Developer
১. রাকিব ও শাহীন অনুজীব নিয়ে গবেষণা করেছেন। রাকিবের গবেষণার বিষয় হচ্ছে অকোষীয় রোগসৃষ্টিকারী অনুজীব এবং শাহীনের আদিকোষীয় অনুজীব। রাকিবের পর্যবেক্ষণে জানা গেল,তার অনুজীব শাহীনের অনুজীবকে ভক্ষণের মাধ্যমে সংখ্যা বৃদ্ধি করে।( রাজশাহী বোর্ড ২০২২) ক. ভিরিয়ন কী? খ. ম্যালেরিয়া পরজীবীর দুটি পোষক প্রয়োজন কেন? গ. শাহীনের ব্যবহৃত অনুজীবটির দৈহিক গঠণের চিহ্নিত চিত্র অঙ্কন কর। ঘ. রাকিবের পর্যবেক্ষণটি বিশ্লেষণ কর।
যারা রাত ১২টার পূর্বে পিডিএফ সাবমিট করবে, তাদের উত্তরপত্রই মার্কিংয়ের জন্য গ্রহণযোগ্যতা পাবে।