CQ Questions
Manage Question - Chapter Final- জীবপ্রযুক্তি
Last updated by - Hasib || Last updated on - 10 Feb, 2024
Edit
বর্তমান যুগ প্রযুক্তির যুগ। প্রযুক্তির মাধ্যমে নানা অসাধ্য সাধন হচ্ছে। জৈব প্রযুক্তিতে বাহক ব্যবহার করে কোন জীবের উন্নত গুণ সম্পন্ন জিন নিয়ে অন্য জীবে স্থানান্তর করে কাঙ্খিত উন্নত গুণসম্পন্ন জীব তৈরী করা হচ্ছে। আর এ প্রযুক্তিতে বিশেষ ধরনের কর্তন এনজাইমও ব্যবহৃত হয়।
ক. Culture Medium কী? ১
খ. Single Cell Protein বলতে কী বোঝায়? ২
গ. উদ্দীপকে উল্লেখিত বিশেষ জৈব প্রযুক্তিটির বিভিন্ন ধাপ শুধুমাত্র চিহ্নিত চিত্রের মাধ্যমে উপস্থাপন করো । ৩
ঘ. উদ্দীপকে উল্লেখিত জৈব প্রযুক্তিতে ব্যবহৃত বিশেষ ধরনের কর্তন এনজাইম ও বাহকের গুরুত্ব বিশ্লেষণ করো। ৪