদার্থের ন্যায় ঝিল্লির একই স্তরে স্থান পরিবর্তন করে, পাশে ব্যাপ্ত হয় এবং অক্ষ বরাবর ঘুরতে পারে আর কে flip-flop movement বলে ।
108. Chlamydomonas এর ক্লোরোপ্লাস্ট এর আকৃতি কিরকম?
Edit
Topic: প্লাস্টিড, কোষ ও এর গঠন (হাসান)
Explaination: Chlamydomonas এর ক্লোরোপ্লাস্ট এর আকৃতি পেয়ালাকৃতি এছাড়া Spirogyra এর আকৃতি সর্পিলাকার , Oedogontum এর আকৃতি জালিকাকার এবং Zygnema এর আকৃতি তারকাকার ।
109. কোষের পূর্বনির্ধারিত মৃত্যু (Apoptosis) নিয়ন্ত্রণ করে কোন অঙ্গানু?
Edit
Topic: মাইটোকন্ড্রিয়া, কোষ ও এর গঠন (হাসান)
Explaination: মাইটোকন্ড্রিয়ার অনেক গুলা কাজ এর মধ্যে একটি কাজ হলো কোষের পূর্বনির্ধারিত মৃত্যু (Apoptosis) নিয়ন্ত্রণ করে । এছাড়া কোষের যাবতীয় কাজের জন্য শক্তি উৎপাদন ও নিয়ন্ত্রণ করা, শ্বসণের বিভিন্ন পর্যায় যেমন : ক্রেবস চক্র, ইলেকট্রন ট্রান্সপোর্ট, অক্সিডেটিভ ফসফোরাইলেশন সম্পন্ন করা ,নিজস্ব DNA, RNA, উৎপাদন করা এবং বংশগতিতে ভূমিকা রাখা উল্লেখযোগ্য ।
110. চর্বি জাতীয় খাদ্য সঞ্চয় করে নিচের কোনটি?
Edit
Topic: প্লাস্টিড, কোষ ও এর গঠন (হাসান)
Explaination: তেল ও চর্বিজাতীয় খাদ্য সঞ্চয়কারী লিউকোপ্লাস্ট - ইলায়োপ্লাস্ট।
স্টার্চ বা শ্বেতসার জাতীয় খাদ্য সঞ্চয়কারী লিউকোপ্লাস্টকে - অ্যামাইলোপ্লাস্ট।
প্রোটনজাতীয় খাদ্য সঞ্চয়কারী লিউকোপ্লাস্টকে - অ্যালিউরোপ্লাস্ট বা প্রোটিনোপ্লাস্ট।
111. কোষ প্রাচীর গঠনে ক্রসলিংক হিসেবে কাজ করে কোনটি?
Edit
Topic: কোষ প্রাচীর, কোষ ও এর গঠন (হাসান)
Explaination: Xyloglucan নামক হেমিসেলুলোজ কোষ প্রাচীর গঠনে ক্রসলিংক (cross link) হিসেবে কাজ করে।
112. উদ্ভিদ কোষস্থ বর্জ্য পদার্থ কোনটি?
Edit
Topic: কোষস্থ নির্জীব বস্তুসমূহ, কোষ ও এর গঠন (হাসান)
Explaination: উদ্ভিদ কোষ কতৃক নিঃসৃত কোষস্থ বর্জ্য পদার্থ হলো : রেজিন, ট্যানিন, গাম (আঠা), ল্যাটেক্স, অ্যালকালয়েড, জৈব এসিড, উদ্বায়ী তেল এবং খনিজ পদার্থ ।
উদ্ভিদ কোষ কতৃক নিঃসৃত পদার্থ হলো : হরমোন, পিগমেন্ট, এনজাইম, নেকটার ইত্যাদি ।
113. প্রোটোপ্লাজম এর একমুখী আবর্তন পাওয়া যায়-
Edit
Topic: প্রোটোপ্লাস্ট, কোষ ও এর গঠন (হাসান)
Explaination: যে চলনে প্রোটোপ্লাজম একটি গহ্বরকে কেন্দ্র করে কোষপ্রাচীরের পাশ দিয়ে নির্দিষ্ট পথে একদিকে ঘুরতে থাকে তাকে একমুকী আবর্তন বলে । পাতা ঝাঁঝির কোষস্থ প্রোটোপ্লাজমের চলন এক মুখী চলন কারণ এর প্রোটোপ্লাজম একটি গহ্বরকে কেন্দ্র করে কোষপ্রাচীরের পাশ দিয়ে নির্দিষ্ট পথে একদিকে ঘুরতে থাকে ।
114. কোষ বিভাজনের কোন পর্যায়ে মধ্য পর্দা সৃষ্টির সূচনা ঘটে -
Edit
Topic: কোষ প্রাচীর, কোষ ও এর গঠন (হাসান)
Explaination: একটি বিকাশিত কোষপ্রাচীর প্রধানত তিনটি ভিন্ন স্তরে বিভক্ত দেখা যায় । এর প্রথম স্তরটি হলো মধ্যপর্দা (middle lamella) । মাইটোটিক কোষ বিভাজনের টেলোফেজ (telophase) পর্যায়ে এর সূচনা ঘটে । সাইটোপ্লাজম থেকে আসা ফ্র্যাগমোপ্লাস্ট (phragmoplast) এবং গলগি বডি থেকে আসা পেকটিন জাতীয় ভেসিকলস (vesicles or droplets) মিলিতভাবে মধ্যপর্দা সৃষ্টি করে ।
115. Prokaryotic cell এর উদাহরণ নয় কোনটি?
Edit
Topic: কোষ বা Cell নামকরণ, কোষ ও এর গঠন (হাসান)
Explaination: ছত্রাক ইউক্যারিওটিক কোষ বা প্রকৃত কোষ দ্বারা গঠিত এরা এক কোষী বা বহুকোষী হতে পারে । এদের কোষ প্রাচীর প্রোটোপ্লাস্ট নিয়ে গঠিত যা কোষের ঝিল্লি, সাইটোপ্লাজম, এবং নিউক্লিয়াসের মতো অন্যান্য কোষের অংশগুলির মধ্যে পার্থক্য করে। নিউক্লিয়াস ঘন, পরিষ্কার, ক্রোমাটিন যুক্ত। নিউক্লিয়াস একটি পরমাণু ঝিল্লি দ্বারা বেষ্টিত হয় অর্থাৎ আবরণীবেষ্টিত । আর যে কোষে কোনো আবরণীবেষ্টিত নিউক্লিয়াস, এমনকি আবরণীবেষ্টিত অন্য কোনো অঙ্গাণুও থাকে না তা হলো আদিকোষ । যা থেকে বলা যায় ছত্রাক আদিকোষী নয় কারণ এর নিউক্লিয়াস আবরণীবেষ্টিত ।
116. সর্বপ্রথম জীবিত কোষ পর্যবেক্ষণ করেন কে?
Edit
Topic: কোষ বা Cell নামকরণ, কোষ ও এর গঠন (হাসান)
Explaination: অণুবীক্ষণযন্ত্রের কিছুটা উন্নতি সাধিত হলে ডাচ (Dutch) বিজ্ঞানী অ্যান্টনি ভ্যান লিউয়েনহুক ( Antony van Leeuwenhoek) প্রথম ১৬৭৪ সালে কোষ প্রাচীর ছাড়াও ভেতরে পূর্ণাঙ্গ কোষীয় দ্রব্যসহ জীবিত কোষ পর্যবেক্ষণ করেন ।
117. উদ্ভিদ কোষ প্রাচীরের primary wall-এ কোনটি থাকে না ?
Edit
Topic: কোষ প্রাচীর, কোষ ও এর গঠন (হাসান)
Explaination: কোষ প্রাচীরের দ্বিতীয় স্তরটি হলো প্রাথমিক প্রাচীর (primary wall) যা মধ্যপর্দার দু’পাশে সেলুলোজ, হেমিসেলুলোজ এবং গ্লাইকোপ্রোটিন ইত্যাদি জমা হয়ে একটি পাতলা স্তর (১-৩ µm) সৃষ্টির মাধ্যমে তৈরি হয় ।
118. নিচের কোনটি কোষ প্রাচীর এর ক্ষুদ্রতম গাঠনিক একক?
Edit
Topic: কোষ প্রাচীর, কোষ ও এর গঠন (হাসান)
Explaination: উদ্ভিদকোষ প্রাচীরের প্রধান উপাদান হলো সেলুলোজ । সেলুলোজ হলো একটি পলিস্যাকারাইড যা ৬-কার্বনবিশিষ্ট β-D গ্লুকোজের অসংখ্য অণু নিয়ে গঠিত ।১ হাজার থেকে ৩ হাজার সেলুলোজ অণু নিয়ে একটি সেলুলোজ চেইন গঠিত হয় । প্রায় ১০০ টি সেলুলোজ চেইন মিলিত ভাবে একটি ক্রিস্টালাইন মাইসেলি গঠন করে । মাইসেলি কে কোষ প্রাচীরের ক্ষুদ্রতম গাঠনিক একক বলা হয় ।
119. নিচের কোনটি ইন্টারমিডিয়েট ফিলামেন্ট এর উদাহরণ নয়?
Edit
Topic: কোষীয় কঙ্কাল, কোষ ও এর গঠন (হাসান)
Explaination: বিভিন্ন কোষে চার ধরণের ইন্টারমিডিয়েট ফিলামেন্ট পাওয়া যায় । যথাঃ কেরাটিন,ভাইমেন্টিন,ল্যামিনিন এবং নিউরোফিলামেন্ট ।
120. গিনিপিগ (Cavia porcellus) এর ক্রোমোসোম সংখ্যা কতটি?
Edit
Topic: ক্রোমোসোম, কোষ ও এর গঠন (হাসান)
Explaination:
121. ক্যালসিয়াম অক্সালেট সুচের মত অবস্থান করলে তাকে কি বলে?
Edit
Topic: কোষস্থ নির্জীব বস্তুসমূহ, কোষ ও এর গঠন (হাসান)
Explaination:
122. নিউক্লিয়াস থাকে না কোন কোষে?
Edit
Topic: নিউক্লিয়াস, কোষ ও এর গঠন (হাসান)
Explaination:
123. ক্রোমোসোমের কোন অংশে মাইক্রোটিউবিউল সংযুক্ত হয়?
Edit
Topic: ক্রোমোসোম, কোষ ও এর গঠন (হাসান)
Explaination: ক্রোমোসোমের কাইনোটোকোরে মাইক্রোটিউবিউল সংযুক্ত হয় ।
124. নিচের কোনটিতে গ্লাইঅক্সিসোম পাওয়ার সম্ভাবনা নেই?
Edit
Topic: গ্লাইঅক্সিসোম, কোষ ও এর গঠন (হাসান)
Explaination:
125. নিউক্লিওটাইডের ভান্ডার হিসেবে কাজ করে কোনটি?
Edit
Topic: নিউক্লিয়াস, কোষ ও এর গঠন (হাসান)
Explaination: নিউক্লিওলাস নিউক্লিওটাইডের ভান্ডার হিসেবে কাজ করে ।
126. মাইক্রোটিউবিউলসে প্রোটোটিউবিউল এর সংখ্যা -
Edit
Topic: কোষীয় কঙ্কাল, কোষ ও এর গঠন (হাসান
Explaination: মাইক্রোটিউবিউলসে প্রোটোটিউবিউল এর সংখ্যা ১৩ টি যা মাইক্রোটিউবিউলসে সর্পিলাকারে সজ্জিত থাকে ।
127. পারঅক্সিসোম এর ক্ষেত্রে নিচের কোনটি সঠিক নয়?
Edit
Topic: পারঅক্সিসোম, কোষ ও এর গঠন (হাসান)
Explaination: পারঅক্সিজোম এক আবরণী বিশিষ্ট । এর ভিতরে ক্রিস্টাল বা দানাদান আকারে সঞ্ঝয়ী এনজাইম জমা থাকে যার মধ্যে catalease প্রধান । এদের প্রাণীর কিডনি ও লিভার কোষে অধিক দেখা যায়
128. নিউক্লিওলাস ক্রোমোজোমের যে স্থানে লাগানো থাকে তাকে কি বলে?
Edit
Topic: নিউক্লিয়াস, কোষ ও এর গঠন (হাসান
Explaination: নিউক্লিওলাস ক্রোমোজোমের যে স্থানে লাগানো থাকে তাকে স্যাটেলাইট (Satellite) বলে ।
129. টনোপ্লাস্ট বেষ্টিত কোষীয় অঙ্গাণুর কাজ নয়-
Edit
Topic: কোষগহ্বর, কোষ ও এর গঠন (হাসান)
Explaination: টনোপ্লাস্ট বেষ্টিত কোষীয় অঙ্গাণুর কাজ হলো ১.প্রয়োজনীয় বর্জ্য ধারণ করা ২.কোষরস ধারণ করা ৩.কোষের পিএইচ রক্ষা করা
130. Prokaryotic cell এর রাইবোসোম-
Edit
Topic: রাইবোসোম, কোষ ও এর গঠন (হাসান)
Explaination: Prokaryotic cell এর রাইবোসোম 30S এবং 50S দুটি সাব ইউনিট মিলে 70S রাইবোসোম গঠন করে
131. মাইটোকন্ড্রিয়ার রাইবোসোম কোন ধরনের?
Edit
Topic: মাইটোকন্ড্রিয়া, কোষ ও এর গঠন (হাসান)
Explaination: মাইটোকন্ড্রিয়ার নিজস্ব বৃত্তাকার DNA এবং 70S রাইবোসোম বিদ্যমান যা আদি কোষীয় বৈশিষ্ট্যসম্পন্ন ।
132. কোষের অটোফ্যাগির (autophagy) জন্য দায়ী অঙ্গাণু-
Edit
Topic: লাইসোসোম, কোষ ও এর গঠন (হাসান)
Explaination: তীব্র খাদ্যাভাবের সময় লাইসোসোমের প্রাচীর ফেটে যায় এবং আবদ্ধকৃত এনজাইম বের হয়ে কোষের অন্য অঙ্গানুগুলো বিনষ্ট করে দেয় আর এই কাজ কে স্ব-গ্রাস বা অটোফ্যাগী বলা হয় ।
133. জীবকোষে প্রাপ্ত রাইবোসোমের একটি সাব-ইউনিট 30S হলে, অপরটি কত?
Edit
Topic: রাইবোসোম, কোষ ও এর গঠন (হাসান)
Explaination: জীবকোষে প্রাপ্ত রাইবোসোমের একটি সাব ইউনিট 30S এবং আরেকটি সাব ইউনিট 50S মিলে আদিকোষে 70S রাইবোসোম গঠন করে ।
134. প্রাককেন্দ্রিক ও সুকেন্দ্রিক উভয় কোষে বিদ্যমান -
Edit
Topic: রাইবোসোম, কোষ ও এর গঠন (হাসান)
Explaination: প্রাককেন্দ্রিক কোষে (আদিকোষ) রাইবোসোম 70S এবং সুকেন্দ্রিক কোষে (প্রকৃত কোষ )রাইবোসোম 80S রয়েছে ।
135. মানবদেহের কোন কোষে লাইসোসোম অনুপস্থিত?
Edit
Topic: লাইসোসোম, কোষ ও এর গঠন (হাসান)
Explaination: মানবদেহের লোহিত রক্ত কণিকা তে লাইসোসোম অনুপস্থিত
136. লাইসোসোমে টিস্যু বিগলনকারী কোন এনজাইমটি উপস্থিত?
Edit
Topic: লাইসোসোম, কোষ ও এর গঠন (হাসান)
Explaination: লাইসোসোমে টিস্যু বিগলনকারী এসিড ফসফেটেজ এনজাইম থাকে ।
137. কোন অঙ্গাণুটি hydrolytic enzyme এর আঁধার হিসেবে কাজ করে?
Edit
Topic: লাইসোসোম, কোষ ও এর গঠন (হাসান)
Explaination:
138. আত্মঘাতী থলিকা (Suicidal squad) বলা হয় কোনটিকে?
Edit
Topic: লাইসোসোম, কোষ ও এর গঠন (হাসান)
Explaination: লাইসোসোম জীবদেহের অকেজো কোষসমূহকে অটোলাইসিস পদ্ধতিতে ধ্বংস করে বলে এদের আত্নঘাতী থলিকা বলা হয় ।
139. গলগি বডির উৎপত্তি হয় কোনটি থেকে ?
Edit
Topic: এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, কোষ ও এর গঠন (হাসান)
Explaination: মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে গলগি বডির সৃষ্টি হয় ।
140. গ্লুকোজের ফসফোরাইলেশন সংঘটিত হয় কোথায়?
Edit
Topic: রাইবোসোম, কোষ ও এর গঠন (হাসান)
Explaination: রাইবোসোমে গ্লুকোজের ফসফোরাইলেশন এবং স্নেহ জাতীয় পদার্থের বিপাক সংঘটিত হয় ।
141. রাইবোসোমের প্রধান গাঠনিক উপাদান -
Edit
Topic: রাইবোসোম, কোষ ও এর গঠন (হাসান)
Explaination: রাইবোসোম প্রধানত বহু প্রকার প্রোটিন এবং rRNA দিয়ে তৈরি ।
142. E. coli কোষের শুষ্ক ওজনের কত ভাগ প্রোটিন?
Edit
Topic: রাইবোসোম, কোষ ও এর গঠন (হাসান)
Explaination: E.coli কোষে রাইবোসোম এর সংখ্যা ২০,০০০ এবং মোট শুষ্ক ওজনের প্রায় ২২% ।
143. কোন সাইটোপ্লাজমীয় অঙ্গাণুকে কোষের প্রোটিন ফ্যাক্টরি বলে?
Edit
Topic: রাইবোসোম (ribosome)
Explaination: রাইবোসোমের প্রধান কাজ প্রোটিন সংশ্লেষণ করা । তাই রাইবোসোম কে প্রোটিন ফ্যাক্টরি বলা হয়
144. Golgi apparatus এর অপর নাম নয় -
Edit
Topic: গলগি বডি, কোষ ও এর গঠন (হাসান)
Explaination: ইতালীয় স্নায়ুবিদ ক্যামিলো গলগি এর নামানুসারে এ অঙ্গানুর নামকরণ করা হয় গলগি বডি । গলগি বডি কে ডিকটায়োসোম, ইডিওসোম, লাইপোকন্ড্রিয়া নামেও অভিহিত করা হয় ।
145. কোষ বিভাজনের সময় কোষপ্লেট তৈরি করে -
Edit
Topic: গলগি বডি, কোষ ও এর গঠন (হাসান)
Explaination: গলগি বডি কোষ বিভাজনের সময় কোষপ্লেট তৈরি করে ।
146. কোষের কার্বোহাইড্রেট ফ্যাক্টরি হিসেবে পরিচিত -
Edit
Topic: গলগি বডি, কোষ ও এর গঠন (হাসান)
Explaination: বিভিন্ন পলিস্যাকারাইড সংশ্লেষণ ও পরিবহনে অংশগ্রহণ করে তাই উদ্ভিদের গলগিবডি কে কার্বোহাইড্রেট ফ্যাক্টরি বলা হয় । বি.দ্রঃ গলগি বডি কে ডিকটায়োসোম, ইডিওসোম, লাইপোকন্ড্রিয়া নামেও অভিহিত করা হয়।
147. “Traffic police of cell” বলা হয় কোন কোষীয় অঙ্গাণুকে?
Edit
Topic: গলগি বডি, কোষ ও এর গঠন (হাসান)
Explaination: গলগি বডি কে ট্রাফিক পুলিশ বলা হয় কারণ গলগি বডি কোষের কেন্দ্রীয় অংশ থেকে ঝিল্লিবদ্ধ বস্তু ( ভেসিকল) কোষের পরিধির দিকে প্লাজমামেমব্রেন পযর্ন্ত নিয়ে যায় ।
148. Golgi complex কোনটি সংশ্লেষ (synthesis) করে না?
Edit
Topic: গলগি বডি, কোষ ও এর গঠন (হাসান)
Explaination: গলগি বডি লাইসোসোম ও ভিটামিন তৈরি করে এবং অ-প্রোটিন জাতীয় পদার্থের ( যেমনঃ লিপিড ) সংশ্লেষণ করে । শুক্রাণুর অয়াক্রোজোম তৈরি তে সহয়তা করে । অপরদিকে রাইবোসোম প্রোটিন সংশ্লেষণ করে ।