Edit Question - ইমরান এর শখের বাগানে লাল বর্ণের একটি ফুল ফুটেছে। কিন্তু সে সেটিকে চিনতে পারছে না। সে পর্যবেক্ষণ করতে গিয়ে দেখলো, সেখানে পাঁচটি পাপড়ি আছে। সাথে দেখলো গাছটির পাতার শিরাবিন্যাস জালিকাকার এবং গাছটির কচি অংশ পিচ্ছিল পদার্থযুক্ত। এরপর সে বুঝতে পারলো ফুলটি আসলে কী ছিল! তোমাদের এখন বলতে হবে, উক্ত উদ্ভিদটি কোন গোত্রের?